ETV Bharat / sitara

দিল্লির পরিস্থিতি নিয়ে এখন চুপ থাকাই ভালো : রোহিত শেট্টি - সূর্যবংশী

দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এখন কোনও মন্তব্য না করাই ভালো । এর ফলে দেশে শান্তি বজায় থাকবে বলে মনে করেন পরিচালক রোহিত শেট্টি ।

ংন
ংমন
author img

By

Published : Mar 2, 2020, 6:18 PM IST

মুম্বই : CAA বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি । একে অপরের দিকে পাথর ছোড়া থেকে শুরু করে দোকান ও গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা । এই ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের । জখম শতাধিক । এই পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন বলিউডের একাধিক তারকা । আর এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন পরিচালক রোহিত শেট্টি । কোনওরকম গুজবে কান না দিয়ে ফ্যানদের শান্তি বজায় রাখার বার্তা দেন তিনি ।

আজ মুক্তি পেয়েছে রোহিত শেট্টির পরবর্তী ছবি 'সূর্যবংশী'-র ট্রেলার । এই ছবিতেও সন্ত্রাসবাদ ও ধর্মীয় ভেদাভেদকে তুলে ধরা হয়েছে । পুরোদস্তুর অ্যাকশন ছবি এটি । ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় রোহিতকে । তার উত্তরে তিনি বলেন, "দিল্লিতে ও দেশের মধ্যে যা ঘটছে তা খুবই সিরিয়াস ইশু । সব থেকে বড় বিষয় হল মুম্বইতে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আমরা রয়েছি । আর আমরা কথা বলছি দিল্লির পরিস্থিতি নিয়ে । এখানে দাঁড়িয়ে মন্তব্য করা খুব সহজ । ওখানে যাঁরা পরিস্থিতির শিকার হচ্ছেন তাঁরাই একমাত্র বুঝতে পারছেন । অনেকেই এ বিষয় নিয়ে মন্তব্য রাখছেন । যার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে । যদিও আমার মনে হয় এই পরিস্থিতিতে চুপ করে থেকে শান্তি বজায় রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ । প্রশাসন, সরকার ও মানুষ দিল্লির এই পরিস্থিতি ঠিক করতে কাজ করছেন । সত্যিটা আমরা অনেকেই জানি না । এই বিষয় নিয়ে এখন কোনও মন্তব্য করা ঠিক নয় । পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই এই নিয়ে মন্তব্য করা উচিত হবে ।"

দেখুন ভিডিয়ো

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিং ও ক্যাটরিনা কাইফ । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁদের । ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর । 24 মার্চ মুক্তি পাবে 'সূর্যবংশী' ।

মুম্বই : CAA বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি । একে অপরের দিকে পাথর ছোড়া থেকে শুরু করে দোকান ও গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা । এই ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের । জখম শতাধিক । এই পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন বলিউডের একাধিক তারকা । আর এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন পরিচালক রোহিত শেট্টি । কোনওরকম গুজবে কান না দিয়ে ফ্যানদের শান্তি বজায় রাখার বার্তা দেন তিনি ।

আজ মুক্তি পেয়েছে রোহিত শেট্টির পরবর্তী ছবি 'সূর্যবংশী'-র ট্রেলার । এই ছবিতেও সন্ত্রাসবাদ ও ধর্মীয় ভেদাভেদকে তুলে ধরা হয়েছে । পুরোদস্তুর অ্যাকশন ছবি এটি । ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় রোহিতকে । তার উত্তরে তিনি বলেন, "দিল্লিতে ও দেশের মধ্যে যা ঘটছে তা খুবই সিরিয়াস ইশু । সব থেকে বড় বিষয় হল মুম্বইতে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আমরা রয়েছি । আর আমরা কথা বলছি দিল্লির পরিস্থিতি নিয়ে । এখানে দাঁড়িয়ে মন্তব্য করা খুব সহজ । ওখানে যাঁরা পরিস্থিতির শিকার হচ্ছেন তাঁরাই একমাত্র বুঝতে পারছেন । অনেকেই এ বিষয় নিয়ে মন্তব্য রাখছেন । যার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে । যদিও আমার মনে হয় এই পরিস্থিতিতে চুপ করে থেকে শান্তি বজায় রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ । প্রশাসন, সরকার ও মানুষ দিল্লির এই পরিস্থিতি ঠিক করতে কাজ করছেন । সত্যিটা আমরা অনেকেই জানি না । এই বিষয় নিয়ে এখন কোনও মন্তব্য করা ঠিক নয় । পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই এই নিয়ে মন্তব্য করা উচিত হবে ।"

দেখুন ভিডিয়ো

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিং ও ক্যাটরিনা কাইফ । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁদের । ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর । 24 মার্চ মুক্তি পাবে 'সূর্যবংশী' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.