মুম্বই : এই অতিমারীর ধাক্কা সামলে উঠতে সরকারের পাশে দাঁড়িয়েছে বলিউড । শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চনের মতো তারকারা প্রতিদিন অভুক্তদের মুখে ভাত তুলে দিচ্ছেন, চলছে আরও অনেক রকম সমাজসেবা । তবে সেখানে কোথাও তাপসীর নাম শোনা যায়নি । কিন্তু শোনা যায়নি মানেই কি তিনি অনুদান দেননি ?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাপসী বলেন, " আমায় ট্রোল করা হয়েছে । খারাপ কথা বলা হয়েছে । সবাই এটাই ভেবেছেন যে, আমি কিছুই করিনি ।"
কিন্তু সত্যিটা কী ? তাপসী জানালেন, "আমি ঘোষণা করিনি বা আমার অনুদান নিয়ে কোনও আর্টিকল হয়নি । আমি আমার ব্যাঙ্ক রিসিটও কপি পেস্ট করে সোশাল মিডিয়ায় পোস্ট করিনি । তার মানে এটা নয় যে আমি কিছু করিনি ।"
অনুদান দিলে সেটা মনের শান্তির জন্যই করেছেন, পাবলিসিটির জন্য নয়, বক্তব্য তাপসীর । "আমি নিজের শান্তির জন্যই যা করার করেছি । তাই এই ট্রোল বা মন্তব্য আমায় প্রভাবিত করবে না ।", সোজা জবাব অভিনেত্রীর ।
আপাতত সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রয়েছেন তাপসী পান্নু ।