ETV Bharat / sitara

অসুস্থতা কাটিয়ে শুটে ফিরছেন সঞ্জয় ? - সঞ্জয় দত্তের খবর

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত । তবে মনের জোর থাকলে কোনও বাধাই বাধা নয়, প্রমাণ করলেন অভিনেতা । তাই খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরবেন তিনি । ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।

Sanjay dutt back in action
Sanjay dutt back in action
author img

By

Published : Oct 16, 2020, 4:38 PM IST

মুম্বই : 'KGF চ্যাপটার 2' ছবির মাধ্যমে সঞ্জয় দত্ত কন্নড় ছবিতে ডেবিউ করতে চলেছেন । তাঁর ভিলেন লুক দেখে ফ্যানেরা রীতিমতো পাগল হয়ে উঠেছেন । প্রজেক্টটি নিয়ে নিজেও বেশ উচ্ছ্বসিত সঞ্জয় । তাই ক্যানসারের থাবাকে উপেক্ষা করে শুটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি ।

জীবনে অনেক প্রতিকূলতা পেরিয়ে এসেছেন সঞ্জয় । তবে হেরে যাননি । বারবার তিনি অভিনয়তেই আশ্রয় খুঁজে নিয়েছেন । হারিয়ে যেতে যেতেও ফিরে এসেছেন । ক্যানসার তাঁর জীবনের একটা অধ্যায় মাত্র, যা তিনি খুব তাড়াতাড়ি অতিক্রম করবেন...নিজেই জানিয়েছেন সঞ্জয় ।

ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেতা । কালো টি-শার্ট আর কার্গো প্যান্টে তাঁকে লাগছে স্মার্ট । নতুন হেয়ারস্টাইলের সঙ্গে উপযুক্ত সানগ্লাসও বেছে নিয়েছেন সঞ্জয় । অসুস্থতার কোনও চিহ্ন নেই তাঁর ছবিতে ।

ক্যাপশনে লেখা, "অধীরা-হয়ে ওঠার জন্য প্রস্তুত হচ্ছি ।" 'KGF চ্যাপটার 2' ছবিতে অধীরার চরিত্রেই দেখা যাবে সঞ্জয়কে । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : 'KGF চ্যাপটার 2' ছবির মাধ্যমে সঞ্জয় দত্ত কন্নড় ছবিতে ডেবিউ করতে চলেছেন । তাঁর ভিলেন লুক দেখে ফ্যানেরা রীতিমতো পাগল হয়ে উঠেছেন । প্রজেক্টটি নিয়ে নিজেও বেশ উচ্ছ্বসিত সঞ্জয় । তাই ক্যানসারের থাবাকে উপেক্ষা করে শুটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি ।

জীবনে অনেক প্রতিকূলতা পেরিয়ে এসেছেন সঞ্জয় । তবে হেরে যাননি । বারবার তিনি অভিনয়তেই আশ্রয় খুঁজে নিয়েছেন । হারিয়ে যেতে যেতেও ফিরে এসেছেন । ক্যানসার তাঁর জীবনের একটা অধ্যায় মাত্র, যা তিনি খুব তাড়াতাড়ি অতিক্রম করবেন...নিজেই জানিয়েছেন সঞ্জয় ।

ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেতা । কালো টি-শার্ট আর কার্গো প্যান্টে তাঁকে লাগছে স্মার্ট । নতুন হেয়ারস্টাইলের সঙ্গে উপযুক্ত সানগ্লাসও বেছে নিয়েছেন সঞ্জয় । অসুস্থতার কোনও চিহ্ন নেই তাঁর ছবিতে ।

ক্যাপশনে লেখা, "অধীরা-হয়ে ওঠার জন্য প্রস্তুত হচ্ছি ।" 'KGF চ্যাপটার 2' ছবিতে অধীরার চরিত্রেই দেখা যাবে সঞ্জয়কে । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.