ETV Bharat / sitara

দিনের পর দিন অ্যাওয়ার্ড না পেয়ে আশা ছেড়েছেন তাপসী - তাপসী পান্নুর খবর

দিনের পর দিন অ্যাওয়ার্ড না পেয়ে পাওয়ার আশা ছেড়েছেন তাপসী পান্নু । এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে অনেক কথাই বললেন অভিনেত্রী ।

taapsee pannu on getting award
taapsee pannu on getting award
author img

By

Published : May 20, 2020, 6:22 PM IST

মুম্বই : তাপসী পান্নুর অভিনয় দক্ষতা প্রশ্নাতীত । প্রথম সারির প্রায় সমস্ত পরিচালকের সঙ্গে কাজ করা হয়ে গেছে তাঁর । বেশ বড়সড় ফ্যান বেসও তৈরি হয়েছে তাপসীর । তবে অ্যাওয়ার্ডের মঞ্চে এখনও সেরকম কদর পাননি তিনি । এই নিয়ে একটা আক্ষেপ রয়েই গেছে অভিনেত্রীর ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তাপসী জানান, "আমি অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না", এই কথার মধ্যে দিয়ে অভিনেত্রী আসলে এটাই বলতে চেয়েছেন যে, অ্যাওয়ার্ড না পেয়ে পেয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন । একথা আমরা নয়, তাপসী নিজেই জানিয়েছেন ।

2016 সালে 'পিঙ্ক'-এর জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন তাপসী । কিন্তু কোনও পুরস্কার পাননি । এই ব্যাপারটা এখনও মনে খচখচ করে অভিনেত্রীর । তিনি মনে করেন, হয়তো সেই সময়ে খুব একটা পরিচিতি ছিল না বলেই কেউ তাঁকে অ্যাওয়ার্ড দিতে চাননি ।

taapsee pannu on getting award
.

তবে অ্যাওয়ার্ড না পেলেও নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী তাপসী । তাঁর মতে, একদল জুড়ি মেম্বার কখনও একজন অভিনেতার ক্যারিয়ারের সিদ্ধান্ত নিতে পারেন না । তাঁরা বিচার করতে পারেন না একজন অভিনেতা ভালো না খারাপ, মনে করেন পান্নু ।

অ্যাওয়ার্ডের মঞ্চে রাজনীতি নিয়ে এর আগেও সরব হয়েছেন অনেক তারকাই । নেপোটিজ়মের কারণে, বা জনপ্রিয়তার নিরিখে অনেক সময় অযোগ্যরাও পুরস্কার পেয়ে যান বলে দাবি করেন অনেকেই । তাপসীর ইঙ্গিতও কি সেই দিকে ?

মুম্বই : তাপসী পান্নুর অভিনয় দক্ষতা প্রশ্নাতীত । প্রথম সারির প্রায় সমস্ত পরিচালকের সঙ্গে কাজ করা হয়ে গেছে তাঁর । বেশ বড়সড় ফ্যান বেসও তৈরি হয়েছে তাপসীর । তবে অ্যাওয়ার্ডের মঞ্চে এখনও সেরকম কদর পাননি তিনি । এই নিয়ে একটা আক্ষেপ রয়েই গেছে অভিনেত্রীর ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তাপসী জানান, "আমি অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না", এই কথার মধ্যে দিয়ে অভিনেত্রী আসলে এটাই বলতে চেয়েছেন যে, অ্যাওয়ার্ড না পেয়ে পেয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন । একথা আমরা নয়, তাপসী নিজেই জানিয়েছেন ।

2016 সালে 'পিঙ্ক'-এর জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন তাপসী । কিন্তু কোনও পুরস্কার পাননি । এই ব্যাপারটা এখনও মনে খচখচ করে অভিনেত্রীর । তিনি মনে করেন, হয়তো সেই সময়ে খুব একটা পরিচিতি ছিল না বলেই কেউ তাঁকে অ্যাওয়ার্ড দিতে চাননি ।

taapsee pannu on getting award
.

তবে অ্যাওয়ার্ড না পেলেও নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী তাপসী । তাঁর মতে, একদল জুড়ি মেম্বার কখনও একজন অভিনেতার ক্যারিয়ারের সিদ্ধান্ত নিতে পারেন না । তাঁরা বিচার করতে পারেন না একজন অভিনেতা ভালো না খারাপ, মনে করেন পান্নু ।

অ্যাওয়ার্ডের মঞ্চে রাজনীতি নিয়ে এর আগেও সরব হয়েছেন অনেক তারকাই । নেপোটিজ়মের কারণে, বা জনপ্রিয়তার নিরিখে অনেক সময় অযোগ্যরাও পুরস্কার পেয়ে যান বলে দাবি করেন অনেকেই । তাপসীর ইঙ্গিতও কি সেই দিকে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.