ETV Bharat / sitara

দেহরক্ষীর জন্মদিন সেলিব্রেট করলেন সলমন, তবে খেলেন না কেক - সলমন খানের খবর

দেহরক্ষী জগরাজ ঘুমন ওরফে জগ্গীর জন্মদিন পালন করলেন সলমন খান । তবে মুখে কেক ছুঁইয়েও দেখলেন না তিনি । ভাইরাল ভিডিয়ো ।

salman khan refused eating cake
salman khan refused eating cake
author img

By

Published : Dec 14, 2020, 11:36 AM IST

Updated : Dec 14, 2020, 12:18 PM IST

মুম্বই : দেহরক্ষীদের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক বজায় রাখেন সলমন খান । তাঁদের ভালোলাগা-খারাপলাগায় সামিল হন তিনি । ব্যস্ততা যতই থাকুক না কেন, দেহরক্ষীদের জন্মদিন পালন করতে ভোলেন না সলমন ।

সম্প্রতি মুম্বইয়ের এক ফিল্ম সিটিতেই দেহরক্ষী জগ্গীর জন্মদিন পালন করলেন ভাইজান । সেলিব্রেশনের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । তবে ভিডিয়োটি লোকের চোখ টানছে অন্য কারণে ।

সেলিব্রেশনের ভিডিয়োতে সলমন খানকে জন্মদিনের গান গাইতে শোনা যায় । তবে জগ্গী যখনই তাঁকে কেক খাওয়াতে আসেন, সলমন একবারের জন্য মুখ ঠেকান না সেই টুকরোতে ।

এই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই কাজ করেছেন সলমন বোঝা যাচ্ছে । নিজের সঙ্গে অন্য লোকদের স্বাস্থ্যের কথাও চিন্তা করেছেন তিনি । তবে সোশাল মিডিয়ায় অনেকেই বিষয়টিকে ভালোভাবে নেননি ।

জগ্গী নিজে শেয়ার করেছেন সেই সেলিব্রেশনের ভিডিয়ো । দেখে নিন...

মুম্বই : দেহরক্ষীদের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক বজায় রাখেন সলমন খান । তাঁদের ভালোলাগা-খারাপলাগায় সামিল হন তিনি । ব্যস্ততা যতই থাকুক না কেন, দেহরক্ষীদের জন্মদিন পালন করতে ভোলেন না সলমন ।

সম্প্রতি মুম্বইয়ের এক ফিল্ম সিটিতেই দেহরক্ষী জগ্গীর জন্মদিন পালন করলেন ভাইজান । সেলিব্রেশনের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । তবে ভিডিয়োটি লোকের চোখ টানছে অন্য কারণে ।

সেলিব্রেশনের ভিডিয়োতে সলমন খানকে জন্মদিনের গান গাইতে শোনা যায় । তবে জগ্গী যখনই তাঁকে কেক খাওয়াতে আসেন, সলমন একবারের জন্য মুখ ঠেকান না সেই টুকরোতে ।

এই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই কাজ করেছেন সলমন বোঝা যাচ্ছে । নিজের সঙ্গে অন্য লোকদের স্বাস্থ্যের কথাও চিন্তা করেছেন তিনি । তবে সোশাল মিডিয়ায় অনেকেই বিষয়টিকে ভালোভাবে নেননি ।

জগ্গী নিজে শেয়ার করেছেন সেই সেলিব্রেশনের ভিডিয়ো । দেখে নিন...

Last Updated : Dec 14, 2020, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.