ETV Bharat / sitara

"কখনও তো হৃদয়ে কড়া নাড়ব" - তাপসী পান্নুর খবর

বললেন তাপসী পান্নু । না ঠিক তাপসী নয়, একথা রানি কাশ্যপের ।

taapsee pannu haseen dilruba
taapsee pannu haseen dilruba
author img

By

Published : Oct 30, 2020, 8:34 AM IST

মুম্বই : 'হসিন দিলরুবা' ছবিতে রানি কাশ্যপের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু । এমন একটি চরিত্র যেটি সারাজীবন ধরে উপভোগ করবেন অভিনেত্রী । ছবির শুটিং শেষে রানিকে মিস করছেন তিনি ।

ফিল্ম সেটে তোলা একটি ছবি শেয়ার করেছেন তাপসী । বেশ একটা মজার মুহূর্ত তুলে ধরা হয়েছে সেখানে । ফিল্মের সেটে হেসে কুটোপাটি খাচ্ছেন অভিনেত্রী । কারণটা কী সেটা তাপসীরও মনে নেই এখন । ঝাপসা হলেও তাঁর পিছনে বিক্রান্তকে দেখা যাচ্ছে ছবিতে ।

ছবিটি শেয়ার করে তাপসী ক্যাপশনে লিখেছেন, "এখন আমায় দেখে চোখ কড়কড় করছে তো কী হয়েছে ? কখনও তো হৃদয়ে কড়া নাড়ব ।"

হরিদ্বারের কনকনে ঠান্ডা থেকে মুম্বইয়ের বিশ্রী গরম, প্রায় সমস্ত ঋতু আর মানুষের সমস্ত আবেগকে দেখে ফেলেছে 'হাসিন দিলরুবা'-র সেট । বিনীল ম্যাথুর পরিচালনায় রানি কাশ্য়পের চরিত্রে তাপসী । এমন একটি চরিত্র, যা সারাজীবন মনে থেকে যাবে অভিনেত্রীর ।

দেখে নিন পোস্ট...

মুম্বই : 'হসিন দিলরুবা' ছবিতে রানি কাশ্যপের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু । এমন একটি চরিত্র যেটি সারাজীবন ধরে উপভোগ করবেন অভিনেত্রী । ছবির শুটিং শেষে রানিকে মিস করছেন তিনি ।

ফিল্ম সেটে তোলা একটি ছবি শেয়ার করেছেন তাপসী । বেশ একটা মজার মুহূর্ত তুলে ধরা হয়েছে সেখানে । ফিল্মের সেটে হেসে কুটোপাটি খাচ্ছেন অভিনেত্রী । কারণটা কী সেটা তাপসীরও মনে নেই এখন । ঝাপসা হলেও তাঁর পিছনে বিক্রান্তকে দেখা যাচ্ছে ছবিতে ।

ছবিটি শেয়ার করে তাপসী ক্যাপশনে লিখেছেন, "এখন আমায় দেখে চোখ কড়কড় করছে তো কী হয়েছে ? কখনও তো হৃদয়ে কড়া নাড়ব ।"

হরিদ্বারের কনকনে ঠান্ডা থেকে মুম্বইয়ের বিশ্রী গরম, প্রায় সমস্ত ঋতু আর মানুষের সমস্ত আবেগকে দেখে ফেলেছে 'হাসিন দিলরুবা'-র সেট । বিনীল ম্যাথুর পরিচালনায় রানি কাশ্য়পের চরিত্রে তাপসী । এমন একটি চরিত্র, যা সারাজীবন মনে থেকে যাবে অভিনেত্রীর ।

দেখে নিন পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.