মুম্বই : চারিদিকে সার্জিকাল মাস্কের আকাল । গত সপ্তাহে বক্তৃতা দেওয়ার সময় তাই বাড়িতে তৈরি মাস্ক পরেছিলেন নরেন্দ্র মোদি । বোধহয় তাঁর থেকেই অনুপ্রেরণা পেয়ে বাড়িতে থাকা জিনিসকে মাস্ক হিসেবে ব্যবহার করলেন সানি । বাচ্চাদের ডায়পার যে সম্ভাব্য মাস্ক , সেটা প্রথম দেখালেন অভিনেত্রী ।
শুধু ডায়পার নয়, বাড়িতে থাকা স্কার্ফ, বাচ্চাদের মশারি, মুখোশ এসব জিনিসকেও এমার্জেন্সি মাস্ক হিসেবে ব্যবহার করে দেখালেন সানি । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন প্রতিটা ছবিই ।
ক্যাপশনে সানি লিখেছেন, "যখন তোমার কাছে মাত্র 30 সেকেন্ড সময় থাকে এমারজেন্সি ফেস মাস্ক বানানোর ।" সানির এই পোস্টে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানি বলেন, "লকডাউনের সময়টা খুব একটা সহজ নয় । আমার তিনটে বাচ্চা আছে, যাদের অনেকটা অ্যাটেনশন প্রয়োজন, স্কুলের সময় প্রয়োজন । বাড়ি পরিষ্কার রাখতে হচ্ছে, আরও অনেক কাজ রয়েছে । সময় কুলিয়ে উঠতে পারছি না ।"
তবে তিন সন্তান আর স্বামী ড্যানিয়েল উইবরের সঙ্গে একসঙ্গে থাকাটাও বেশ উপভোগ করছেন অভিনেত্রী ।