ETV Bharat / sitara

সুশান্তের বিমান চালানোর ভিডিয়ো পোস্ট করে রিয়ার দাবি ওড়ালেন অঙ্কিতা - claustrophobia

কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন রিয়া চক্রবর্তী । সেখানে সুশান্তকে 'ক্লাস্ট্রোফোবিক' বলে দাবি করেছিলেন তিনি । যদিও একটি ভিডিয়ো পোস্ট করে তাঁর সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন অঙ্কিতা লোখান্ডে ।

asd
asd
author img

By

Published : Aug 28, 2020, 8:28 AM IST

মুম্বই : "ক্লাস্ট্রোফোবিয়া ? তুমি সব সময় উড়তে চাইতে আর তুমি সেটাই করেছিলে ।" সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করে একথা দাবি করেছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে । কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন রিয়া চক্রবর্তী । সেখানে সুশান্তকে 'ক্লাস্ট্রোফোবিক' বলে দাবি করেছিলেন তিনি । এই ভিডিয়ো পোস্টের মাধ্যমে রিয়ার সেই দাবি উড়িয়ে দেন অঙ্কিতা ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন অঙ্কিতা । সেখানে বিমানের ককপিটে বসে থাকতে দেখা গিয়েছে সুশান্তকে । এরপর অত্যন্ত একাগ্রতার সঙ্গে বিমানও ওড়ান তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে অঙ্কিতা লেখেন, "এটা ক্লাস্ট্রোফোবিয়া ? তুমি সব সময় উড়তে চাইতে আর তুমি সেটাই করেছিলে, এর জন্য তোমার প্রতি আমরা গর্ববোধ করি ।"

কয়েকদিন আগে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন রিয়া । সুশান্তের 'ক্লাস্ট্রোফোবিয়া' ছিল বলে সেখানে দাবি করেছিলেন তিনি । বলেন, "আমরা যখন ইউরোপে বেড়াতে যাচ্ছিলাম তখন সুশান্ত বলেছিল যে ও ফ্লাইটে বসে থাকতে ভয় পায় । তার জন্য একটি ওষুধও নিয়েছিল ৷ যার নাম মোডাফিনিল ৷ ফ্লাইটে চড়ার আগে সেই ওষুধ খায় সে ৷ ওষুধটা সারাক্ষণ তার সঙ্গেই থাকত ।" তবে রিয়ার কথা মতো সুশান্ত যদি 'ক্লাস্ট্রোফোবিক' হতেন তাহলে তিনি বিমানের ককপিটে কীভাবে বসলেন ? তবে শুধু বসেননি, পেশাদারদের মতো বিমান চালাতেও দেখা গিয়েছে তাঁকে । এই প্রশ্নই তুলেছেন প্রয়াত অভিনেতার অনুরাগীরা ।

এদিকে সম্প্রতি জিজ্ঞাসাবাদের সময় সুশান্তের ড্রাগ নেওয়ার কথা CBI-কে জানান দীপেশ । এমনকী, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ড্রাগ ডিলিংয়ের সঙ্গে রিয়ার যুক্ত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । তারপরই নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) সঙ্গে যোগাযোগ করেন ED-র তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানান তাঁরা । এরপর বুধবার রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে NCB । মাদক সঙ্গে রাখা, সেবন করা ও পাচার করার মতো একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে ।

মুম্বই : "ক্লাস্ট্রোফোবিয়া ? তুমি সব সময় উড়তে চাইতে আর তুমি সেটাই করেছিলে ।" সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করে একথা দাবি করেছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে । কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন রিয়া চক্রবর্তী । সেখানে সুশান্তকে 'ক্লাস্ট্রোফোবিক' বলে দাবি করেছিলেন তিনি । এই ভিডিয়ো পোস্টের মাধ্যমে রিয়ার সেই দাবি উড়িয়ে দেন অঙ্কিতা ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন অঙ্কিতা । সেখানে বিমানের ককপিটে বসে থাকতে দেখা গিয়েছে সুশান্তকে । এরপর অত্যন্ত একাগ্রতার সঙ্গে বিমানও ওড়ান তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে অঙ্কিতা লেখেন, "এটা ক্লাস্ট্রোফোবিয়া ? তুমি সব সময় উড়তে চাইতে আর তুমি সেটাই করেছিলে, এর জন্য তোমার প্রতি আমরা গর্ববোধ করি ।"

কয়েকদিন আগে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন রিয়া । সুশান্তের 'ক্লাস্ট্রোফোবিয়া' ছিল বলে সেখানে দাবি করেছিলেন তিনি । বলেন, "আমরা যখন ইউরোপে বেড়াতে যাচ্ছিলাম তখন সুশান্ত বলেছিল যে ও ফ্লাইটে বসে থাকতে ভয় পায় । তার জন্য একটি ওষুধও নিয়েছিল ৷ যার নাম মোডাফিনিল ৷ ফ্লাইটে চড়ার আগে সেই ওষুধ খায় সে ৷ ওষুধটা সারাক্ষণ তার সঙ্গেই থাকত ।" তবে রিয়ার কথা মতো সুশান্ত যদি 'ক্লাস্ট্রোফোবিক' হতেন তাহলে তিনি বিমানের ককপিটে কীভাবে বসলেন ? তবে শুধু বসেননি, পেশাদারদের মতো বিমান চালাতেও দেখা গিয়েছে তাঁকে । এই প্রশ্নই তুলেছেন প্রয়াত অভিনেতার অনুরাগীরা ।

এদিকে সম্প্রতি জিজ্ঞাসাবাদের সময় সুশান্তের ড্রাগ নেওয়ার কথা CBI-কে জানান দীপেশ । এমনকী, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ড্রাগ ডিলিংয়ের সঙ্গে রিয়ার যুক্ত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । তারপরই নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) সঙ্গে যোগাযোগ করেন ED-র তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানান তাঁরা । এরপর বুধবার রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে NCB । মাদক সঙ্গে রাখা, সেবন করা ও পাচার করার মতো একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.