ETV Bharat / sitara

Shilpa Shetty : এবার প্রতারণায় অভিযুক্ত শিল্পা শেট্টি ও তাঁর মা

আইনি জটে জড়ালেন অভিনেত্রী শিল্পা শেট্টি ৷ তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে তাঁর মা সুনন্দারও ৷ উত্তর প্রদেশের দু’টি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷

shilpa-shetty-mother-booked-for-fraud-in-lucknow
Shilpa Shetty : প্রতারণা অভিযুক্ত শিল্পা শেট্টি ও তাঁর মা, লখনউয়ে অভিযোগ দায়ের
author img

By

Published : Aug 9, 2021, 6:44 PM IST

লখনউ, 9 অগস্ট : পর্ন-কাণ্ডে হাজতবাস হয়েছে স্বামীর ৷ এবার আইনি জটে জড়ালেন অভিনেত্রী শিল্পা শেট্টিও (Shilpa Shetty) ৷ তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে তাঁর মা সুনন্দারও (Sunanda Shetty) ৷ এই নিয়ে ইতিমধ্যেই উত্তর প্রদেশ (Uttar Pradesh) পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে ৷ যোগী-রাজ্যের পুলিশ খুব শীঘ্রই মুম্বই গিয়ে ওই দু’জনকে জেরা করতে পারে বলে খবর ৷

জানা গিয়েছে যে লখনউয়ের হজরতগঞ্জ ও বিভূতি খন্দ থানায় শিল্পা ও তাঁর মায়ের নামে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে ৷ একটি ওয়েলনেস সেন্টারের নামে তাঁরা প্রতারণা করেছেন বলে অভিযোগ ৷ পুলিশ জানিয়েছে, অভিনেত্রী শিল্পা শেট্টি আইওসিস ওয়েলনেস সেন্টার (Iosis Welness Centre) নামে একটি ফিটনেস-চেইন এর ব্যবসা করেন ৷ সংস্থার চেয়ারম্যান শিল্পা নিজে ৷ আর তাঁর মা সংস্থার ডিরেক্টর ৷

আরও পড়ুন : Raj Kundra : শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন

ওই সংস্থার ওয়েলনেস সেন্টার খুলে দেওয়ার নামে দু’জনের কাছ থেকে কয়েক কোটি টাকা নেন ৷ কিন্তু তার পর তাঁরা আর কোনও ওয়েলনেস সেন্টার খোলেননি ৷ তাই লখনউয়ের ওম্যাক্স হাইটসের বাসিন্দা জ্যোৎস্না চৌহান বিভূত খন্দ থানায় এবং রোহিত বীর সিং নামে আরেক জন হজরতগঞ্জ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ৷

উত্তর প্রদেশের ওই দুই থানার তরফে ইতিমধ্যেই শিল্পা ও তাঁর মাকে নোটিস পাঠানো হয়েছে ৷ লখনউয়ের ডিসিপি (পূর্ব) সঞ্জীব সুমন জানান, তদন্তকারী আধিকারিক সোমবার মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ তিনি শিল্পা ও তাঁর মাকে জেরা করবেন ৷ যেহেতু শিল্পা একজন সেলিব্রিটি ও প্রভাবশালী, তাই এই অভিযোগের তদন্ত লখনউ পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়ে করছে ৷

আরও পড়ুন : Pornography case: রাজ-রিয়ানের জামিনের আবেদন খারিজ বম্বে হাইকোর্টে

প্রসঙ্গত, কয়েকদিন আগে গ্রেফতার করা হয় শিল্পার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ৷ তাঁর বিরুদ্ধে পর্ন ছবিতে অভিনয়ের জন্য অভিনেত্রীদের জোর করার অভিযোগ ৷ এছাড়াও এই ঘটনা সংক্রান্ত একাধিক অভিযোগে অভিযুক্ত তিনি ৷ আপাতত তিনি হাজতে রয়েছেন ৷ বারবার আবেদন করা সত্ত্বেও আদালত তাঁর জামিন মঞ্জুর করেনি ৷ মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত করছে ৷

