ETV Bharat / sitara

লকডাউন ভেঙেছেন ভিকি কৌশল ? জবাব দিলেন অভিনেতা - Vicky kaushal latest news

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে, লকডাউন ভেঙে নাকি বাড়ির বাইরে বেরিয়েছিলেন ভিকি কৌশল । উত্তর দিলেন অভিনেতা ।

vicky kaushal breaking lockdown
vicky kaushal breaking lockdown
author img

By

Published : Apr 23, 2020, 11:26 PM IST

মুম্বই : লকডাউনে বাড়িবন্দী ভিকি কৌশল । সবাইকে বাড়িতে থাকার পরামর্শও দিচ্ছেন তিনি । কিন্তু তিনি নিজেই লকডাউন ভেঙে বাড়ির বাইরে বেরিয়েছেন ? এমন খবরে ভাসছিল সোশাল মিডিয়া । জবাব দিলেন ভিকি ।

অভিনেতা টুইটারে লিখেছেন, "কিছু ভিত্তিহীন খবর শোনা যাচ্ছে যে, আমি নাকি লকডাউন ভেঙে পুলিশের হাতে ধরা পড়েছি । আমি জানাতে চাই যে, লকডাউন শুরু হওয়ার পর আমি একবারও বাড়ি থেকে বেরোইনি ।"

এই জাতীয় ভুয়ো খবর যেন না ছড়ায়, সেদিকে নজর দিতে বলেছেন ভিকি । দেখে নিন তাঁর টুইট...

  • There are baseless rumours suggesting that I broke the lockdown and got pulled up by the cops. I've not stepped out of my house since the lockdown started. I request people not to heed the rumours. @MumbaiPolice

    — Vicky Kaushal (@vickykaushal09) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিকির অ্যাপার্টমেন্ট ওবেরয় স্প্রিংস আপাতত সিল করা হয়েছে । 11 বছরের এক বাসিন্দা কোরোনা পজ়িটিভ হওয়ার পরেই BMC- থেকে বিল্ডিং সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ভিকি ছাড়াও এই অ্যাপার্টমেন্টে রয়েছেন রাজকুমার রাও, ক্রুষ্ণা অভিষেক, নীল নীতিন মুকেশের মতো তারকারা ।

মুম্বই : লকডাউনে বাড়িবন্দী ভিকি কৌশল । সবাইকে বাড়িতে থাকার পরামর্শও দিচ্ছেন তিনি । কিন্তু তিনি নিজেই লকডাউন ভেঙে বাড়ির বাইরে বেরিয়েছেন ? এমন খবরে ভাসছিল সোশাল মিডিয়া । জবাব দিলেন ভিকি ।

অভিনেতা টুইটারে লিখেছেন, "কিছু ভিত্তিহীন খবর শোনা যাচ্ছে যে, আমি নাকি লকডাউন ভেঙে পুলিশের হাতে ধরা পড়েছি । আমি জানাতে চাই যে, লকডাউন শুরু হওয়ার পর আমি একবারও বাড়ি থেকে বেরোইনি ।"

এই জাতীয় ভুয়ো খবর যেন না ছড়ায়, সেদিকে নজর দিতে বলেছেন ভিকি । দেখে নিন তাঁর টুইট...

  • There are baseless rumours suggesting that I broke the lockdown and got pulled up by the cops. I've not stepped out of my house since the lockdown started. I request people not to heed the rumours. @MumbaiPolice

    — Vicky Kaushal (@vickykaushal09) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিকির অ্যাপার্টমেন্ট ওবেরয় স্প্রিংস আপাতত সিল করা হয়েছে । 11 বছরের এক বাসিন্দা কোরোনা পজ়িটিভ হওয়ার পরেই BMC- থেকে বিল্ডিং সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ভিকি ছাড়াও এই অ্যাপার্টমেন্টে রয়েছেন রাজকুমার রাও, ক্রুষ্ণা অভিষেক, নীল নীতিন মুকেশের মতো তারকারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.