ETV Bharat / sitara

'জুদাই'-এ উর্মিলার চরিত্রর নামেই জাহ্নবীর নাম রেখেছিলেন শ্রীদেবী

author img

By

Published : May 14, 2020, 1:24 PM IST

1997 সালে মুক্তি পায় শ্রীদেবী, অনিল কাপুর ও উর্মিলা অভিনীত ছবি 'জুদাই'। প্রযোজনা করেছিলেন বনি কাপুর । বক্স অফিসে ভালোই চলে ছবিটি । এরপরই জন্ম হয় শ্রীদেবী ও বনির প্রথম সন্তানের । তখনই ছবিতে উর্মিলার চরিত্রের নাম অনুসারে তাঁরা মেয়ের নাম রাখেন জাহ্নবী । আর এভাবেই ছবির সাফল্যকে মনে রাখেন তাঁরা ।

dsf
sdf

মুম্বই : 'জুদাই' ছবিতে উর্মিলা মাতোন্ডকরের চরিত্রের নাম ছিল জাহ্নবী । আর সেই নাম অনুসারেই প্রথম সন্তানের নাম জাহ্নবী রাখেন শ্রীদেবী ও বনি কাপুর ।

1997 সালে মুক্তি পায় শ্রীদেবী, অনিল কাপুর ও উর্মিলা অভিনীত ছবি 'জুদাই'। প্রযোজনা করেছিলেন বনি কাপুর । বক্স অফিসে ভালোই চলে ছবিটি । এরপরই জন্ম হয় শ্রীদেবী ও বনির প্রথম সন্তানের । তখনই ছবিতে উর্মিলার চরিত্রের নাম অনুসারে তাঁরা মেয়ের নাম রাখেন জাহ্নবী । আর এভাবেই ছবির সাফল্যকে মনে রাখেন তাঁরা ।

1997 সালে জন্ম হয় জাহ্নবীর । এর ঠিক তিন বছর পর 2000 সালে জন্ম হয় খুশির । অদ্ভুতভাবে খুশির নামেও একটি সিনেমা করবেন বলে ঠিক করেন বনি কাপুর । সেই মতো 2003 সালে মুক্তি পায় করিনা কাপুর খান ও ফারদিন খান অভিনীত ছবি 'খুশি'।

মাতৃদিবসের দিন শ্রীদেবীর সঙ্গে তোলা ছোটোবেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জাহ্নবী । মায়ের মৃত্যু আসলে মেনে নিতে পারেননি তিনি । মাঝে মধ্যেই মাকে মিস করছেন বলে জানান ।

কাজের দিক থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে জাহ্নবীর দুটি ছবি । 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল' ও 'রুহি আফজ়া'। লকডাউনের জেরে সিনেমা হল বন্ধ থাকায় আপাতত পিছিয়ে গিয়েছে ছবিগুলির মুক্তির তারিখ ।

মুম্বই : 'জুদাই' ছবিতে উর্মিলা মাতোন্ডকরের চরিত্রের নাম ছিল জাহ্নবী । আর সেই নাম অনুসারেই প্রথম সন্তানের নাম জাহ্নবী রাখেন শ্রীদেবী ও বনি কাপুর ।

1997 সালে মুক্তি পায় শ্রীদেবী, অনিল কাপুর ও উর্মিলা অভিনীত ছবি 'জুদাই'। প্রযোজনা করেছিলেন বনি কাপুর । বক্স অফিসে ভালোই চলে ছবিটি । এরপরই জন্ম হয় শ্রীদেবী ও বনির প্রথম সন্তানের । তখনই ছবিতে উর্মিলার চরিত্রের নাম অনুসারে তাঁরা মেয়ের নাম রাখেন জাহ্নবী । আর এভাবেই ছবির সাফল্যকে মনে রাখেন তাঁরা ।

1997 সালে জন্ম হয় জাহ্নবীর । এর ঠিক তিন বছর পর 2000 সালে জন্ম হয় খুশির । অদ্ভুতভাবে খুশির নামেও একটি সিনেমা করবেন বলে ঠিক করেন বনি কাপুর । সেই মতো 2003 সালে মুক্তি পায় করিনা কাপুর খান ও ফারদিন খান অভিনীত ছবি 'খুশি'।

মাতৃদিবসের দিন শ্রীদেবীর সঙ্গে তোলা ছোটোবেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জাহ্নবী । মায়ের মৃত্যু আসলে মেনে নিতে পারেননি তিনি । মাঝে মধ্যেই মাকে মিস করছেন বলে জানান ।

কাজের দিক থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে জাহ্নবীর দুটি ছবি । 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল' ও 'রুহি আফজ়া'। লকডাউনের জেরে সিনেমা হল বন্ধ থাকায় আপাতত পিছিয়ে গিয়েছে ছবিগুলির মুক্তির তারিখ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.