মুম্বই : বাহুবলী টু-র পর 'সাহো' ছবিতে ফিরছেন হার্টথ্রব প্রভাস। আজ সামনে এসেছে ছবির ফার্স্ট লুক। ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ সহ আরও অনেক বলিউড স্টার।
প্রভাস যদিও আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সারপ্রাইজ়ের ইঙ্গিত দিয়েছিলেন। লিখেছিলেন, "হ্যালো বন্ধুরা...তোমাদের জন্য একটা সারপ্রাইজ় আসতে চলেছে আগামীকাল। সঙ্গে থাকো।"
- View this post on Instagram
Hello darlings... A surprise coming your way, tomorrow. Stay tuned... #SaahoSurprise
">
প্রথম পোস্টারে প্রভাসের লুক দেখে প্রশংসা করেছেন অনেকেই। কল্পবিজ্ঞানের উপর তৈরি এই ছবিতে আরও একটু রহস্য যোগ করছে প্রভাসের এই লুক।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বিগ বাজেট ছবি 'সাহো'। থ্রিলের সঙ্গে সঙ্গে এখানে রয়েছে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সও। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৫ অগাস্ট।