ETV Bharat / sitara

ডিভোর্স নিয়ে ভাগবতের মন্তব্য বোকা বোকা, কটাক্ষ সোনমের - মোহন ভাগবত

একটি সমাবেশে ডিভোর্স নিয়ে মন্তব্য করেছিলেন RSS প্রধান মোহন ভাগবত । তাঁর সেই মন্তব্যকে "সংকীর্ণ ও বোকা" বলে কটাক্ষ করেন সোনম কাপুর ।

ে্ি
ে্ি
author img

By

Published : Feb 18, 2020, 9:59 AM IST

মুম্বই : "শিক্ষিত ও সমৃদ্ধিশালী পরিবারেই ডিভোর্স বেশি হয় ।" ডিভোর্স নিয়ে এই মন্তব্য করেছিলেন RSS প্রধান মোহন ভাগবত । এই মন্তব্যর প্রতিবাদ করেন সোনম কাপুর । তাঁর মন্তব্যকে "সংকীর্ণ ও বোকা" বলে কটাক্ষ করেন অভিনেত্রী ।

সম্প্রতি একটি সমাবেশ থেকে প্রকাশ্যে ডিভোর্স প্রসঙ্গে মন্তব্য করেন মোহন ভাগবত । তিনি বলেন, "বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে । মানুষ এখন ছোটোখাটো বিষয় নিয়েই মন্তব্য করেন । শিক্ষিত ও সমৃদ্ধিশালী পরিবারেই ডিভোর্স বেশি হয় । শিক্ষা ও সম্পদ থেকে আসে ঔদ্ধত্য । এর ফলেই পরিবারগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় । এভাবে একটা সমাজও ভেঙে পড়ে ।"

মোহন ভাগবতের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সোশাল মিডিয়ায় তার প্রতিবাদ করেন সোনম । লেখেন, "কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এই মন্তব্য করতে পারেন ? অত্যন্ত সংকীর্ণ ও বোকা বোকা মন্তব্য ।"

ে্ি
সোনমের টুইট

স্পষ্টভাষায় সব সময়ই নিজের মতামত জানিয়ে থাকেন সোনম । আর তা নিয়ে তাঁকে কেউ ট্রোল করে তাঁদেরও জবাব দিতে পিছপা হন না । আর এবার সরাসরি RSS প্রধান মোহন ভাগবতের মন্তব্যর সমালোচনা করলেন তিনি ।

কাজের দিক থেকে শেষবার 'জ়োয়া ফ্যাক্টর' ছবিতে দেখা গিয়েছিল সোনমকে । বক্স অফিস থেকে ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি । তবে এরপর আর নতুন কোনও প্রোজেক্টে হাত দেননি তিনি ।

মুম্বই : "শিক্ষিত ও সমৃদ্ধিশালী পরিবারেই ডিভোর্স বেশি হয় ।" ডিভোর্স নিয়ে এই মন্তব্য করেছিলেন RSS প্রধান মোহন ভাগবত । এই মন্তব্যর প্রতিবাদ করেন সোনম কাপুর । তাঁর মন্তব্যকে "সংকীর্ণ ও বোকা" বলে কটাক্ষ করেন অভিনেত্রী ।

সম্প্রতি একটি সমাবেশ থেকে প্রকাশ্যে ডিভোর্স প্রসঙ্গে মন্তব্য করেন মোহন ভাগবত । তিনি বলেন, "বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে । মানুষ এখন ছোটোখাটো বিষয় নিয়েই মন্তব্য করেন । শিক্ষিত ও সমৃদ্ধিশালী পরিবারেই ডিভোর্স বেশি হয় । শিক্ষা ও সম্পদ থেকে আসে ঔদ্ধত্য । এর ফলেই পরিবারগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় । এভাবে একটা সমাজও ভেঙে পড়ে ।"

মোহন ভাগবতের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সোশাল মিডিয়ায় তার প্রতিবাদ করেন সোনম । লেখেন, "কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এই মন্তব্য করতে পারেন ? অত্যন্ত সংকীর্ণ ও বোকা বোকা মন্তব্য ।"

ে্ি
সোনমের টুইট

স্পষ্টভাষায় সব সময়ই নিজের মতামত জানিয়ে থাকেন সোনম । আর তা নিয়ে তাঁকে কেউ ট্রোল করে তাঁদেরও জবাব দিতে পিছপা হন না । আর এবার সরাসরি RSS প্রধান মোহন ভাগবতের মন্তব্যর সমালোচনা করলেন তিনি ।

কাজের দিক থেকে শেষবার 'জ়োয়া ফ্যাক্টর' ছবিতে দেখা গিয়েছিল সোনমকে । বক্স অফিস থেকে ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি । তবে এরপর আর নতুন কোনও প্রোজেক্টে হাত দেননি তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.