ETV Bharat / sitara

বলিউডে 27-এ পা কিং খানের - video

গতকালই সিনেমার জগতে তাঁর 27 বছর পূর্ণ করেছেন রোম্য়ান্স কিং । দিনটি উদযাপন করার জন্য তিনি টুইটারে একটি ছোটো ভিডিয়ো আপলোড করেন । সেখানে দেখা যাচ্ছে, 'দিওয়ানা'-র জনপ্রিয় গান 'কোই না কোই চাহিয়ে'-র সঙ্গে বাইক চালিয়ে ক্যামেরার দিকে এগিয়ে আসছেন তিনি । সঙ্গে ধন্যবাদও জানান তিনি ভক্তদের ।

27-এ পা কিং খানের
author img

By

Published : Jun 26, 2019, 3:12 PM IST

দিল্লি : 1992 সালে 'দিওয়ানা' দিয়ে বলিউডে পথ চলা শুরু । অভিনয়ের জন্য জিতে নিয়েছিলেন ফিল্ম ফেয়ার বেস্ট মেল ডেবিউ অ্যাওয়ার্ড । পাশাপাশি মানুষের মনও । তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি তাঁকে । হিন্দি সিনেমার জগতে কাটিয়ে ফেলেছেন 27 টা বছর । তিনি আর কেউ নন, বলিউড বাদশা শাহরুখ খান ।

দিল্লিতে বেড়ে ওঠা শাহরুখের । সঙ্গে বাড়ছিল অভিনয়ের নেশাও । অভিনয় জগতে তাঁর প্রবেশ থিয়েটারের মাধ্যমে । এরপর তাঁকে 'ফৌজি', 'সার্কাস'-এর মতো হিন্দি ধারাবাহিকেও কাজ করতে দেখা গেছে ।

গতকালই সিনেমার জগতে তাঁর 27 বছর পূর্ণ করেছেন রোম্য়ান্স কিং । দিনটি উদযাপন করার জন্য তিনি টুইটারে একটি ছোটো ভিডিয়ো আপলোড করেন । সেখানে দেখা যাচ্ছে, 'দিওয়ানা'-র জনপ্রিয় গান 'কোই না কোই চাহিয়ে'-র সঙ্গে বাইক চালিয়ে ক্যামেরার দিকে এগিয়ে আসছেন তিনি । সঙ্গে ধন্যবাদও জানান তিনি ভক্তদের । বলেন, "জীবনের অর্ধেকটা সিনেমা জগতেই কাটিয়ে দিলাম । আপনাদের ধন্যবাদ ।"

ভিডিয়োয় তিনি আরও বলেন, "আমার ভক্তদের বিনোদন দেওয়ার চেষ্টা করে চলেছি আমি । কখনও আমি সফল হয়েছি, কখনও হইনি । আমাকে সহ্য করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।"

'ডর', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'দিল তো পাগল হ্যায়', 'কাল হো না হো', 'চক দে ইন্ডিয়া', 'কুচ কুচ হোতা হ্যায়'-র মতো ছবিগুলি তাঁর অভিনয়ের জার্নিকে আরও জনপ্রিয় ও স্মরণীয় করে তুলেছে ।

সারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা কিং খানকে ভালোবাসা পাঠিয়েছেন । ইন্টারনেটে #27GoldenYearsOfSRK এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে ।

দিল্লি : 1992 সালে 'দিওয়ানা' দিয়ে বলিউডে পথ চলা শুরু । অভিনয়ের জন্য জিতে নিয়েছিলেন ফিল্ম ফেয়ার বেস্ট মেল ডেবিউ অ্যাওয়ার্ড । পাশাপাশি মানুষের মনও । তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি তাঁকে । হিন্দি সিনেমার জগতে কাটিয়ে ফেলেছেন 27 টা বছর । তিনি আর কেউ নন, বলিউড বাদশা শাহরুখ খান ।

দিল্লিতে বেড়ে ওঠা শাহরুখের । সঙ্গে বাড়ছিল অভিনয়ের নেশাও । অভিনয় জগতে তাঁর প্রবেশ থিয়েটারের মাধ্যমে । এরপর তাঁকে 'ফৌজি', 'সার্কাস'-এর মতো হিন্দি ধারাবাহিকেও কাজ করতে দেখা গেছে ।

গতকালই সিনেমার জগতে তাঁর 27 বছর পূর্ণ করেছেন রোম্য়ান্স কিং । দিনটি উদযাপন করার জন্য তিনি টুইটারে একটি ছোটো ভিডিয়ো আপলোড করেন । সেখানে দেখা যাচ্ছে, 'দিওয়ানা'-র জনপ্রিয় গান 'কোই না কোই চাহিয়ে'-র সঙ্গে বাইক চালিয়ে ক্যামেরার দিকে এগিয়ে আসছেন তিনি । সঙ্গে ধন্যবাদও জানান তিনি ভক্তদের । বলেন, "জীবনের অর্ধেকটা সিনেমা জগতেই কাটিয়ে দিলাম । আপনাদের ধন্যবাদ ।"

ভিডিয়োয় তিনি আরও বলেন, "আমার ভক্তদের বিনোদন দেওয়ার চেষ্টা করে চলেছি আমি । কখনও আমি সফল হয়েছি, কখনও হইনি । আমাকে সহ্য করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।"

'ডর', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'দিল তো পাগল হ্যায়', 'কাল হো না হো', 'চক দে ইন্ডিয়া', 'কুচ কুচ হোতা হ্যায়'-র মতো ছবিগুলি তাঁর অভিনয়ের জার্নিকে আরও জনপ্রিয় ও স্মরণীয় করে তুলেছে ।

সারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা কিং খানকে ভালোবাসা পাঠিয়েছেন । ইন্টারনেটে #27GoldenYearsOfSRK এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে ।

Intro:Body:

Shah Rukh Khan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.