ETV Bharat / sitara

মৃত্যুর পর সুশান্তকে আরও বেশি করে চিনেছেন সুস্মিতা ? - সুস্মিতা সেনের খবর

মৃত্যুর পর যেন সুশান্ত সিং রাজপুতকে আরও ভালোভাবে চিনেছেন সুস্মিতা সেন । আর তার পুরো ক্রেডিট সুশান্তের ফ্যানেদেরই দিতে চান অভিনেত্রী ।

Sushmita Sen on Sushant Singh ajput
Sushmita Sen on Sushant Singh ajput
author img

By

Published : Jul 7, 2020, 10:36 AM IST

মুম্বই : গতকাল অর্থাৎ 6 জুলাই মুক্তি পেয়েছে সুশান্তের শেষ অভিনীত ফিল্ম 'দিল বেচারা'-র ট্রেলার মুক্তি পেয়েছে । পুরো দেশকে কাঁদিয়ে শেষ হাসিটা হাসলেন সুশান্তই । চেনা-অচেনা নির্বিশেষে যেন প্রত্যেকে সুশান্তের যন্ত্রণার ভাগীদার হতে চাইলেন । বাদ গেলেন না সুস্মিতা সেনও ।

'দিল বেচারা'-র একটা পোস্টার শেয়ার করেছেন বিশ্বসুন্দরী । ক্যাপশনে লিখেছেন, "আমি সুশান্তকে ব্যক্তিগতভাবে চিনতাম না । তবে ওঁর ফিল্ম আর সাক্ষাৎকার দেখেছি । ওঁর মধ্যে একটা অদম্য আবেগপ্রবণ বুদ্ধিদীপ্ত ব্যাপার ছিল ।"

Sushmita Sen on Sushant Singh ajput
'দিল বেচারা' ছবির দৃশ্য

'আর্য্যা' সুস্মিতা আরও লিখেছেন, "আমার মনে হয় ওঁকে এখন আমি অনেক বেশি চিনেছি । পুরোটাই ওঁর ফ্যানেদের জন্য । নিজের স্বভাব, সরলতা, ভালোবাসা দিয়ে অগণিত মানুষকে ছুঁয়ে গেছে সুশান্ত ।"

'দিল বেচারা'-র প্রতি সংলাপেই জীবনের কথা বলেছেন সুশান্ত । মৃত্যুর কথা ভুলে বাঁচার কথা বলেছেন তিনি । রিয়েল লাইফে তাঁর এই পরিণতি যেন মেনে নিতে পারছেন না কেউই । প্রশ্ন করছেন, "কেন সুশান্ত ?"

মুম্বই : গতকাল অর্থাৎ 6 জুলাই মুক্তি পেয়েছে সুশান্তের শেষ অভিনীত ফিল্ম 'দিল বেচারা'-র ট্রেলার মুক্তি পেয়েছে । পুরো দেশকে কাঁদিয়ে শেষ হাসিটা হাসলেন সুশান্তই । চেনা-অচেনা নির্বিশেষে যেন প্রত্যেকে সুশান্তের যন্ত্রণার ভাগীদার হতে চাইলেন । বাদ গেলেন না সুস্মিতা সেনও ।

'দিল বেচারা'-র একটা পোস্টার শেয়ার করেছেন বিশ্বসুন্দরী । ক্যাপশনে লিখেছেন, "আমি সুশান্তকে ব্যক্তিগতভাবে চিনতাম না । তবে ওঁর ফিল্ম আর সাক্ষাৎকার দেখেছি । ওঁর মধ্যে একটা অদম্য আবেগপ্রবণ বুদ্ধিদীপ্ত ব্যাপার ছিল ।"

Sushmita Sen on Sushant Singh ajput
'দিল বেচারা' ছবির দৃশ্য

'আর্য্যা' সুস্মিতা আরও লিখেছেন, "আমার মনে হয় ওঁকে এখন আমি অনেক বেশি চিনেছি । পুরোটাই ওঁর ফ্যানেদের জন্য । নিজের স্বভাব, সরলতা, ভালোবাসা দিয়ে অগণিত মানুষকে ছুঁয়ে গেছে সুশান্ত ।"

'দিল বেচারা'-র প্রতি সংলাপেই জীবনের কথা বলেছেন সুশান্ত । মৃত্যুর কথা ভুলে বাঁচার কথা বলেছেন তিনি । রিয়েল লাইফে তাঁর এই পরিণতি যেন মেনে নিতে পারছেন না কেউই । প্রশ্ন করছেন, "কেন সুশান্ত ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.