ETV Bharat / sitara

কিরগিজ়স্তানে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরাতে উদ্যোগী সোনু - students stuck in Kyrgyzstan

কিরগিজ়স্তানে আটকে রয়েছেন প্রায় 3 হাজার ভারতীয় পড়ুয়া । তাঁদের মধ্যে 20জনের বাড়ি ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জায়গায় । আর এবার তাঁদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছেন সোনু সুদ, বাহারাগোরার প্রাক্তন বিধায়ক কুণাল সরঙ্গি ও সমাজকর্মী রেখা মিশ্র ।

lhk
hhk
author img

By

Published : Jul 21, 2020, 9:09 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের বেশিরভাগ দেশেই জারি হয় লকডাউন । যার কারণে বিভিন্ন জায়গাতেই আটকে পড়েন অনেকেই । একইভাবে কিরগিজ়স্তানে আটকে রয়েছেন প্রায় 3 হাজার ভারতীয় পড়ুয়া । তাঁদের মধ্যে 20জনের বাড়ি ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জায়গায় । আর এবার তাঁদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছেন সোনু সুদ, বাহারাগোরার প্রাক্তন বিধায়ক কুণাল সরঙ্গি ও সমাজকর্মী রেখা মিশ্র । 22 জুলাই বিশেষ বিমানে তাঁদের দেশে ফেরানো হবে বলে টুইটে জানান সোনু ।

  • This is to inform to all the students of Kyrgyzstan that it’s time to come home ❣️we are operating the first charter Bishkek -Varanasi on 22nd July.The details of which will be sent to your email id and mobile phones in a while. Charters for other states will also fly this week.

    — sonu sood (@SonuSood) July 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

14 জুলাই কুণাল সরঙ্গির কাছে একটি ভিডিয়ো বার্তা পাঠান কিরগিজ়স্তানে আটকে থাকা এশিয়ান মেডিকেল ইনস্টিটিউটের (AMI) এক পড়ুয়া । এরপর সেই ভিডিয়ো বার্তা নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল । সেখানে বিদেশ মন্ত্রক ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ট্যাগ করেন তিনি । এ প্রসঙ্গে কুণাল বলেন, "সোনুর সাহায্য ছাড়া কিরগিজ়স্তানে আটকে থাকা পড়ুয়াদের ফেরানোর পরিকল্পনা করা সম্ভব হত না । ওই ভিডিয়ো বার্তা থেকেই যাদব নামে এক পড়ুয়ার নম্বর পাই । তাঁর মাধ্যমেই বাকিদের সঙ্গে যোগাযোগ করা হয় ।"

পরদিন এই সংক্রান্ত একটি টুইট করেন সোনু । লেখেন, "কিরগিজ়স্তানে যে সব পড়ুয়ারা আটকে রয়েছেন, উদ্ধার সংক্রান্ত যদি কোনও তথ্য আপনাদের কাছে থাকে তাহলে আমাকে মেল করুন । এর জন্য টিম সোনু সুদের তরফে আপনাদের থেকে কোনও টাকা নেওয়া হবে না ।"

  • Dear students of kyrgysztan, for any info related to your rescue pls mail us on sonu4kyrgyzstan@gmail.com,
    only EMAIL ID used for the rescue of Indian students. Beware that Team Sonu Sood is NOT CHARGING or COLLECTING ANY MONEY from you in any manner for managing this.

