মুম্বই : কিছুদিন আগেই মালদ্বীপে মা ও ভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন সারা আলি খান । ছুটি কাটিয়ে ফেরার পরই জুহুর শনি মন্দিরে পুজো দিতে যান তিনি । সঙ্গে ছিলেন মা অমৃতা সিং এ পরিবারের অন্য সদস্যরা ।
আজ সকালেই শনি মন্দিরে পুজো দিতে যান সারা । সব নিয়ম মেনে সবার সঙ্গে পুজো দেন তিনি । খুবই সাধারণ লুকে দেখা গিয়েছিল সারা ও অমৃতাকে । সাদা রঙের সারারা সুট পরেন সারা । মন্দির থেকে বেরিয়ে পাপারাৎজ়িদের অনুরোধে ক্যামেরার সামনে কয়েক সেকেন্ডের জন্য পোজ়ও দেন তিনি ।
কিছুদিন আগেই অমৃতা ও ইব্রাহিমের সঙ্গে মালদ্বীপে ঘুরতে যান সারা । সেখানে মোহময়ী রূপে দেখা গিয়েছিল তাঁকে । জলের মধ্যে বিকিনি পরে একাধিক ছবি তোলেন তিনি । সেই ছবি আবার সোশাল মিডিয়ায় শেয়ারও করেন । তাঁর পোস্ট করা ছবির মধ্যে বেশিরভাগটাই অমৃতা সিং তুলেছিলেন বলে জানা গেছে ।
কাজের দিক থেকে এখন 'কুলি নম্বর ১' ছবির শুটিং নিয়ে ব্যস্ত সারা । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এটি আসলে 1995 সালে গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত ছবি 'কুলি নম্বর 1'-এর রিমেক । এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে । সব ঠিক থাকলে 1 মে মুক্তি পাবে ছবিটি ।
এছাড়াও আরও একটি ছবি রয়েছে তাঁর ঝুলিতে । পরিচালক ইমতিয়াজ় আলির একটি ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করেছেন তিনি । তবে ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি ।