ETV Bharat / sitara

শেখর ও তাঁর গানের রিমিক্স করা যাবে না, সতর্ক করলেন বিশাল - remix Shekhar and vishal songs

টুইট করে বিশাল লিখেছেন, "যারা বিশাল ও শেখরের গানের রিমিক্স বানাবে তাদের আমি দেখে নেব । এমনকী, এর জন্য আমি আদালতের দ্বারস্থও হতে পারি ।"

ছবি
author img

By

Published : Oct 31, 2019, 12:15 PM IST

মুম্বই : বলিউডে এখন রিমিক্সের একটা ট্রেন্ড চলছে । পুরোনো দিনের গানগুলিকে রিমিক্স করা হচ্ছে । আবার সেগুলো ব্যবহার করা হচ্ছে নতুন সিনেমায় । আর এই ধরনের গানের চাহিদা এখন সবথেকে বেশি । তবে পরিচালক ও অন্য মিউজ়িয়ানদের বিষয়টা ভালো লাগলেও, এই ট্রেন্ড একেবারেই না পসন্দ মিউজ়িক কম্পোজ়ার বিশাল দাদলানির ।

বিশাল ও শেখরের গান 'সাকি' । 2004 সালে মুক্তি পাওয়া 'মুসাফির' ছবির এই গান রিমিক্স করা হয়েছে 'বাটলা হাউজ়' ছবিতে । যা মোটেই ভালো চোখে দেখেননি বিশাল ।

টুইটারে সবাইকে সতর্ক করে পোস্ট করেছেন তিনি । লিখেছেন, "যারা বিশাল ও শেখরের গানের রিমিক্স বানাবে তাদের আমি দেখে নেব । এমনকী, এর জন্য আমি আদালতের দ্বারস্থও হতে পারি ।" 'সাকি সাকি'-র পর তাঁর আরও কয়েকটি গানের রিমিক্স বানানো হবে বলে শুনতে পেয়েছেন তিনি । আর সেই কারণে মিউজ়িয়ানদের নিজের গান বানাতে বলেছেন ।

  • Warning: I WILL sue anyone making remixes of Vishal & Shekhar songs. I'll even move court against the films & musicians.

    After Saaki Saaki, I hear upcoming bastardisations include Dus Bahaane, Deedaar De, Sajnaji Vaari Vaari, Desi Girl & more.

    Make your own songs, vultures!

    — VISHAL DADLANI (@VishalDadlani) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবার ইনস্টাগ্রামেও ওই একই পোস্ট শেয়ার করেছেন বিশাল । আর ছবির ক্যাপশনে লিখেছেন, "অনুমতি, কৃতিত্ব ও পারিশ্রমিক ছাড়া বিশাল ও শেখরের কোনও গানের রিমিক্স করা যাবে না । এগুলি না দিলে বিশেষত মিউজ়িয়ানের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেব ।"

Shekhar
ইনস্টাগ্রামে এই পোস্ট করেন বিশাল

মুম্বই : বলিউডে এখন রিমিক্সের একটা ট্রেন্ড চলছে । পুরোনো দিনের গানগুলিকে রিমিক্স করা হচ্ছে । আবার সেগুলো ব্যবহার করা হচ্ছে নতুন সিনেমায় । আর এই ধরনের গানের চাহিদা এখন সবথেকে বেশি । তবে পরিচালক ও অন্য মিউজ়িয়ানদের বিষয়টা ভালো লাগলেও, এই ট্রেন্ড একেবারেই না পসন্দ মিউজ়িক কম্পোজ়ার বিশাল দাদলানির ।

বিশাল ও শেখরের গান 'সাকি' । 2004 সালে মুক্তি পাওয়া 'মুসাফির' ছবির এই গান রিমিক্স করা হয়েছে 'বাটলা হাউজ়' ছবিতে । যা মোটেই ভালো চোখে দেখেননি বিশাল ।

টুইটারে সবাইকে সতর্ক করে পোস্ট করেছেন তিনি । লিখেছেন, "যারা বিশাল ও শেখরের গানের রিমিক্স বানাবে তাদের আমি দেখে নেব । এমনকী, এর জন্য আমি আদালতের দ্বারস্থও হতে পারি ।" 'সাকি সাকি'-র পর তাঁর আরও কয়েকটি গানের রিমিক্স বানানো হবে বলে শুনতে পেয়েছেন তিনি । আর সেই কারণে মিউজ়িয়ানদের নিজের গান বানাতে বলেছেন ।

  • Warning: I WILL sue anyone making remixes of Vishal & Shekhar songs. I'll even move court against the films & musicians.

    After Saaki Saaki, I hear upcoming bastardisations include Dus Bahaane, Deedaar De, Sajnaji Vaari Vaari, Desi Girl & more.

    Make your own songs, vultures!

    — VISHAL DADLANI (@VishalDadlani) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবার ইনস্টাগ্রামেও ওই একই পোস্ট শেয়ার করেছেন বিশাল । আর ছবির ক্যাপশনে লিখেছেন, "অনুমতি, কৃতিত্ব ও পারিশ্রমিক ছাড়া বিশাল ও শেখরের কোনও গানের রিমিক্স করা যাবে না । এগুলি না দিলে বিশেষত মিউজ়িয়ানের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেব ।"

Shekhar
ইনস্টাগ্রামে এই পোস্ট করেন বিশাল
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.