ETV Bharat / sitara

ফ্যানের দেওয়া সিঙারা খেলেন ভিকি, ছবিও শেয়ার করলেন - vicky eats fan samosa

হর্ষিতা, ভিকি কৌশলের একজন ক্রেজ়ি ফ্যান । বাড়িতে বাবা-মাকে না বলে সিঙারা-জিলিপি নিয়ে এয়ারপোর্টে ভিকির সঙ্গে দেখা করতে চলে আসেন । হর্ষিতার মন রাখতে সেই সিঙারা খেয়েও নিলেন ভিকি । ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ।

vicky eats fan samosa
vicky eats fan samosa
author img

By

Published : Feb 2, 2021, 3:59 PM IST

মুম্বই : সারা দেশ জুড়ে ভিকি কৌশলের অসংখ্য ফ্যান । তার মধ্যে কতজন আর তাঁর কাছাকাছি পৌঁছতে পারে ? তবে হর্ষিতা পেরেছেন । সিঙারা-জিলিপি নিয়ে একেবারে ভিকির কাছে পোঁছে গেছেন এই ফ্যানগার্ল ।

একটি ছবির শুটিং করতে মধ্যপ্রদেশের মহেশ্বর যাচ্ছেন ভিকি । সেখানে পৌঁছনোর পথে ইন্দোর এয়ারপোর্টেই একটি দারুণ অভিজ্ঞতার মুখোমুখি অভিনেতা ।

হর্ষিতা নামে ভিকির এক ফ্যান তার বাবা-মাকে না জানিয়ে সিঙারা আর জিলিপি নিয়ে এয়ারপোর্টে হাজির । হর্ষিতার এই ভালোবাসার প্রতিদানও দিলেন অভিনেতা ।

গাড়িতে উঠে সেই সিঙারা চেখে দেখলেন তিনি । সোশাল মিডিয়ায় একটি পোস্টও করলেন । লিখলেন, "বলেছিলাম খেতে পারব না, তবে না খেয়ে থাকতে পারলাম না । ইন্দোরের সিঙারা কিন্তু অসাধারণ"

হর্ষিতার বাবা-মাকে অভিনেতা অনুরোধ করেছেন যাতে তাঁরা হর্ষিতাকে বকাবকি না করেন । যতই হোক, বাবা-মাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে আসা তো ঠিক নয় । দেখে নিন ভিকির পোস্ট...

মুম্বই : সারা দেশ জুড়ে ভিকি কৌশলের অসংখ্য ফ্যান । তার মধ্যে কতজন আর তাঁর কাছাকাছি পৌঁছতে পারে ? তবে হর্ষিতা পেরেছেন । সিঙারা-জিলিপি নিয়ে একেবারে ভিকির কাছে পোঁছে গেছেন এই ফ্যানগার্ল ।

একটি ছবির শুটিং করতে মধ্যপ্রদেশের মহেশ্বর যাচ্ছেন ভিকি । সেখানে পৌঁছনোর পথে ইন্দোর এয়ারপোর্টেই একটি দারুণ অভিজ্ঞতার মুখোমুখি অভিনেতা ।

হর্ষিতা নামে ভিকির এক ফ্যান তার বাবা-মাকে না জানিয়ে সিঙারা আর জিলিপি নিয়ে এয়ারপোর্টে হাজির । হর্ষিতার এই ভালোবাসার প্রতিদানও দিলেন অভিনেতা ।

গাড়িতে উঠে সেই সিঙারা চেখে দেখলেন তিনি । সোশাল মিডিয়ায় একটি পোস্টও করলেন । লিখলেন, "বলেছিলাম খেতে পারব না, তবে না খেয়ে থাকতে পারলাম না । ইন্দোরের সিঙারা কিন্তু অসাধারণ"

হর্ষিতার বাবা-মাকে অভিনেতা অনুরোধ করেছেন যাতে তাঁরা হর্ষিতাকে বকাবকি না করেন । যতই হোক, বাবা-মাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে আসা তো ঠিক নয় । দেখে নিন ভিকির পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.