ETV Bharat / sitara

'শকুন্তলা দেবী'-র জন্য প্রস্তুত হতে ছেলেবেলার কৌশল কাজে লাগান বিদ্যা - Vidya Shakuntala Devi role

'শকুন্তলা দেবী'-তে তুখোর গণিতজ্ঞের চরিত্রে দেখা গিয়েছে বিদ্যাকে ৷ কীভাবে এই চরিত্রর জন্য নিজেকে প্রস্তুত করলেন তা অবশ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই ৷

োে্
োে্
author img

By

Published : Jul 19, 2020, 1:16 PM IST

মুম্বই : 'মানব কম্পিউটার' হিসেবে পরিচিত ছিলেন শকুন্তলাদেবী ৷ আর এবার তাঁর জীবনীই তুলে ধরা হবে স্ক্রিনে ৷ সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে বিদ্যা বালনকে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে 'শকুন্তলা দেবী'-র ট্রেলার ৷ সেখানে তুখোর গণিতজ্ঞের চরিত্রে দেখা গিয়েছে বিদ্যাকে ৷ এই চরিত্রর জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করলেন তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী ৷

চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে ছেলেবেলায় ফিরে গিয়েছিলেন বিদ্যা ৷ আসলে ছোটো থেকেই অঙ্ক খুবই ভালো লাগত তাঁর ৷ অঙ্কের বিভিন্ন কঠিন থিওরি মনে রাখার জন্য একাধিক মজার কৌশল বাতলাতেন তিনি ৷ এ প্রসঙ্গে বিদ্যা বলেন, "আমার মনে আছে মা আমাদের নামতা মুখস্থ করাত গান গেয়ে ৷ তাই 'শকুন্তলা দেবী'-র সেটে গিয়ে পুরোনো কৌশলই কাজে লাগিয়েছিলাম ৷ ভাবিনি যে সেই পুরোনো মজাগুলো এখন এতটা কাজে লাগবে ৷ আর সেগুলোই আমাকে ছবির জন্য প্রস্তুত করে তুলেছিল ৷"

ছোটো থেকেই নম্বরের উপর যথেষ্ট দক্ষতা ছিল শকুন্তলাদেবীর । মাত্র পাঁচ বছর বয়সে তাঁর প্রতিভা প্রথম ধরা পড়ে । ওই বয়সে অনয়াসেই 18 বছরের পড়ুয়াদের অঙ্কের সমাধান করে দিতেন । যদিও তিনি কখনও কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি । নম্বরের উপর প্রতিভার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের 1982-র সংস্করণে নিজের জায়গা করে নিয়েছিলেন । 'মানব কম্পিউটার' হিসেবে পরিচিত ছিলেন ।

ছবিতে শকুন্তলাদেবীর মেয়ে অনুপমা ব্যানার্জির চরিত্রে অভিনয় করবেন সানিয়া মলহোত্রা । এছাড়াও থাকবেন অমিত সাধ । এ বছরের 8 মে হলে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে হল কবে খুলবে তা এখন অনিশ্চিত । সেই কারণেই ছবিটি ডিজিটালে রিলিজ় করার সিদ্ধান্ত নেন নির্মাতারা । 31 জুলাই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে অনু মেনন পরিচালিত 'শকুন্তলা দেবী'।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : 'মানব কম্পিউটার' হিসেবে পরিচিত ছিলেন শকুন্তলাদেবী ৷ আর এবার তাঁর জীবনীই তুলে ধরা হবে স্ক্রিনে ৷ সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে বিদ্যা বালনকে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে 'শকুন্তলা দেবী'-র ট্রেলার ৷ সেখানে তুখোর গণিতজ্ঞের চরিত্রে দেখা গিয়েছে বিদ্যাকে ৷ এই চরিত্রর জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করলেন তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী ৷

চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে ছেলেবেলায় ফিরে গিয়েছিলেন বিদ্যা ৷ আসলে ছোটো থেকেই অঙ্ক খুবই ভালো লাগত তাঁর ৷ অঙ্কের বিভিন্ন কঠিন থিওরি মনে রাখার জন্য একাধিক মজার কৌশল বাতলাতেন তিনি ৷ এ প্রসঙ্গে বিদ্যা বলেন, "আমার মনে আছে মা আমাদের নামতা মুখস্থ করাত গান গেয়ে ৷ তাই 'শকুন্তলা দেবী'-র সেটে গিয়ে পুরোনো কৌশলই কাজে লাগিয়েছিলাম ৷ ভাবিনি যে সেই পুরোনো মজাগুলো এখন এতটা কাজে লাগবে ৷ আর সেগুলোই আমাকে ছবির জন্য প্রস্তুত করে তুলেছিল ৷"

ছোটো থেকেই নম্বরের উপর যথেষ্ট দক্ষতা ছিল শকুন্তলাদেবীর । মাত্র পাঁচ বছর বয়সে তাঁর প্রতিভা প্রথম ধরা পড়ে । ওই বয়সে অনয়াসেই 18 বছরের পড়ুয়াদের অঙ্কের সমাধান করে দিতেন । যদিও তিনি কখনও কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি । নম্বরের উপর প্রতিভার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের 1982-র সংস্করণে নিজের জায়গা করে নিয়েছিলেন । 'মানব কম্পিউটার' হিসেবে পরিচিত ছিলেন ।

ছবিতে শকুন্তলাদেবীর মেয়ে অনুপমা ব্যানার্জির চরিত্রে অভিনয় করবেন সানিয়া মলহোত্রা । এছাড়াও থাকবেন অমিত সাধ । এ বছরের 8 মে হলে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে হল কবে খুলবে তা এখন অনিশ্চিত । সেই কারণেই ছবিটি ডিজিটালে রিলিজ় করার সিদ্ধান্ত নেন নির্মাতারা । 31 জুলাই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে অনু মেনন পরিচালিত 'শকুন্তলা দেবী'।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.