ETV Bharat / sitara

তোমায় প্রতিদিন মিস করি মা : সঞ্জয় দত্ত - সঞ্জয় দত্তের খবর

নার্গিসের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ সঞ্জয় দত্ত । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন থ্রোব্য়াক ছবি ।

sanjay dutt remembers his mother on death anniversary
sanjay dutt remembers his mother on death anniversary
author img

By

Published : May 3, 2020, 4:48 PM IST

মুম্বই : মা নার্গিসের খুব কাছের ছিলেন সঞ্জয় দত্ত । মায়ের অকালপ্রয়াণে সেই সময় দিশাহারা হয়ে গেছিলেন সঞ্জয় । অনেকটা না পাওয়া জমে আছে তাঁর মধ্যে । এখনও মা-কে মিস করেন তিনি । আজ নার্গিসের 39 তম মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ সঞ্জয় ।

মায়ের সঙ্গে একটি সাদা-কালো ছবি শেয়ার সঞ্জয় লিখেছেন, "39 বছর হয়ে গেল তুমি আমাদের ছেড়ে চলে গেছ । তবে আমি জানি তুমি সবসময় পাশে আছ । তবে তুমি আমার কাছে থাকতে পারতে, আজ আর প্রতিদিন.."

মা-কে হারানোর কষ্ট এখনও কুড়ে খায় সঞ্জয়কে । বললেন, "তোমায় ভালোবাসি, আজও প্রতিদিন তোমায় মিস করি মা.."

কোরোনা মোকাবিলায় হাত খুলে দান করছেন সঞ্জয় । মুম্বইয়ের প্রায় হাজারটি পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন তিনি । 'সাভারকর শেল্টার'-এর সঙ্গে হাত মিলিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন অভিনেতা ।

বোরিভলি থেকে বান্দ্রার সমস্ত বস্তিগুলোতে সঞ্জয় দত্ত পৌঁছে দিচ্ছেন ত্রাণ ।

মুম্বই : মা নার্গিসের খুব কাছের ছিলেন সঞ্জয় দত্ত । মায়ের অকালপ্রয়াণে সেই সময় দিশাহারা হয়ে গেছিলেন সঞ্জয় । অনেকটা না পাওয়া জমে আছে তাঁর মধ্যে । এখনও মা-কে মিস করেন তিনি । আজ নার্গিসের 39 তম মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ সঞ্জয় ।

মায়ের সঙ্গে একটি সাদা-কালো ছবি শেয়ার সঞ্জয় লিখেছেন, "39 বছর হয়ে গেল তুমি আমাদের ছেড়ে চলে গেছ । তবে আমি জানি তুমি সবসময় পাশে আছ । তবে তুমি আমার কাছে থাকতে পারতে, আজ আর প্রতিদিন.."

মা-কে হারানোর কষ্ট এখনও কুড়ে খায় সঞ্জয়কে । বললেন, "তোমায় ভালোবাসি, আজও প্রতিদিন তোমায় মিস করি মা.."

কোরোনা মোকাবিলায় হাত খুলে দান করছেন সঞ্জয় । মুম্বইয়ের প্রায় হাজারটি পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন তিনি । 'সাভারকর শেল্টার'-এর সঙ্গে হাত মিলিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন অভিনেতা ।

বোরিভলি থেকে বান্দ্রার সমস্ত বস্তিগুলোতে সঞ্জয় দত্ত পৌঁছে দিচ্ছেন ত্রাণ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.