ETV Bharat / sitara

'ট্রিপল এক্স-টু' বিতর্ক নিয়ে মন্তব্য করলেন একতা - ট্রিপল এক্স টু

'ট্রিপল এক্স-টু'-এর একটি দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক । এর জন্য সিরিজ়ের প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে প্রথমে মুম্বইয়ের খার থানায় ও পরে গুরুগ্রামের পালম বিহার থানায় অভিযোগ দায়ের করা হয় । আর এবার এই বিতর্ক নিয়ে নীরবতা ভেঙে মন্তব্য করলেন একতা নিজেই ।

sdf
f
author img

By

Published : Jun 7, 2020, 1:33 PM IST

মুম্বই : 'ট্রিপল এক্স-টু' নিয়ে অনেকদিন ধরেই চলছে বিতর্ক । এই সিরিজ়ের প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে প্রথমে মুম্বইয়ের খার থানায় ও পরে গুরুগ্রামের পালম বিহার থানায় অভিযোগ দায়ের করা হয় । এছাড়া এই সিরিজ়ের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের সাধুদের একটি সংগঠনও । আর এবার এই বিতর্ক নিয়ে নীরবতা ভেঙে মন্তব্য করলেন একতা নিজেই ।

একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে একতা বলেন, "একজন ব্যক্তি এবং একটি সংগঠন হিসেবে আমরা ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা করি । দেশের সুরক্ষার্থে তাঁদের অবদান অপরিসীম । সিরিজ়ের জন্য যদি সেনাবাহিনীর তরফে ক্ষমা চাওয়ার কথা বলা হয় তাহলে আমি তাঁদের কাছে অবশ্যই ক্ষমা চাইব । কিন্তু, আমার সবথেকে খারাপ লাগে সাইবার হুমকিগুলোকে । সেগুলোর সামনে আমি কখনওই মাথা নত করব না ।"

কয়েকদিন আগে ডিজিটালে মুক্তি পায় একতার এই সিরিজ় । সেনা জওয়ানদের জীবনকে তুলে ধরা হয়েছে সেখানে । তাঁরা কাজে চলে যাওয়ার পর কীভাবে দিন কাটে তাঁদের বাড়ির সদস্যদের তাও দেখানো হচ্ছে সিরিজ়ে । আর সেখানেই উঠেছে বিতর্ক । সিরিজ়ের একটি গল্পের নাম 'পেয়ার অউর প্লাস্টিক'। সেখানে এক ভারতীয় জওয়ান সীমান্তে ডিউটিতে গিয়েছেন । আর সেই সময় বাড়িতে তাঁর স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন । অন্তরঙ্গ মুহূর্তের সময় ছিড়ে দেন জওয়ানের উর্দিও ।

সিরিজ়ের এই বিষয়বস্তু নিয়েই মুম্বইয়ের খার থানায় একতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ইউটিউবার বিকাশ পাঠক । এরপর 4 জুন গুরুগ্রামের পালম বিহার থানায় প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রাক্তন সেনা আধিকারিকরা ।

শুনুন একতার বক্তব্য

ভিডিয়ো বার্তায় বিকাশ পাঠককেও এক হাত নিয়েছেন একতা । তিনি বলেন, "এই ভদ্রলোক যিনি নিজেকে বছরের সেরা দেশপ্রেমিক বলে মনে করেন তিনি আমার মা ও আমাকে গালিগালাজ করছেন । এরপর সোশাল মিডিয়ায় খোলাখুলিভাবে ধর্ষণের হুমকিও দিচ্ছেন । এটা এখন আর সেনা বা যৌন বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ নেই । এটার মানে হল যৌনতা তাঁদের কাছে খারাপ আর ধর্ষণ তাঁদের কাছে ঠিক আছে ।"

একতা আরও বলেন যে বিতর্কিত দৃশ্যের জন্য ক্ষমা চাওয়া তাঁর পক্ষে কোনও বড় কথা নয় । আর ওই বিতর্কিত দৃশ্য ইতিমধ্যেই সিরিজ় থেকে সরিয়ে দিয়েছেন তিনি । বলেন, "FIR দায়ের হওয়ার পরই সিরিজ় থেকে ওই দৃশ্য সরিয়ে দিই আমরা । এমনকী, এর জন্য জওয়ানদের স্ত্রীদের কাছে ক্ষমা চাইতেও আমার কোনও সমস্যা নেই । তবে আমার সবথেকে বেশি যে জিনিসটা খারাপ লাগে সেটা হল সাইবার হুমকি ।" তাই এখন সাইবার হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই প্রযোজক । তিনি বলেন, "যদি তাঁরা আমার নগ্নতাকে প্রকাশ করতে চান তাহলে করতেই পারেন । তবে এটা ভবিষ্যতে তাঁরা অন্য যে কোনও মহিলার সঙ্গেই করবেন ।"

