ETV Bharat / sitara

মমতা ব্যানার্জির সঙ্গে সদ্দাম হুসেনের তুলনা বিবেকের - Democracy

মমতা ব্যানার্জি কেন সদ্দাম হুসেনের মতো কাজ করছেন? এমন প্রশ্নই তুললেন বিবেক ওবেরয়।

মমতা ব্যানার্জি
author img

By

Published : May 15, 2019, 6:16 PM IST

মুম্বই : কলকাতার গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে প্রতি মুহূর্তে, বিবেকের টুইটারে প্রকাশ পেল সেই অসন্তুষ্টির কথা। সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বিবেক এই বক্তব্য প্রকাশ করেছেন।

প্রিয়াঙ্কা শর্মা বা তাজিন্দর পাল সিং বগ্গার গ্রেপ্তার হওয়ার মতো কয়েকটি ঘটনায় এখন উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি করছে। জনগণও নিজেদের মতো করে মতামত জানাচ্ছেন সমস্ত বিষয়ে। বিবেকও বাদ পড়েননি সেই তালিকা থেকে।

টুইটারে বিবেক লিখেছেন, "দিদির মতো এমন একজন সম্মানীয় ব্যক্তি কীভাবে সদ্দাম হুসেনের মতো ব্যবহার করছেন আমি বুঝতে পারছি না। হাস্যকরভাবে দিদির রাজত্বেই গণতন্ত্র থ্রেটের মুখে।"

বিবেক এটাও লিখেছেন যে, "এই দিদিগিরি চলবে না।" সঙ্গে দিয়েছেন "বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও"-এর ডাক।

মুম্বই : কলকাতার গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে প্রতি মুহূর্তে, বিবেকের টুইটারে প্রকাশ পেল সেই অসন্তুষ্টির কথা। সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বিবেক এই বক্তব্য প্রকাশ করেছেন।

প্রিয়াঙ্কা শর্মা বা তাজিন্দর পাল সিং বগ্গার গ্রেপ্তার হওয়ার মতো কয়েকটি ঘটনায় এখন উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি করছে। জনগণও নিজেদের মতো করে মতামত জানাচ্ছেন সমস্ত বিষয়ে। বিবেকও বাদ পড়েননি সেই তালিকা থেকে।

টুইটারে বিবেক লিখেছেন, "দিদির মতো এমন একজন সম্মানীয় ব্যক্তি কীভাবে সদ্দাম হুসেনের মতো ব্যবহার করছেন আমি বুঝতে পারছি না। হাস্যকরভাবে দিদির রাজত্বেই গণতন্ত্র থ্রেটের মুখে।"

বিবেক এটাও লিখেছেন যে, "এই দিদিগিরি চলবে না।" সঙ্গে দিয়েছেন "বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও"-এর ডাক।

Intro:Body:

মমতা ব্যানার্জিকে সদ্দাম হুসেনের সঙ্গে তুলনা বিবেকের



মমতা ব্যানার্জি কেন সদ্দাম হুসেনের মতো কাজ করছেন? এমন প্রশ্নই তুললেন বিবেক ওবেরয়।



মুম্বই : কলকাতার গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে প্রতি মুহূর্তে, বিবেকের টুইটারে প্রকাশ পেল সেই অসন্তুষ্টির কথা। সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বিবেক এই বক্তব্য প্রকাশ করেছেন।



প্রিয়াঙ্কা শর্মা বা তাজিন্দর পাল সিং বগ্গার গ্রেপ্তার হওয়ার মতো কয়েকটি ঘটনায় এখন উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি করছে। জনগণও নিজেদের মতো করে মতামত জানাচ্ছেন সমস্ত বিষয়ে। বিবেকও বাদ পড়েননি সেই তালিকা থেকে।



টুইটারে বিবেক লিখেছেন, "দিদির মতো এমন একজন সম্মানীয় ব্যক্তি কীভাবে সদ্দাম হুসেনের মতো ব্যবহার করছেন আমি বুঝতে পারছি না। হাস্যকরভাবে দিদির রাজত্বেই গণতন্ত্র থ্রেটের মুখে।"



বিবেক এটাও লিখেছেন যে, "এই দিদিগিরি চলবে না।" সঙ্গে দিয়েছেন "বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও"-এর ডাক। 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.