ETV Bharat / entertainment

দ্বিতীয়বার রাজকীয় বিয়ে অদিতি-সিদ্ধার্থের - ADITI RAO HYDARI SIDDHARTH WEDDING

রাজস্থানে দ্বিতীয়বার বিয়ে করলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল ৷

Aditi Rao Hydari and siddharth
দ্বিতীয়বার রাজকীয় বিয়ে অদিতি-সিদ্ধার্থের (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 27, 2024, 2:36 PM IST

হায়দরাবাদ, 27 নভেম্বর: পরিবার ও দেবতাকে সাক্ষী রেখে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ বলা ভাল, সেই বিয়ের খবর কাকপক্ষীতেও টের পায়নি ৷ সাদামাটা সেই বিয়ের পর এবার রাজকীয় আয়োজন ৷ রাজস্থানে ধূমধামের সঙ্গে জীবনসঙ্গী সিদ্ধার্থের সঙ্গে ফের একবার সাত পাক ঘুরলেন অদিতি ৷

এনগেজমেন্টের পর 16 সেপ্টেম্বর ওয়ানাপার্টির একটি মন্দিরে প্রথম বিয়ে করেছিলেন 'হীরামাণ্ডি' অভিনেত্রী ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরালও হয় ৷ এবার রাজস্থানের আলিলা ফোর্ট বিশনগড়ে বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ।

সোশাল মিডিয়ায় শেয়ার ছবি

দ্বিতীয়বার অদিতি ও সিদ্ধার্থ তাঁদের বিয়ের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। মিষ্টি সেই ছবি আসতেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা ৷ প্রথমবারের মতো দ্বিতীয়বারও অদিতি হাতে মেহেন্দিতে চাঁদের ছবি এঁকেছেন ৷ প্রথম বিয়ের সাজ যতটা সাধারণ ছিল দ্বিতীয় বিয়েতে সেই শখ যেন পূরণ করেছেন অভিনেত্রী ৷ এদিন অদিতিকে দেখা গিয়েছে, লাল লেহেঙ্গায় ৷ সঙ্গে ভারী গয়না ৷ তবে মেকআপের দিক থেকে সাজ সাধারণ রেখেছিলেন ৷

সিদ্ধার্থ বিশেষ দিনে পরেন সাদা রঙের শেরওয়ানি ৷ সঙ্গে মুক্তোর নেকলেস ৷ বিয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন লিখেছেন, 'জীবনে যদি খুব সুন্দর একটা জিনিস থেকে থাকে, তা হল একে অপরের সঙ্গ।

অনুরাগীদের শুভেচ্ছাবার্তা

অদিতি পোস্ট করার পরপরই, তার অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন ৷ এক অনুরাগী লিখেছেন, "আজ আমি ইন্টারনেটে সবচেয়ে সুন্দর জিনিসটি দেখলাম" ৷ আর এক অনুরাগী লেখেন, "আমি সুন্দর ছবির জন্য অপেক্ষা করছিলাম।" বলিউড দম্পতি প্রথমে দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে বিয়ের অনুষ্ঠান করেন। সেই ছবি শেয়ার করার সময় অদিতি লেখেন, "তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারা...মিসেস এবং মিস্টার আদু-সিধু"।

অদিতি রাও-এর প্রথম বিয়ে হয়েছিল অভিনেতা সত্যদীপ মিশ্রের সঙ্গে 2009 সালে। বিয়ের মাত্র চার বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সত্যদীপ 2023 সালে বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তাকে বিয়ে করেন। এটিও মাসাবা গুপ্তার দ্বিতীয় বিয়ে। একই সময়ে, সিদ্ধার্থ 2003 সালে প্রথমবার বিয়ে করেন এবং বিয়ের চার বছর পর সিদ্ধার্থেরও বিবাহবিচ্ছেদ হয়।

হায়দরাবাদ, 27 নভেম্বর: পরিবার ও দেবতাকে সাক্ষী রেখে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ বলা ভাল, সেই বিয়ের খবর কাকপক্ষীতেও টের পায়নি ৷ সাদামাটা সেই বিয়ের পর এবার রাজকীয় আয়োজন ৷ রাজস্থানে ধূমধামের সঙ্গে জীবনসঙ্গী সিদ্ধার্থের সঙ্গে ফের একবার সাত পাক ঘুরলেন অদিতি ৷

এনগেজমেন্টের পর 16 সেপ্টেম্বর ওয়ানাপার্টির একটি মন্দিরে প্রথম বিয়ে করেছিলেন 'হীরামাণ্ডি' অভিনেত্রী ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরালও হয় ৷ এবার রাজস্থানের আলিলা ফোর্ট বিশনগড়ে বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ।

সোশাল মিডিয়ায় শেয়ার ছবি

দ্বিতীয়বার অদিতি ও সিদ্ধার্থ তাঁদের বিয়ের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। মিষ্টি সেই ছবি আসতেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা ৷ প্রথমবারের মতো দ্বিতীয়বারও অদিতি হাতে মেহেন্দিতে চাঁদের ছবি এঁকেছেন ৷ প্রথম বিয়ের সাজ যতটা সাধারণ ছিল দ্বিতীয় বিয়েতে সেই শখ যেন পূরণ করেছেন অভিনেত্রী ৷ এদিন অদিতিকে দেখা গিয়েছে, লাল লেহেঙ্গায় ৷ সঙ্গে ভারী গয়না ৷ তবে মেকআপের দিক থেকে সাজ সাধারণ রেখেছিলেন ৷

সিদ্ধার্থ বিশেষ দিনে পরেন সাদা রঙের শেরওয়ানি ৷ সঙ্গে মুক্তোর নেকলেস ৷ বিয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন লিখেছেন, 'জীবনে যদি খুব সুন্দর একটা জিনিস থেকে থাকে, তা হল একে অপরের সঙ্গ।

অনুরাগীদের শুভেচ্ছাবার্তা

অদিতি পোস্ট করার পরপরই, তার অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন ৷ এক অনুরাগী লিখেছেন, "আজ আমি ইন্টারনেটে সবচেয়ে সুন্দর জিনিসটি দেখলাম" ৷ আর এক অনুরাগী লেখেন, "আমি সুন্দর ছবির জন্য অপেক্ষা করছিলাম।" বলিউড দম্পতি প্রথমে দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে বিয়ের অনুষ্ঠান করেন। সেই ছবি শেয়ার করার সময় অদিতি লেখেন, "তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারা...মিসেস এবং মিস্টার আদু-সিধু"।

অদিতি রাও-এর প্রথম বিয়ে হয়েছিল অভিনেতা সত্যদীপ মিশ্রের সঙ্গে 2009 সালে। বিয়ের মাত্র চার বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সত্যদীপ 2023 সালে বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তাকে বিয়ে করেন। এটিও মাসাবা গুপ্তার দ্বিতীয় বিয়ে। একই সময়ে, সিদ্ধার্থ 2003 সালে প্রথমবার বিয়ে করেন এবং বিয়ের চার বছর পর সিদ্ধার্থেরও বিবাহবিচ্ছেদ হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.