ETV Bharat / sitara

ফের মৃত্যু, সুশান্তের শোকে আত্মঘাতী নাবালিকা - সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাহত ছাত্রী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শক সহ্য করতে না পেরে ফের এক আত্মহত্যা । ছত্তিশগড়ের দুর্গ শহরের এক সপ্তম শ্রেণীর ছাত্রী নিল চূড়ান্ত পদক্ষেপ ।

sushant singh rajput fan commit suicide
sushant singh rajput fan commit suicide
author img

By

Published : Jul 23, 2020, 7:58 PM IST

দুর্গ : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে সামনে আসছে একাধিক আত্মহত্যার খবর । বিশেষ করে নাবালক-নাবালিকা, যাদের মস্তিষ্ক এখনও ততটা পরিণত নয়, তাদের নরম মনে বেশ বড় ক্ষত তৈরি করেছে সুশান্তের মৃত্যু । প্রকাশ্যে ফের এক আত্মহত্যার ঘটনা, এবার ছত্তিশগড়ের দুর্গ শহরে ।

সুশান্তের মৃত্যুর খবর মেনে নিতে না পেরে দুর্গ শহরের ভিলাই অঞ্চলের সেক্টর 7-এ এক সপ্তম শ্রেণীর ছাত্রী গলায় দড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল । তার লেখা সুইসাইড নোটে স্পষ্ট মৃত্যুর কারণ ।

ছাত্রী লিখে রেখে গেছে যে, "সুশান্তের চলে যাওয়া ভালো লাগল না আমার । আর তাই আমি গলায় দড়ি দিলাম" । অপরিণত হাতের লেখায় শুধু এটুকুই লেখা সেই সুইসাইড নোটে ।

দেখে নিন...

sushant singh rajput fan commit suicide
সুইসাইড নোট

তবে এই প্রথম নয়, সুশান্তের মৃত্যুর পর এমন খবর একাধিকবার শোনা গেছে । প্রিয় তারকার মৃত্যু মেনে নিতে পারেনি সেই অল্পবয়সী ছেলেমেয়েগুলো । আর এই কারণেই নিজেদের জীবন শেষ করেছে তারা ।

সুশান্ত থাকলে তাঁর নিশ্চয়ই ভালো লাগত না এই পরিস্থিতি ।

দুর্গ : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে সামনে আসছে একাধিক আত্মহত্যার খবর । বিশেষ করে নাবালক-নাবালিকা, যাদের মস্তিষ্ক এখনও ততটা পরিণত নয়, তাদের নরম মনে বেশ বড় ক্ষত তৈরি করেছে সুশান্তের মৃত্যু । প্রকাশ্যে ফের এক আত্মহত্যার ঘটনা, এবার ছত্তিশগড়ের দুর্গ শহরে ।

সুশান্তের মৃত্যুর খবর মেনে নিতে না পেরে দুর্গ শহরের ভিলাই অঞ্চলের সেক্টর 7-এ এক সপ্তম শ্রেণীর ছাত্রী গলায় দড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল । তার লেখা সুইসাইড নোটে স্পষ্ট মৃত্যুর কারণ ।

ছাত্রী লিখে রেখে গেছে যে, "সুশান্তের চলে যাওয়া ভালো লাগল না আমার । আর তাই আমি গলায় দড়ি দিলাম" । অপরিণত হাতের লেখায় শুধু এটুকুই লেখা সেই সুইসাইড নোটে ।

দেখে নিন...

sushant singh rajput fan commit suicide
সুইসাইড নোট

তবে এই প্রথম নয়, সুশান্তের মৃত্যুর পর এমন খবর একাধিকবার শোনা গেছে । প্রিয় তারকার মৃত্যু মেনে নিতে পারেনি সেই অল্পবয়সী ছেলেমেয়েগুলো । আর এই কারণেই নিজেদের জীবন শেষ করেছে তারা ।

সুশান্ত থাকলে তাঁর নিশ্চয়ই ভালো লাগত না এই পরিস্থিতি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.