ETV Bharat / sitara

"বোকাদের সঙ্গে তর্ক করতে নেই..." ট্রোলিংয়ের জবাব দিলেন সোনম

ফের টুইটারে ট্রোলড হলেন সোনম । তবে এবারও চুপ না থেকে ট্রোলিংয়ের পালটা জবাব দিয়েছেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Apr 7, 2020, 10:17 AM IST

দিল্লি : প্রধানমন্ত্রীর আহ্বানে রবিবার রাতে বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ ও মোমবাতি জ্বালান অধিকাংশ দেশবাসী । তার পাশাপাশি দেশের অনেক জায়গাতেই ফাটানো হয় বাজি । যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সোনম কাপুর । তার জন্য ফের একবার ট্রোলের মুখে পড়েন তিনি ।

রবিবার রাত 9টা । অন্ধকারে ডুবে গিয়েছিল গোটা দেশ । বৈদ্যুতিন আলো নিভে যাওয়ার অন্ধকার । তারপরই জ্বলে উঠেছিল প্রদীপ ও মোমবাতি । মুহূর্তের মধ্যে এই আলোতেই আলোকিত হয়ে উঠেছিল দেশ । এটা যেন জয়ের আলো । একতার আলো । কোরোনার মতো অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আলো । এই লড়াইয়ে শামিল হয়েছিল গোটা দেশ । তবে একাধিক দেশবাসী শুধু প্রদীপ বা মোমবাতি জ্বেলেই থেমে থাকেননি । অনেকেই ওইদিন বাজি ফাটাতে দেখা গিয়েছিল । আর এই উল্লাস থেকে বাদ যাননি দিল্লিবাসী ।

রবিবার রাতে বাজি ফাটে দিল্লিতেও । এই ঘটনার পরই রেগে গিয়ে টুইট করেন সোনম । লেখেন, "মানুষ বাজি ফাটাচ্ছে । এতে কুকুরা ভয় পাচ্ছে । আপনারা কি ভাবছেন এটা দিওয়ালি ? আমি কিছুই বুঝতে পারছি না ।" এরপর আরও একটি টুইট করে তিনি লেখেন, "কিছুক্ষণ আগে জায়গাটা শান্ত ছিল । কিন্তু বাজি ফাটানোর জেরে এখন দক্ষিণ দিল্লিতে পাখি, কুকুর সবাই দিশেহারা হয়ে গিয়েছে ।"

  • People are bursting crackers. Just FYI . They dogs are freaking out. Do people think it’s Diwali? I’m so confused.

    — Sonam K Ahuja (@sonamakapoor) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • There was complete peace and quite, and now the birds ,dogs and sirens are freaking out in south Delhi because some morons decided to burst fire crackers tonight.

    — Sonam K Ahuja (@sonamakapoor) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পালটা টুইটের মাধ্যমে সোমনকে উত্তর দেন নেটিজ়েনরা । কেউ তাঁকে মনে করিয়ে দেন তাঁর বিয়ে দিনের কথা । যেদিন বাজি ফাটাতে দেখা গিয়েছিল অনিল কাপুরকে । সেই ছবি জোগাড় করে কেউ লেখেন, "আপনি পশুদের নিয়ে খুবই চিন্তিত !!" কেউ আবার লেখেন, "আপনি কিছু বুঝতে পারছেন না । সেটাই আপনার জন্য স্বাভাবিক ।"

  • I’m so glad you see common sense. That there is a time and place for everything. ❤️ https://t.co/lgedwh7Adt

    — Sonam K Ahuja (@sonamakapoor) April 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে ট্রোলের জবাব কীভাবে দিতে হয় সেটা ভালোই জানেন সোনম । তাই এবারও চুপ থাকেননি তিনি । পালটা নেটিজ়েনদের লেখেন, "সব কিছুর একটা নির্দিষ্ট সময় ও জায়গা রয়েছে ।" এরপর মার্ক টোয়েনের একটি কথা তুলে তিনি লেখেন, "বোকাদের সঙ্গে কোনও দিন তর্ক করবে না । তারা তোমাকে তাদের স্তরে নামিয়ে আনবে । এবং অভিজ্ঞতায় হারিয়ে দেবে ।"

  • Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience.
    Mark Twain

    — Sonam K Ahuja (@sonamakapoor) April 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মাঝে মধ্যেই টুইটারে ট্রোলড হন সোনম । কিছুদিন আগে কোরোনা আক্রান্ত কণিকা কাপুরের পাশে দাঁড়িয়ে ট্রোলড হয়েছিলেন তিনি ।

