ETV Bharat / sitara

যুদ্ধ এমন কিছু নয় যা পছন্দ করি, তবে আমি দেশপ্রেমী : প্রিয়াঙ্কা

পাকিস্তানের বালাকোটে জইস-ই-মহম্মদ (JeM)-র জঙ্গি শিবিরে ভারতীয় যুদ্ধবিমান হামলা চালানোর পর ভারতীয় বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । সেই প্রসঙ্গ টেনে এনে প্রিয়াঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ হওয়ার জন্য উস্কাচ্ছেন বলে অভিযোগ করলেন একজন পাকিস্তানি মহিলা ।

প্রিয়াঙ্কা
author img

By

Published : Aug 12, 2019, 10:08 AM IST

Updated : Aug 13, 2019, 7:56 AM IST

লস অ্যাঞ্জেলস : আমেরিকার একটি অনুষ্ঠানে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে মৌখিক-আক্রমণ করেন একজন পাকিস্তানি মহিলা । তিনি অভিযোগ করেন, তাঁর দেশের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ হওয়ার জন্য উস্কাচ্ছেন প্রিয়াঙ্কা ।

পাকিস্তানের বালাকোটে জইস-ই-মহম্মদ (JeM)-র জঙ্গি শিবিরে ভারতীয় যুদ্ধবিমান হামলা চালানোর পর ভারতীয় বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন অভিনেত্রী । সেই টুইটের প্রসঙ্গ টেনে ওই পাকিস্তানি মহিলা রাষ্ট্রসংঘের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে প্রিয়াঙ্কার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ।

পাকিস্তানের জঙ্গি শিবিরে ভারতের হামলার পর 26 ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা চোপড়া টুইট করেছিলেন, "#JaiHind #IndianArmedForces"

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিউটিকন লস অ্য়াঞ্জেলসের ভিডিয়োয় দেখা যায়, একটি ইভেন্টে দর্শকদের মধ্যে বসে থাকা একজন পাকিস্তানি মহিলা প্রিয়াঙ্কা চোপড়ার দিকে আঙুল তোলেন ।

ওই মহিলা বলেন, "একজন গুডউইল অ্যাম্বাসাডর হয়ে আপনি পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ হওয়ার জন্য উস্কাচ্ছেন । আমার মতো মানুষ আপনার ব্য়বসায় আপনাকে সমর্থন করেছি..."

প্রিয়াঙ্কা প্রথমে ওই মহিলার সব কথা শোনেন । পরে জানান, তিনি যুদ্ধ হওয়ার জন্য উস্কানোর কেউ নন ।

প্রিয়াঙ্কা বলেন, "পাকিস্তানে আমার অনেক বন্ধু আছে । আমি ভারতীয় । যুদ্ধ এমন কিছু নয়, যেটা আমি পছন্দ করি । তবে আমি দেশপ্রেমী । তাই আমি যদি কারও অনুভূতিতে আঘাত করে থাকি যারা আমাকে ভালোবাসে বা ভালোবেসেছে তাদের কাছে আমি ক্ষমা চাইছি ।"

তিনি আরও বলেন, "তবে আমি মনে করি আমাদের সকলের জন্য মিডল গ্রাউন্ড রয়েছে, যেটাতে আমাদের সকলকে হাঁটতে হবে । আপনিও সম্ভবত সেটাই করছেন । যেভাবে আপনি আমার কাছে এসেছেন... গার্ল, চিৎকার করবেন না । আমরা সবাই এখানে ভালোবাসার জন্য আছি ।"

লস অ্যাঞ্জেলস : আমেরিকার একটি অনুষ্ঠানে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে মৌখিক-আক্রমণ করেন একজন পাকিস্তানি মহিলা । তিনি অভিযোগ করেন, তাঁর দেশের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ হওয়ার জন্য উস্কাচ্ছেন প্রিয়াঙ্কা ।

পাকিস্তানের বালাকোটে জইস-ই-মহম্মদ (JeM)-র জঙ্গি শিবিরে ভারতীয় যুদ্ধবিমান হামলা চালানোর পর ভারতীয় বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন অভিনেত্রী । সেই টুইটের প্রসঙ্গ টেনে ওই পাকিস্তানি মহিলা রাষ্ট্রসংঘের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে প্রিয়াঙ্কার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ।

পাকিস্তানের জঙ্গি শিবিরে ভারতের হামলার পর 26 ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা চোপড়া টুইট করেছিলেন, "#JaiHind #IndianArmedForces"

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিউটিকন লস অ্য়াঞ্জেলসের ভিডিয়োয় দেখা যায়, একটি ইভেন্টে দর্শকদের মধ্যে বসে থাকা একজন পাকিস্তানি মহিলা প্রিয়াঙ্কা চোপড়ার দিকে আঙুল তোলেন ।

ওই মহিলা বলেন, "একজন গুডউইল অ্যাম্বাসাডর হয়ে আপনি পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ হওয়ার জন্য উস্কাচ্ছেন । আমার মতো মানুষ আপনার ব্য়বসায় আপনাকে সমর্থন করেছি..."

প্রিয়াঙ্কা প্রথমে ওই মহিলার সব কথা শোনেন । পরে জানান, তিনি যুদ্ধ হওয়ার জন্য উস্কানোর কেউ নন ।

প্রিয়াঙ্কা বলেন, "পাকিস্তানে আমার অনেক বন্ধু আছে । আমি ভারতীয় । যুদ্ধ এমন কিছু নয়, যেটা আমি পছন্দ করি । তবে আমি দেশপ্রেমী । তাই আমি যদি কারও অনুভূতিতে আঘাত করে থাকি যারা আমাকে ভালোবাসে বা ভালোবেসেছে তাদের কাছে আমি ক্ষমা চাইছি ।"

তিনি আরও বলেন, "তবে আমি মনে করি আমাদের সকলের জন্য মিডল গ্রাউন্ড রয়েছে, যেটাতে আমাদের সকলকে হাঁটতে হবে । আপনিও সম্ভবত সেটাই করছেন । যেভাবে আপনি আমার কাছে এসেছেন... গার্ল, চিৎকার করবেন না । আমরা সবাই এখানে ভালোবাসার জন্য আছি ।"

Intro:Body:

Priyanka Chopra


Conclusion:
Last Updated : Aug 13, 2019, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.