মুম্বই : বলিউডের অন্যতম বড় সেনসেশন এখন তইমুর আলি খান । তার জনপ্রিয়তা কোনও তারকাদের থেকে কম নয় । তাকে নিয়ে উৎসাহের কোনও কমতি নেই পাপারাৎজ়িদের । তাই তইমুরের জন্মদিনের পার্টিতে ভিড় জমিয়েছিলেন পাপারাৎজ়িরা ।
অন্যান্য দিনের মতোই ছবি তুলে চলে আসতে পারতেন তারা । কিন্তু, মন ভরিয়ে দিলেন সইফ ও করিনা । পাপারাৎজ়িদের জন্য এক আস্ত কেক আনালেন তাঁরা । সঙ্গে খাবারের প্যাকেটও ।
কেক নিয়ে এসে সইফ বললেন, "তইমুরের তরফ থেকে এই কেক । সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য । প্লিজ় খেয়ে নিন, ফেলে দেবেন না ।"
বলতে বলতে পিছনে হাজির করিনা । তিনিও হাত জোড় করে ধন্যবাদ জানালেন পাপারাৎজ়িদের । তাদের ছুরি ও টিশু পেপার দেওয়া হয়েছে কিনা সেই খোঁজও নিলেন । দেখে নিন ভিডিয়ো...
তইমুরকে ETV ভারত সিতারার তরফ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।