ETV Bharat / sitara

কোরোনাকে উপেক্ষা করে রকেট গতিতে দুবাইতে তাপসী - তাপসী পান্নুর খবর

'রশমী রকেট'-এর শুটিং করতে দুবাই পৌঁছলেন তাপসী পান্নু । শেয়ার করলেন ছবি ।

taapsee pannu in rashmi rocket
taapsee pannu in rashmi rocket
author img

By

Published : Nov 1, 2020, 1:47 PM IST

Updated : Nov 1, 2020, 3:01 PM IST

মুম্বই : অভিনেতা-অভিনেত্রীদের জীবনটা বড় অদ্ভুত । আজ এই চরিত্রে, তো কাল অন্য চরিত্রে..আজ এই দেশে তো কাল অন্য দেশে । প্রতি মুহূর্তে বদলে যায় তাঁদের জীবন । নিরন্তর ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটে তাঁদের । ঠিক তাপসী পান্নুর মতো ।

এই ছিলেন মালদ্বীপে । সেখান থেকে ফিরলেন ভারতে । ফিরে 'হাসিন দিলরুবা'-র শুটিং সারলেন । শুটিং শেষ করেই দুবাইতে পাড়ি । সেখানে চলবে 'রশমি রকেট'-এর শুটিং । একটা মাসের মধ্যে কত পরিবর্তন হয়ে গেল তাপসীর জীবনে । তবে এরকম লাইফস্টাইলেই অভ্যস্থ হয়ে গেছেন তাপসী ।

"প্রশান্ত মহাসাগরের নীল থেকে পারসিয়ান গাল্ফ, হাসিন থেকে রকেট....'অন ইয়োর মার্ক' শোনার জন্য প্রস্তুত হয়ে আছি ।", লিখেছেন তাপসী । 'রশমি রকেট' ছবিতে এক দৌড়বিদের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ।

নভেম্বরের শুরুতে গুজরাটের ভূজে এই ছবির প্রথম শিডিউল শুট করার কথা ছিল । তবে বৃষ্টির কারণে সেই শুট পিছিয়ে দিতে হয় । আবার শিডিউল করে নতুন প্ল্যান তৈরি করেন প্রোডাকশন ম্যানেজাররা ।

দুবাইতে তাপসীর সঙ্গে রয়েছেন তাঁর সর্বক্ষণের সঙ্গী বোন শগুন ও ইবান্যা ।

মুম্বই : অভিনেতা-অভিনেত্রীদের জীবনটা বড় অদ্ভুত । আজ এই চরিত্রে, তো কাল অন্য চরিত্রে..আজ এই দেশে তো কাল অন্য দেশে । প্রতি মুহূর্তে বদলে যায় তাঁদের জীবন । নিরন্তর ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটে তাঁদের । ঠিক তাপসী পান্নুর মতো ।

এই ছিলেন মালদ্বীপে । সেখান থেকে ফিরলেন ভারতে । ফিরে 'হাসিন দিলরুবা'-র শুটিং সারলেন । শুটিং শেষ করেই দুবাইতে পাড়ি । সেখানে চলবে 'রশমি রকেট'-এর শুটিং । একটা মাসের মধ্যে কত পরিবর্তন হয়ে গেল তাপসীর জীবনে । তবে এরকম লাইফস্টাইলেই অভ্যস্থ হয়ে গেছেন তাপসী ।

"প্রশান্ত মহাসাগরের নীল থেকে পারসিয়ান গাল্ফ, হাসিন থেকে রকেট....'অন ইয়োর মার্ক' শোনার জন্য প্রস্তুত হয়ে আছি ।", লিখেছেন তাপসী । 'রশমি রকেট' ছবিতে এক দৌড়বিদের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ।

নভেম্বরের শুরুতে গুজরাটের ভূজে এই ছবির প্রথম শিডিউল শুট করার কথা ছিল । তবে বৃষ্টির কারণে সেই শুট পিছিয়ে দিতে হয় । আবার শিডিউল করে নতুন প্ল্যান তৈরি করেন প্রোডাকশন ম্যানেজাররা ।

দুবাইতে তাপসীর সঙ্গে রয়েছেন তাঁর সর্বক্ষণের সঙ্গী বোন শগুন ও ইবান্যা ।

Last Updated : Nov 1, 2020, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.