মুম্বই : 'ট্রিপল এক্স-টু' নিয়ে অনেকদিন ধরেই চলছে বিতর্ক । এই সিরিজ়ের প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে প্রথমে মুম্বইয়ের খার থানায় ও পরে গুরুগ্রামের পালম বিহার থানায় অভিযোগ দায়ের করা হয় । এছাড়া এই সিরিজ়ের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের সাধুদের একটি সংগঠনও । আর এবার এই বিতর্ক নিয়ে নীরবতা ভেঙে মন্তব্য করলেন একতা নিজেই ।

একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে একতা বলেন, "একজন ব্যক্তি এবং একটি সংগঠন হিসেবে আমরা ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা করি । দেশের সুরক্ষার্থে তাঁদের অবদান অপরিসীম । সিরিজ়ের জন্য যদি সেনাবাহিনীর তরফে ক্ষমা চাওয়ার কথা বলা হয় তাহলে আমি তাঁদের কাছে অবশ্যই ক্ষমা চাইব । কিন্তু, আমার সবথেকে খারাপ লাগে সাইবার হুমকিগুলোকে । সেগুলোর সামনে আমি কখনওই মাথা নত করব না ।"

কয়েকদিন আগে ডিজিটালে মুক্তি পায় একতার এই সিরিজ় । সেনা জওয়ানদের জীবনকে তুলে ধরা হয়েছে সেখানে । তাঁরা কাজে চলে যাওয়ার পর কীভাবে দিন কাটে তাঁদের বাড়ির সদস্যদের তাও দেখানো হচ্ছে সিরিজ়ে । আর সেখানেই উঠেছে বিতর্ক । সিরিজ়ের একটি গল্পের নাম 'পেয়ার অউর প্লাস্টিক'। সেখানে এক ভারতীয় জওয়ান সীমান্তে ডিউটিতে গিয়েছেন । আর সেই সময় বাড়িতে তাঁর স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন । অন্তরঙ্গ মুহূর্তের সময় ছিড়ে দেন জওয়ানের উর্দিও ।

সিরিজ়ের এই বিষয়বস্তু নিয়েই মুম্বইয়ের খার থানায় একতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ইউটিউবার বিকাশ পাঠক । এরপর 4 জুন গুরুগ্রামের পালম বিহার থানায় প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রাক্তন সেনা আধিকারিকরা ।

শুনুন একতার বক্তব্য

ভিডিয়ো বার্তায় বিকাশ পাঠককেও এক হাত নিয়েছেন একতা । তিনি বলেন, "এই ভদ্রলোক যিনি নিজেকে বছরের সেরা দেশপ্রেমিক বলে মনে করেন তিনি আমার মা ও আমাকে গালিগালাজ করছেন । এরপর সোশাল মিডিয়ায় খোলাখুলিভাবে ধর্ষণের হুমকিও দিচ্ছেন । এটা এখন আর সেনা বা যৌন বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ নেই । এটার মানে হল যৌনতা তাঁদের কাছে খারাপ আর ধর্ষণ তাঁদের কাছে ঠিক আছে ।"

একতা আরও বলেন যে বিতর্কিত দৃশ্যের জন্য ক্ষমা চাওয়া তাঁর পক্ষে কোনও বড় কথা নয় । আর ওই বিতর্কিত দৃশ্য ইতিমধ্যেই সিরিজ় থেকে সরিয়ে দিয়েছেন তিনি । বলেন, "FIR দায়ের হওয়ার পরই সিরিজ় থেকে ওই দৃশ্য সরিয়ে দিই আমরা । এমনকী, এর জন্য জওয়ানদের স্ত্রীদের কাছে ক্ষমা চাইতেও আমার কোনও সমস্যা নেই । তবে আমার সবথেকে বেশি যে জিনিসটা খারাপ লাগে সেটা হল সাইবার হুমকি ।" তাই এখন সাইবার হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই প্রযোজক । তিনি বলেন, "যদি তাঁরা আমার নগ্নতাকে প্রকাশ করতে চান তাহলে করতেই পারেন । তবে এটা ভবিষ্যতে তাঁরা অন্য যে কোনও মহিলার সঙ্গেই করবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.