মুম্বই : ব্যক্তিত্ব গঠনে সবথেকে বড় ভূমিকায় পালন করেছিলেন তাঁর শিক্ষকরা । সম্প্রতি একথা উপলব্ধি করেছেন তাপসী পান্নু ।
সম্প্রতি ইনস্টাগ্রামে স্কুলের শিক্ষিকার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন তাপসী । এরপর ছবির ক্যাপশনে তিনি লেখেন, "একটা ইভেন্টের জন্য জয়পুরে গিয়েছিলাম । তখনই মনে পড়ে যে আমার স্কুলের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল এখন জয়পুরের একটি স্কুলের প্রিন্সিপাল পদে রয়েছেন । তাঁর সঙ্গে দেখা করার সুযোগ হাতছাড়া করতে চাইি আমি । এদিকে গোটা স্কুলই আমার সঙ্গে দেখা করতে চলে আসে । এটা অপ্রত্যাশিত ছিল আমার কাছে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে একটা বাচ্চার ব্যক্তিত্ব গঠনে স্কুলের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন তাপসী । তিনি লেখেন, "আমাদের ব্যক্তিত্ব গঠন করতে একটা বড় ভূমিকায় পালন করে স্কুল । আর শিক্ষিকারা হচ্ছেন কারিগর । যাঁরা একটা পাথরকে রূপ দেন । আমার ব্যক্তিত্ব গঠনে সবদিক থেকে সাহায্য করেছেন শিক্ষিকারা । যার জন্য বার বার ছেলেবেলার দিনগুলিতে ফিরে যেতে ইচ্ছে করে আমার ।"
কাজের দিক থেকে শেষবার 'থাপ্পড়' ছবিতে অভিনয় করেছিলেন তাপসী । বক্স অফিস থেকে ভালোই ব্যবসা করে ছবিটি । এছাড়া 'হাসিন দিলরুবা', 'রেশমি রকেট' ও 'শাবাস মিথু'-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।