মুম্বই : কোরোনার থাবায় কার্যত থমকে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রি । বন্ধ হয়েছে শুটিং, পোস্ট প্রোডাকশনের কাজও । লকডাউন ওঠার পরেও কবে থেকে কাজ শুরু হবে তার কোনও পূর্বাভাস নেই । এই অবস্থায় পারিশ্রমিক কমতে পারে বলে মনে করছেন তাপসী পান্নু ।
সম্প্রতি টুইটারে ফিল্মফেয়ারের সঙ্গে একটি কথোপকথন করছিলেন তাপসী পান্নু । সেখানে তাঁকে প্রশ্ন করা হয় যে, পারিশ্রমিকে কোনও কাটছাঁট হয়েছে কিনা ।
উত্তরে অভিনেত্রী বলেন, "এখন তো শুটিং হচ্ছে না, তাই কোনও পারিশ্রমিক পাচ্ছি না । তবে স্যালারি কাটের জন্য আমি মানসিক ভাবে তৈরি ।"
ভবিষ্যতে কী দিন আসতে চলেছে সেই নিয়ে এখনই চিন্তা করছেন না তাপসী । তিনি সময় নিয়ে পরিবর্তনগুলোকে বুঝতে চান । পরিস্থিতি অনুযায়ী, সঠিক সিদ্ধান্ত নিতে চান তিনি ।
তাপসীর ঝুলিতে এখন রয়েছে একের পর এক ইন্টারেস্টিং অফার । মিতালি রাজের বায়োপিক 'সাবাস মিঠু', 'তড়কা', 'লুপ লপেটা', 'হাসিন দিলরুবা' ও 'রশমি রকেট'-এর মতো ভিন্নধর্মী ছবিতে অভিনয় করবেন তাপসী ।