ETV Bharat / sitara

সলমনের কৃষ্ণসার হরিণ মামলা, নকল হলফনামার অভিযোগ খারিজ

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানকে চূড়ান্ত রায় শোনাল জেলা ও দায়রা আদালত । তাঁর বিরুদ্ধে ভুল হলফনামা জমা দেওয়ার অভিযোগ খারিজ করল আদালত ।

Salman Khan's Arms Act verdict
Salman Khan's Arms Act verdict
author img

By

Published : Feb 11, 2021, 5:05 PM IST

যোধপুর (রাজস্থান) : কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নকল হলফনামা জমা দেওয়ার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে । তবে সেই অভিযোগ খারিজ করল যোধপুর জেলা ও দায়রা আদালত ।

1998 সালে যোধপুরের একটি গ্রামে দু’টি কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সলমন খানকে । অস্ত্র আইনে সলমনকে তাঁর লাইসেন্স জমা করার নির্দেশ দেয় আদালত । তবে লাইসেন্স খোয়া গিয়েছে বলে হলফনামা জমা দেন অভিনেতা ।

  • Jodhpur District and Sessions Court dismissed both the pleas of the State Government, in a detailed order. We had replied in 2006 itself that no false affidavits were presented and such pleas are being furnished only to disturb Salman Khan: Salman Khan's lawyer, Hastimal Saraswat https://t.co/TakjbNmVbg pic.twitter.com/nkiOaMB3Pm

    — ANI (@ANI) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি জানা গিয়েছে যে, সেই হলফনামা মিথ্যে । সেখানে জানানো হয়েছিল যে, সলমনের লাইসেন্স হারিয়ে গিয়েছে এবং তার জন্য বান্দ্রা পুলিশে একটি এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি । কিন্তু আদতে সলমনের লাইসেন্স রিনিউ করার জন্য পাঠানো হয়েছিল ।

ভুল হলফনামা জমা দেওয়ার অভিযোগ স্বীকার করে নেন সলমন । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 9 ফেব্রুয়ারি হওয়া শুনানিতে ক্ষমা চেয়ে নেন অভিনেতা । তাঁর আইনজীবী হস্তিমাল সারস্বত আদালতকে জানান যে, হলফনামাটি ভুল করে জমা পড়ে গিয়েছিল । কাজের চাপে ভুলবশত এই কাজ করে ফেলেছেন সলমন । অনিচ্ছাকৃত এই ভুলের জন্য অভিনেতাকে ক্ষমা করে দেওয়ার আর্জি জানান সারস্বত ।

আরও পড়ুন : কৃষ্ণসার হত্যা মামলায় আদালতে গরহাজির সলমান, পিছোল শুনানি

এদিকে সরকারি আইনজীবী ভবানী সিং ভাটি দাবি করেন যে, তদন্তকে ভুল পথে চালনা করার অপরাধে অভিনেতার বিরুদ্ধে নতুন মামলা হওয়া উচিত ।

আজ অর্থাৎ 11 ফেব্রুয়ারি এই বিষয়ে রায় শোনাল যোধপুর জেলা ও দায়রা আদালত । সলমনের বিরুদ্ধে ভুল হলফনামা জমা করার অভিযোগ খারিজ করে দিল আদালত । এ.এন.আই-এর অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়েছে খবরটি ।

যোধপুর (রাজস্থান) : কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নকল হলফনামা জমা দেওয়ার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে । তবে সেই অভিযোগ খারিজ করল যোধপুর জেলা ও দায়রা আদালত ।

1998 সালে যোধপুরের একটি গ্রামে দু’টি কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সলমন খানকে । অস্ত্র আইনে সলমনকে তাঁর লাইসেন্স জমা করার নির্দেশ দেয় আদালত । তবে লাইসেন্স খোয়া গিয়েছে বলে হলফনামা জমা দেন অভিনেতা ।

  • Jodhpur District and Sessions Court dismissed both the pleas of the State Government, in a detailed order. We had replied in 2006 itself that no false affidavits were presented and such pleas are being furnished only to disturb Salman Khan: Salman Khan's lawyer, Hastimal Saraswat https://t.co/TakjbNmVbg pic.twitter.com/nkiOaMB3Pm

    — ANI (@ANI) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি জানা গিয়েছে যে, সেই হলফনামা মিথ্যে । সেখানে জানানো হয়েছিল যে, সলমনের লাইসেন্স হারিয়ে গিয়েছে এবং তার জন্য বান্দ্রা পুলিশে একটি এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি । কিন্তু আদতে সলমনের লাইসেন্স রিনিউ করার জন্য পাঠানো হয়েছিল ।

ভুল হলফনামা জমা দেওয়ার অভিযোগ স্বীকার করে নেন সলমন । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 9 ফেব্রুয়ারি হওয়া শুনানিতে ক্ষমা চেয়ে নেন অভিনেতা । তাঁর আইনজীবী হস্তিমাল সারস্বত আদালতকে জানান যে, হলফনামাটি ভুল করে জমা পড়ে গিয়েছিল । কাজের চাপে ভুলবশত এই কাজ করে ফেলেছেন সলমন । অনিচ্ছাকৃত এই ভুলের জন্য অভিনেতাকে ক্ষমা করে দেওয়ার আর্জি জানান সারস্বত ।

আরও পড়ুন : কৃষ্ণসার হত্যা মামলায় আদালতে গরহাজির সলমান, পিছোল শুনানি

এদিকে সরকারি আইনজীবী ভবানী সিং ভাটি দাবি করেন যে, তদন্তকে ভুল পথে চালনা করার অপরাধে অভিনেতার বিরুদ্ধে নতুন মামলা হওয়া উচিত ।

আজ অর্থাৎ 11 ফেব্রুয়ারি এই বিষয়ে রায় শোনাল যোধপুর জেলা ও দায়রা আদালত । সলমনের বিরুদ্ধে ভুল হলফনামা জমা করার অভিযোগ খারিজ করে দিল আদালত । এ.এন.আই-এর অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়েছে খবরটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.