মুম্বই : ইতিমধ্যেই সিনেমা ও ধারাবাহিকের শুটিং করার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার । আর সেই অনুমতি পেয়েই পরবর্তী ছবির বাকি থাকা শুটিং করতে হায়দরাবাদে যাবেন পরিচালক সঞ্জয় গুপ্ত । রামোজি ফিল্ম সিটিতে হবে শুটিং । তাঁর পরবর্তী ছবির নাম 'মুম্বই সাগা'। একাধিক তারকাকে দেখা যাবে এই ছবিতে ।
লকডাউনের আগে ছবির শুটিং শুরু করে দিয়েছিলেন পরিচালক । কিন্তু, লকডাউনের জেরে বন্ধ করে দিতে বাধ্য হন শুটিং । তবে এখন শুটিংয়ের অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার । আর সেই মতোই ছবির বাকি থাকা অংশের শুটিং করতে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে যাবেন বলে জানিয়েছেন পরিচালক নিজেই ।
এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, "আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে । যেটুকু অংশের শুটিং বাকি রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই কাজ করছে আমার টিম । কিছুটা শুটিং বাকি রয়েছে । যা হবে রামোজি ফিল্ম সিটিতে । সেখানে দুটি সেট তৈরি করতে হবে । তার মধ্যেই হবে শুটিংয়ের কাজ ।"
তিনি আরও বলেন, "এখান থেকে আমরা খুব কম সংখ্যক কর্মীকে নিয়ে যাব শুটিংয়ের জন্য । কারণ নিরাপত্তার কথাও মাথায় রাখতে হবে । সেখানে আমরা প্রয়োজনীয় পদক্ষেপও করব । সব বিধিনিষেধ মেনেই শুটিং করা হবে । নিরাপত্তার দিক থেকে আমি পুরোপুরি সতর্ক হয়তো থাকতে পারব না । তবে চাই না আমার জন্য কেউ সমস্যায় পড়ুক ।"
এই ছবিতে অভিনয় করছেন জন আব্রাহাম, সুনীল শেট্টি, ইমরান হাসমি ও গুলশন গ্রোভার ।