এই ঘটনা নিয়ে বিব্রত শিল্পা নিজেও ৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তিনি ট্রোলড হয়েছেন ৷ এবার নিজেও আইনি জটে জড়িয়ে পড়লেন এই অভিনেত্রী ৷

আরও পড়ুন : Raj Kundra Shilpa Shetty: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

লখনউ, 9 অগস্ট : পর্ন-কাণ্ডে হাজতবাস হয়েছে স্বামীর ৷ এবার আইনি জটে জড়ালেন অভিনেত্রী শিল্পা শেট্টিও (Shilpa Shetty) ৷ তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে তাঁর মা সুনন্দারও (Sunanda Shetty) ৷ এই নিয়ে ইতিমধ্যেই উত্তর প্রদেশ (Uttar Pradesh) পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে ৷ যোগী-রাজ্যের পুলিশ খুব শীঘ্রই মুম্বই গিয়ে ওই দু’জনকে জেরা করতে পারে বলে খবর ৷

জানা গিয়েছে যে লখনউয়ের হজরতগঞ্জ ও বিভূতি খন্দ থানায় শিল্পা ও তাঁর মায়ের নামে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে ৷ একটি ওয়েলনেস সেন্টারের নামে তাঁরা প্রতারণা করেছেন বলে অভিযোগ ৷ পুলিশ জানিয়েছে, অভিনেত্রী শিল্পা শেট্টি আইওসিস ওয়েলনেস সেন্টার (Iosis Welness Centre) নামে একটি ফিটনেস-চেইন এর ব্যবসা করেন ৷ সংস্থার চেয়ারম্যান শিল্পা নিজে ৷ আর তাঁর মা সংস্থার ডিরেক্টর ৷

আরও পড়ুন : Raj Kundra : শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন

ওই সংস্থার ওয়েলনেস সেন্টার খুলে দেওয়ার নামে দু’জনের কাছ থেকে কয়েক কোটি টাকা নেন ৷ কিন্তু তার পর তাঁরা আর কোনও ওয়েলনেস সেন্টার খোলেননি ৷ তাই লখনউয়ের ওম্যাক্স হাইটসের বাসিন্দা জ্যোৎস্না চৌহান বিভূত খন্দ থানায় এবং রোহিত বীর সিং নামে আরেক জন হজরতগঞ্জ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ৷

উত্তর প্রদেশের ওই দুই থানার তরফে ইতিমধ্যেই শিল্পা ও তাঁর মাকে নোটিস পাঠানো হয়েছে ৷ লখনউয়ের ডিসিপি (পূর্ব) সঞ্জীব সুমন জানান, তদন্তকারী আধিকারিক সোমবার মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ তিনি শিল্পা ও তাঁর মাকে জেরা করবেন ৷ যেহেতু শিল্পা একজন সেলিব্রিটি ও প্রভাবশালী, তাই এই অভিযোগের তদন্ত লখনউ পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়ে করছে ৷

আরও পড়ুন : Pornography case: রাজ-রিয়ানের জামিনের আবেদন খারিজ বম্বে হাইকোর্টে

প্রসঙ্গত, কয়েকদিন আগে গ্রেফতার করা হয় শিল্পার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ৷ তাঁর বিরুদ্ধে পর্ন ছবিতে অভিনয়ের জন্য অভিনেত্রীদের জোর করার অভিযোগ ৷ এছাড়াও এই ঘটনা সংক্রান্ত একাধিক অভিযোগে অভিযুক্ত তিনি ৷ আপাতত তিনি হাজতে রয়েছেন ৷ বারবার আবেদন করা সত্ত্বেও আদালত তাঁর জামিন মঞ্জুর করেনি ৷ মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত করছে ৷

এই ঘটনা নিয়ে বিব্রত শিল্পা নিজেও ৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তিনি ট্রোলড হয়েছেন ৷ এবার নিজেও আইনি জটে জড়িয়ে পড়লেন এই অভিনেত্রী ৷

আরও পড়ুন : Raj Kundra Shilpa Shetty: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.