মুম্বই : সুশান্তের ফ্যানেরা এখন দাবি জানাচ্ছেন যে, সম্পূর্ণরূপে বয়কট করা হোক 'দ্য কপিল শর্মা শো' । কারণ এই শোয়ের অন্যতম প্রযোজক সলমন খান ।
একটি ফেসবুক গ্রুপ, যার নাম 'Justice For Sushant Singh Rajput #SSR' । সদস্য সংখ্যা প্রায় 91 হাজার । তারাই সোশাল মিডিয়ায় এই কমেডি শো বয়কটের ক্যাম্পেন শুরু করেছেন ।
এই গ্রুপের ওয়ালে লেখা হয়েছে, "সুশান্তের পরিবারকে বলছি, মনে রাখবেন যে, 'দ্য কপিল শর্মা শো'-এর অন্যতম প্রযোজক সলমন খান । আমরা সলমনকে সম্পূর্ণভাবে বয়কট করতে চাই । শুধু ওর ফিল্ম নয়, ওকে সমস্ত দিক থেকেই ব্যান করা হোক ।"
পোস্টটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল । গ্রুপের সদস্যরা তো বটেই, তার সঙ্গে বাকি নেটিজেনরাও সমর্থন জানিয়েছেন এই পোস্টকে । লাইক করেছেন, শেয়ার করেছেন ।
সম্প্রতি নিজস্ব প্রোডাকশনের মাস্ক লঞ্চ করেও রোষের মুখে পড়েন সলমন খান । তাঁর ব্র্যান্ড 'বিইং হিউম্যান'-কেও বয়কটের ডাক দেওয়া হয় । যদিও সেটা কার্যকরী হয়নি এখনও ।