ETV Bharat / sitara

কোরোনার কথা মাথায় রেখে জন্মদিন সেলিব্রেশন বাতিল করলেন সলমন - সলমন খানের খবর

কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই বছর জন্মদিনের কোনও সেলিব্রেশন করবেন না সলমন খান । শোনা যাচ্ছে তিনি এই বছরটা কাজের মধ্যেই কাটাবেন ।

salman khan birthday celebration
salman khan birthday celebration
author img

By

Published : Dec 17, 2020, 9:40 PM IST

মুম্বই : প্রত্যেক বছর 27 ডিসেম্বর তারিখটার দিকে তাকিয়ে থাকে সলমন খানের অসংখ্য অনুরাগীরা । সেদিনই অভিনেতার জন্মদিন । প্রতিবছর সলমন ধুমধাম করে পালন করেন নিজের জন্মদিন । আর সঙ্গে থাকেন তাঁর অনুরাগী ও সংমাদমাধ্যমের বন্ধুরাও । তবে এই বছর এসব কিছুই হচ্ছে না ।

শোনা যাচ্ছে, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সলমন নিজের জন্মদিন পালন করবেন না । পানভেলের ফার্মহাউজ়েও যাবেন না তিনি এই বছর । প্রতিবার এই ফার্মহাউজ়েই পালিত হত তাঁর জন্মদিন । তবে এই বছরে সেসব কিছুই চাইছেন না তিনি । কোনওরকম জনসমাগম হোক, তা একদম না পসন্দ ভাইজানের ।

তাছাড়া লকডাউনের কারণে সলমনের অনেক কাজ বাকি পড়ে রয়েছে । আপাতত 'অন্তিম'-এর শুটিং করছেন তিনি । 27 ডিসেম্বর সেই ছবির সেটেই থাকবেন তিনি । কাজের মধ্যেই কাটাবেন জন্মদিন ।

তবে এই খবরের সত্যতা যাচাই করেনি ETV ভারত । সলমন খান অফিশিয়ালি কিছুই জানাননি ।

মুম্বই : প্রত্যেক বছর 27 ডিসেম্বর তারিখটার দিকে তাকিয়ে থাকে সলমন খানের অসংখ্য অনুরাগীরা । সেদিনই অভিনেতার জন্মদিন । প্রতিবছর সলমন ধুমধাম করে পালন করেন নিজের জন্মদিন । আর সঙ্গে থাকেন তাঁর অনুরাগী ও সংমাদমাধ্যমের বন্ধুরাও । তবে এই বছর এসব কিছুই হচ্ছে না ।

শোনা যাচ্ছে, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সলমন নিজের জন্মদিন পালন করবেন না । পানভেলের ফার্মহাউজ়েও যাবেন না তিনি এই বছর । প্রতিবার এই ফার্মহাউজ়েই পালিত হত তাঁর জন্মদিন । তবে এই বছরে সেসব কিছুই চাইছেন না তিনি । কোনওরকম জনসমাগম হোক, তা একদম না পসন্দ ভাইজানের ।

তাছাড়া লকডাউনের কারণে সলমনের অনেক কাজ বাকি পড়ে রয়েছে । আপাতত 'অন্তিম'-এর শুটিং করছেন তিনি । 27 ডিসেম্বর সেই ছবির সেটেই থাকবেন তিনি । কাজের মধ্যেই কাটাবেন জন্মদিন ।

তবে এই খবরের সত্যতা যাচাই করেনি ETV ভারত । সলমন খান অফিশিয়ালি কিছুই জানাননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.