    — sonu sood (@SonuSood) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

AMI-এর পড়ুয়া সাদ্দাম খান । বাড়ি ঝাড়খণ্ডে । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে কিরগিজ়স্তানে আটকে পড়েন তিনিও । এ প্রসঙ্গে সাদ্দাম বলেন, "3 হাজার ভারতীয় পড়ুয়া AMI-এ পড়েন । লকডাউনের জেরে কিরগিজ়স্তানে আটকে পড়েন সবাই । এরপরই আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন সোনু সুদ, বাহারাগোরার প্রাক্তন বিধায়ক কুণাল সরঙ্গি ও সমাজকর্মী রেখা মিশ্র । তাঁদের ধন্যবাদ জানাই । আমাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । এমনকী, বিমানের ভাড়া দিতেও আমাদের বারণ করেছেন সোনু ।"

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের বেশিরভাগ দেশেই জারি হয় লকডাউন । যার কারণে বিভিন্ন জায়গাতেই আটকে পড়েন অনেকেই । একইভাবে কিরগিজ়স্তানে আটকে রয়েছেন প্রায় 3 হাজার ভারতীয় পড়ুয়া । তাঁদের মধ্যে 20জনের বাড়ি ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জায়গায় । আর এবার তাঁদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছেন সোনু সুদ, বাহারাগোরার প্রাক্তন বিধায়ক কুণাল সরঙ্গি ও সমাজকর্মী রেখা মিশ্র । 22 জুলাই বিশেষ বিমানে তাঁদের দেশে ফেরানো হবে বলে টুইটে জানান সোনু ।

  • This is to inform to all the students of Kyrgyzstan that it’s time to come home ❣️we are operating the first charter Bishkek -Varanasi on 22nd July.The details of which will be sent to your email id and mobile phones in a while. Charters for other states will also fly this week.

    — sonu sood (@SonuSood) July 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

14 জুলাই কুণাল সরঙ্গির কাছে একটি ভিডিয়ো বার্তা পাঠান কিরগিজ়স্তানে আটকে থাকা এশিয়ান মেডিকেল ইনস্টিটিউটের (AMI) এক পড়ুয়া । এরপর সেই ভিডিয়ো বার্তা নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল । সেখানে বিদেশ মন্ত্রক ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ট্যাগ করেন তিনি । এ প্রসঙ্গে কুণাল বলেন, "সোনুর সাহায্য ছাড়া কিরগিজ়স্তানে আটকে থাকা পড়ুয়াদের ফেরানোর পরিকল্পনা করা সম্ভব হত না । ওই ভিডিয়ো বার্তা থেকেই যাদব নামে এক পড়ুয়ার নম্বর পাই । তাঁর মাধ্যমেই বাকিদের সঙ্গে যোগাযোগ করা হয় ।"

পরদিন এই সংক্রান্ত একটি টুইট করেন সোনু । লেখেন, "কিরগিজ়স্তানে যে সব পড়ুয়ারা আটকে রয়েছেন, উদ্ধার সংক্রান্ত যদি কোনও তথ্য আপনাদের কাছে থাকে তাহলে আমাকে মেল করুন । এর জন্য টিম সোনু সুদের তরফে আপনাদের থেকে কোনও টাকা নেওয়া হবে না ।"

  • Dear students of kyrgysztan, for any info related to your rescue pls mail us on sonu4kyrgyzstan@gmail.com,
    only EMAIL ID used for the rescue of Indian students. Beware that Team Sonu Sood is NOT CHARGING or COLLECTING ANY MONEY from you in any manner for managing this.

    — sonu sood (@SonuSood) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

AMI-এর পড়ুয়া সাদ্দাম খান । বাড়ি ঝাড়খণ্ডে । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে কিরগিজ়স্তানে আটকে পড়েন তিনিও । এ প্রসঙ্গে সাদ্দাম বলেন, "3 হাজার ভারতীয় পড়ুয়া AMI-এ পড়েন । লকডাউনের জেরে কিরগিজ়স্তানে আটকে পড়েন সবাই । এরপরই আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন সোনু সুদ, বাহারাগোরার প্রাক্তন বিধায়ক কুণাল সরঙ্গি ও সমাজকর্মী রেখা মিশ্র । তাঁদের ধন্যবাদ জানাই । আমাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । এমনকী, বিমানের ভাড়া দিতেও আমাদের বারণ করেছেন সোনু ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.