গত মাসেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন সোনম । এখন আপাতত দিল্লির বাড়িতে রয়েছেন তাঁরা । তারপর দু'সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন দু'জনে ।

দিল্লি : প্রধানমন্ত্রীর আহ্বানে রবিবার রাতে বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ ও মোমবাতি জ্বালান অধিকাংশ দেশবাসী । তার পাশাপাশি দেশের অনেক জায়গাতেই ফাটানো হয় বাজি । যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সোনম কাপুর । তার জন্য ফের একবার ট্রোলের মুখে পড়েন তিনি ।

রবিবার রাত 9টা । অন্ধকারে ডুবে গিয়েছিল গোটা দেশ । বৈদ্যুতিন আলো নিভে যাওয়ার অন্ধকার । তারপরই জ্বলে উঠেছিল প্রদীপ ও মোমবাতি । মুহূর্তের মধ্যে এই আলোতেই আলোকিত হয়ে উঠেছিল দেশ । এটা যেন জয়ের আলো । একতার আলো । কোরোনার মতো অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আলো । এই লড়াইয়ে শামিল হয়েছিল গোটা দেশ । তবে একাধিক দেশবাসী শুধু প্রদীপ বা মোমবাতি জ্বেলেই থেমে থাকেননি । অনেকেই ওইদিন বাজি ফাটাতে দেখা গিয়েছিল । আর এই উল্লাস থেকে বাদ যাননি দিল্লিবাসী ।

রবিবার রাতে বাজি ফাটে দিল্লিতেও । এই ঘটনার পরই রেগে গিয়ে টুইট করেন সোনম । লেখেন, "মানুষ বাজি ফাটাচ্ছে । এতে কুকুরা ভয় পাচ্ছে । আপনারা কি ভাবছেন এটা দিওয়ালি ? আমি কিছুই বুঝতে পারছি না ।" এরপর আরও একটি টুইট করে তিনি লেখেন, "কিছুক্ষণ আগে জায়গাটা শান্ত ছিল । কিন্তু বাজি ফাটানোর জেরে এখন দক্ষিণ দিল্লিতে পাখি, কুকুর সবাই দিশেহারা হয়ে গিয়েছে ।"

  • People are bursting crackers. Just FYI . They dogs are freaking out. Do people think it’s Diwali? I’m so confused.

    — Sonam K Ahuja (@sonamakapoor) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • There was complete peace and quite, and now the birds ,dogs and sirens are freaking out in south Delhi because some morons decided to burst fire crackers tonight.

    — Sonam K Ahuja (@sonamakapoor) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পালটা টুইটের মাধ্যমে সোমনকে উত্তর দেন নেটিজ়েনরা । কেউ তাঁকে মনে করিয়ে দেন তাঁর বিয়ে দিনের কথা । যেদিন বাজি ফাটাতে দেখা গিয়েছিল অনিল কাপুরকে । সেই ছবি জোগাড় করে কেউ লেখেন, "আপনি পশুদের নিয়ে খুবই চিন্তিত !!" কেউ আবার লেখেন, "আপনি কিছু বুঝতে পারছেন না । সেটাই আপনার জন্য স্বাভাবিক ।"

  • I’m so glad you see common sense. That there is a time and place for everything. ❤️ https://t.co/lgedwh7Adt

    — Sonam K Ahuja (@sonamakapoor) April 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে ট্রোলের জবাব কীভাবে দিতে হয় সেটা ভালোই জানেন সোনম । তাই এবারও চুপ থাকেননি তিনি । পালটা নেটিজ়েনদের লেখেন, "সব কিছুর একটা নির্দিষ্ট সময় ও জায়গা রয়েছে ।" এরপর মার্ক টোয়েনের একটি কথা তুলে তিনি লেখেন, "বোকাদের সঙ্গে কোনও দিন তর্ক করবে না । তারা তোমাকে তাদের স্তরে নামিয়ে আনবে । এবং অভিজ্ঞতায় হারিয়ে দেবে ।"

  • Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience.
    Mark Twain

    — Sonam K Ahuja (@sonamakapoor) April 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মাঝে মধ্যেই টুইটারে ট্রোলড হন সোনম । কিছুদিন আগে কোরোনা আক্রান্ত কণিকা কাপুরের পাশে দাঁড়িয়ে ট্রোলড হয়েছিলেন তিনি ।

গত মাসেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন সোনম । এখন আপাতত দিল্লির বাড়িতে রয়েছেন তাঁরা । তারপর দু'সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন দু'জনে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.