মুম্বই : বাবার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো এখনও ভুলতে পারছে না তারা । ভোলারও নয় । সেরকমই স্মৃতি হাতড়ে সোশাল মিডিয়ায় বাবার একাধিক ভিডিয়ো শেয়ার করছে ইরফানের খানের ছেলে বাবিল । সম্প্রতি ইরফানের একটি পুরোনো ভিডিয়ো শেয়ার করে সে । যেখানে কনকনে ঠান্ডা জলে স্নান করতে দেখা গিয়েছে ইরফানকে ।
ইনস্টাগ্রামে ইরফান খানের একটি ভিডিয়োটি শেয়ার করেছে বাবিল । যেখানে কনকনে ঠান্ডা জলে স্নান করতে নেমেছিলেন ইরফান । প্রথমে হয়তো বুঝতে পারেননি যে জল অতটা ঠান্ডা হবে । কিন্তু, জলে নামার পর তাঁর মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না । ক্যামেরাবন্দী করা হয় জলে নামার পর তাঁর প্রতিক্রিয়া ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইরফানের পুরোনো ভিডিয়োগুলি শেয়ার করার জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছেন বাবিলকে । পাশাপাশি ইরফানকে মিস করার কথাও জানিয়েছেন অনেকেই ।
তবে এটাই প্রথম নয় । ইরফানের মৃত্যুর পর থেকেই সোশাল মিডিয়ায় তাঁর একাধিক ভিডিয়ো ও ছবি শেয়ার করছে বাবিল । কিছুদিন আগে ইরফানের ফুচকা খাওয়ার একটি ভিডিয়ো শেয়ার করে সে । সেই ভিডিয়ো দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন । এক সেকেন্ডের জন্য কারও মনে হয়, তিনি যেন এখানেই রয়েছেন । আবার কারও মনে হয়েছে, কিছু তো হয়নি । একজন লিখেছেন, "তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন ।" আর একজন লিখেছেন, "তোমার ও পরিবারের প্রতি ভালোবাসা রইল" ।
- View this post on Instagram
When you’re on diet for so long and then the shoot ends and you can have pani puri.
">
ইরফান খানের মৃত্যুর পর শুক্রবার সবার সঙ্গে একটি সুন্দর নোট শেয়ার করেছিলেন ইরফান খানের পরিবারের সদস্যরা । সেখানে চিকিৎসক ও ফ্যানেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন তাঁরা । লিখেছিলেন, অভিনেতার মৃত্যু কোনও ক্ষতি নয়, কারণ বছরের পর বছর ধরে তিনি তাঁদের যা শিখিয়েছেন তাঁরা এখন জীবনে চলার ক্ষেত্রে তাই প্রয়োগ করবে ।
ক্যানসারের কাছে হার মেনে ভুগে 29 এপ্রিল পরিবারকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে ইরফান খান । এত তাড়াতাড়ি তাঁর চলে যাওয়াটা পরিবারের পাশাপাশি মেনে নিতে পারছে না অনেকেই ।