ETV Bharat / sitara

বাংলা মিউজ়িক ভিডিয়োতে এবার স্নেহা উল্লাল - sneha ullal

পরিচালক আকাশ সেনের একটি মিউজ়িক ভিডিয়োতেই দেখা যাবে স্নেহাকে। অ্যালবামে দেখা যাবে সুরাজ কুমার ও আকাশকে।

স্নেহা উল্লাল
author img

By

Published : May 16, 2019, 11:39 AM IST

কলকাতা: 'লাকি-নো টাইম ফর লাভ' ছবিতে সলমান খানের বিপরীতে ডেবিউ করেছিলেন তিনি। আজ সেভাবে বলিউডে দেখা না গেলেও দক্ষিণী ছবিতে কাজ করছেন চুটিয়ে। কথা হচ্ছে অভিনেত্রী স্নেহা উল্লালকে নিয়ে। এবার বাংলা মিউজ়িক ভিডিয়োতে কাজ করতে চলেছেন তিনি।

পরিচালক আকাশ সেনের একটি মিউজ়িক ভিডিয়োতেই দেখা যাবে স্নেহাকে। অ্যালবামে দেখা যাবে সুরাজ কুমার ও আকাশকে।


'লাকি-নো টাইম ফর লাভ' ছবি দিয়ে শুরু করলেও ছবিটি সেভাবে সাফল্য পায়নি। দ্বিতীয় ছবি 'আরিয়ান' ছিল সোহেল খানের বিপরীতে। কিন্তু, সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর থেকেই তেমন ভালো স্ক্রিপ্টে কাজ পাননি অভিনেত্রী। ফলে বলিউড ছেড়ে তিনি পাড়ি জমাতে যান দক্ষিণী ছবিতে। তেলুগু, কন্নড়, তামিল সহ বাংলাদেশের বেশ কয়েকটি ছবিতে কাজ করেন তিনি। এবার বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন স্নেহা। তাই এই মিউজ়িক ভিডিয়োতে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

কলকাতা: 'লাকি-নো টাইম ফর লাভ' ছবিতে সলমান খানের বিপরীতে ডেবিউ করেছিলেন তিনি। আজ সেভাবে বলিউডে দেখা না গেলেও দক্ষিণী ছবিতে কাজ করছেন চুটিয়ে। কথা হচ্ছে অভিনেত্রী স্নেহা উল্লালকে নিয়ে। এবার বাংলা মিউজ়িক ভিডিয়োতে কাজ করতে চলেছেন তিনি।

পরিচালক আকাশ সেনের একটি মিউজ়িক ভিডিয়োতেই দেখা যাবে স্নেহাকে। অ্যালবামে দেখা যাবে সুরাজ কুমার ও আকাশকে।


'লাকি-নো টাইম ফর লাভ' ছবি দিয়ে শুরু করলেও ছবিটি সেভাবে সাফল্য পায়নি। দ্বিতীয় ছবি 'আরিয়ান' ছিল সোহেল খানের বিপরীতে। কিন্তু, সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর থেকেই তেমন ভালো স্ক্রিপ্টে কাজ পাননি অভিনেত্রী। ফলে বলিউড ছেড়ে তিনি পাড়ি জমাতে যান দক্ষিণী ছবিতে। তেলুগু, কন্নড়, তামিল সহ বাংলাদেশের বেশ কয়েকটি ছবিতে কাজ করেন তিনি। এবার বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন স্নেহা। তাই এই মিউজ়িক ভিডিয়োতে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

Intro:বাংলা মিউজিক অ্যালবামে প্রথমবার দেখা যাবে বলিউড অভিনেত্রী স্নেহা উল্লাল কে

অমিত চক্রবর্তী,কলকাতা: অভিনেত্রী স্নেহা উল্লাল বলিউডে প্রদত্ত প্রকাশ করেছিলেন সালমান খানের বিপরীতে লাকি নো টাইম ফর লাভ' ছবিতে অভিনয় দিয়ে। ছবি একদমই চলে নি কিন্তু, তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার একমাত্র কারণ তাকে দেখতে লাগতো অনেকটা বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায়ের মতন। এবং তার মধ্যে অনেক মিল ছিল ঐশ্বর্য রায়ের সঙ্গে। সালমান খানের সঙ্গে প্রথম ছবি একদমই চলল না। এরপর এল সোহেল খানের ছবি আরিয়ান যে ছবি ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল। এরপর বলিউডে মাঝারি মাপের কিছু ছবি করলেও তার কোনটাই দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি। তাই স্নেহা উল্লাল তেলেগু, কান্নাডা ও বাংলাদেশি ছবিতে অভিনয় করার জন্য বলিউড ত্যাগ করেন। তবে এবার আবারও খবরের শিরোনামে কারণ প্রথমবার এক বাঙালি পরিচালক আকাশ সেন এর হাত ধরে একটি বাংলা মিউজিক অ্যালবাম এ প্রথমবার কাজ করতে চলেছেন। যে অ্যালবামে তার বিপরীতে রয়েছেন সুরাজ কুমার ও পরিচালক আকাশ সেন।


Body:প্রথম বার বাংলা মিউজিক ভিডিও অ্যালবাম এ কাজ করার প্রসঙ্গে জানা গেল, তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তার আগে তাকে এই বাংলা ইন্ডাস্ট্রি কিভাবে গ্রহণ করবে সেটা জানতে তিনি এই মিউজিক ভিডিওতে কাজ করার সিদ্ধান্ত নেন। এখানে তিনি একজন অভিনেত্রী যিনি সাফল্যের সন্ধানে রয়েছেন। আর তাকে সফল করবার জন্য এগিয়ে আসেন তাঁর বয়ফ্রেন্ড সুরাজ কুমার। কিন্তু সফল হওয়ার পরেই স্নেহা তাই বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে, প্রডিউসার কে বিয়ে করার সিদ্ধান্ত নেন।কিন্তু বিয়ের দিনই তিনি বুঝতে পারেন সুরা তার জীবনের একমাত্র ভালোবাসা তাই সে তার আসল ভালোবাসা তাকে ফেরত চলে যায়।


Conclusion:ছবি মেলে সেন্ড।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.