দেরাদুন : উত্তরাখণ্ডে চলছিল আপকামিং ছবি 'জার্সি'-র শুটিং । সম্প্রতি এই ছবির শুটিং শেষ করলেন শাহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুর ।
টুইটারে ছবির শুটিং শেষ হওয়ার কথা শেয়ার করেছেন শাহিদ । পাশাপাশি উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি । লেখেন, "#জার্সি-র শুটিং শেষ হল । এই রাজ্যের একাধিক সুন্দর জায়গায় আমরা শুটিং করেছি । আর এই পরিস্থিতির মধ্যে সুরক্ষিতভাবে শুটিং শেষ করতে পারার জন্য রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাই ।"
-
It’s a wrap on this schedule of #Jersey. I would like to thank the Govt of Uttarakhand for supporting and putting in place efficient policies that enabled us to safely shoot and wrap the schedule of our film in the many beautiful locations of the state.
— Shahid Kapoor (@shahidkapoor) October 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It’s a wrap on this schedule of #Jersey. I would like to thank the Govt of Uttarakhand for supporting and putting in place efficient policies that enabled us to safely shoot and wrap the schedule of our film in the many beautiful locations of the state.
— Shahid Kapoor (@shahidkapoor) October 18, 2020It’s a wrap on this schedule of #Jersey. I would like to thank the Govt of Uttarakhand for supporting and putting in place efficient policies that enabled us to safely shoot and wrap the schedule of our film in the many beautiful locations of the state.
— Shahid Kapoor (@shahidkapoor) October 18, 2020
শাহিদের পাশাপাশি উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ম্রুণালও । তিনি লেখেন, "কোরোনা পরিস্থিতির মধ্যে সুরক্ষিতভাবে শুটিং শেষ করতে পেরেছি আমরা । এই সাহায্যের জন্য উত্তরাখণ্ড সরকারকে অনেক ধন্যবাদ । রাজ্যের একাধিক সুন্দর জায়গায় আমরা শুটিং করেছি ।"
-
I would like to thank the Govt of Uttarakhand for supporting and putting in place efficient policies that enabled us to safely shoot and wrap the schedule of our film Jersey in the beautiful locations of the state.@tsrawatbjp @dipr_uk #ksChauhan
— Mrunal Thakur (@mrunal0801) October 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I would like to thank the Govt of Uttarakhand for supporting and putting in place efficient policies that enabled us to safely shoot and wrap the schedule of our film Jersey in the beautiful locations of the state.@tsrawatbjp @dipr_uk #ksChauhan
— Mrunal Thakur (@mrunal0801) October 18, 2020I would like to thank the Govt of Uttarakhand for supporting and putting in place efficient policies that enabled us to safely shoot and wrap the schedule of our film Jersey in the beautiful locations of the state.@tsrawatbjp @dipr_uk #ksChauhan
— Mrunal Thakur (@mrunal0801) October 18, 2020
এটি আসলে তেলুগু ছবি 'জার্সি'-র হিন্দি রিমেক । এখানে অর্জুন রায়চাঁদ নামে এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । যার ক্রিকেটের ক্যারিয়ার একেবারেই ব্যর্থ । তবে 30 বছর বয়সে ছেলের ইচ্ছাপূরণের জন্য সে ভারতের জন্য খেলবে বলে ঠিক করে । আর এই ছবিতে শাহিদের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁর বাবা ও অভিনেতা পঙ্কজ কাপুরকে । ছবিটি পরিচালনা করছেন গৌতম তিন্নাউরি ।
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও শাহিদের একাধিক ছবির শুটিং হয়েছে উত্তরাখণ্ডে । তার মধ্যে 'বাত্তি গুল মিটার চালু' ও 'কবির সিং' অন্যতম ।