ETV Bharat / sitara

সময়ের কোনও জ্ঞান নেই ভিকির ! - ভিকি কৌশলের খবর

সময়ের কোনও জ্ঞানই নেই ভিকি কৌশলের । নিজেই একথা স্বীকার করে নিলেন অভিনেতা ।

Vicky Kaushal late
Vicky Kaushal late
author img

By

Published : Feb 16, 2021, 7:18 PM IST

মুম্বই : সিনেমার তারকাদের নাকি সময় জ্ঞান থাকে না । বিশেষ করে অভিনেত্রীরা মেকআপ করতে গিয়ে নাকি এত দেরি করেন যে, কলটাইমের কোনও গুরুত্বই থাকে না । কিন্তু, ছেলে হয়ে ভিকিরও এক অবস্থা ।

তাঁরও নাকি সময়ের কোনও জ্ঞান নেই । লুকিয়ে না রেখে জনসমক্ষেই কথাটি স্বীকার করে নিলেন ভিকি । এই ক্ষমতাই বা ক'জনের থাকে !

এক বিখ্যাত ফ্যাশন ম্যাগাজ়িনের কভারে ভিকিকে ফিচার করা হয়েছে । সেই ফোটোশুটের কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি । অলস চিত্তে ঢোলা পোশাকে চেয়ারে বসে অভিনেতা ।

ক্যাপশনে শুধু দু'টি শব্দ...'প্রো প্রোক্রাসটিনেটর' অর্থাৎ যার সময়ের কোনও জ্ঞান নেই । দেখে নিন...

গত কয়েকবছরে ভিকি কৌশলের উত্থান চোখে পড়ার মতো । হপ-স্কিপ অ্যান্ড জাম্প করে তিনি খ্য়াতির চূড়ায় পৌঁছেছেন । সুজিত সরকারের 'সর্দার উধাম সিং', আদিত্য ধর পরিচালিত 'দ্য ইমমর্টাল অফ অশ্বত্থামা'-র মতো একাধিক ছবি রয়েছে ভিকির পাইপলাইনে ।

মুম্বই : সিনেমার তারকাদের নাকি সময় জ্ঞান থাকে না । বিশেষ করে অভিনেত্রীরা মেকআপ করতে গিয়ে নাকি এত দেরি করেন যে, কলটাইমের কোনও গুরুত্বই থাকে না । কিন্তু, ছেলে হয়ে ভিকিরও এক অবস্থা ।

তাঁরও নাকি সময়ের কোনও জ্ঞান নেই । লুকিয়ে না রেখে জনসমক্ষেই কথাটি স্বীকার করে নিলেন ভিকি । এই ক্ষমতাই বা ক'জনের থাকে !

এক বিখ্যাত ফ্যাশন ম্যাগাজ়িনের কভারে ভিকিকে ফিচার করা হয়েছে । সেই ফোটোশুটের কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি । অলস চিত্তে ঢোলা পোশাকে চেয়ারে বসে অভিনেতা ।

ক্যাপশনে শুধু দু'টি শব্দ...'প্রো প্রোক্রাসটিনেটর' অর্থাৎ যার সময়ের কোনও জ্ঞান নেই । দেখে নিন...

গত কয়েকবছরে ভিকি কৌশলের উত্থান চোখে পড়ার মতো । হপ-স্কিপ অ্যান্ড জাম্প করে তিনি খ্য়াতির চূড়ায় পৌঁছেছেন । সুজিত সরকারের 'সর্দার উধাম সিং', আদিত্য ধর পরিচালিত 'দ্য ইমমর্টাল অফ অশ্বত্থামা'-র মতো একাধিক ছবি রয়েছে ভিকির পাইপলাইনে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.