ETV Bharat / sitara

ভারতীয়রা কেমন ভারত দেখতে চান? মোদিকে জানালেন ঋষি

নরেন্দ্র মোদির বিপুল ভোটে জয়ের পর তাঁর থেকে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তিনি এই দেশের প্রতিটা মানুষের মুখে হাসি ফোটাবেন, মনে করছেন সবাই। এই তালিকায় রয়েছে ঋষি কাপুরের নামও। তিনি তাঁর উইশলিস্ট শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।

ঋষি কাপুর
author img

By

Published : May 28, 2019, 11:35 AM IST

Updated : May 28, 2019, 11:59 AM IST

মুম্বই : সম্প্রতি নিজেকে ক্যানসারমুক্ত ঘোষণা করেছেন ঋষি কাপুর। তবে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে গিয়ে চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে একটা নিজস্ব মতামত তৈরি হয়েছে তাঁর।

ঋষি কাপুর নিজের টুইটে লিখেছেন, "পুনরায় নির্বাচিত হওয়ার অনেক শুভেচ্ছা বিজেপি, অরুণ জেটলি, স্মৃতি ইরানি ও সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দয়া করে ভারতবর্ষকে বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা আর পেনশন দেওযার ব্যাপারে কাজ করুন। এটা কঠিন, তবে আজ শুরু করলে আমরা একদিন লক্ষ্যে পৌঁছে যাব।"

  • My sincerest wish,desire and request to the re-elected @BJP4India @arunjaitley @smritiirani and the honourable PM @narendramodi ji. Please work upon getting India free Education, Medical, Pension etc..It’s difficult but if you start working on today,we will achieve one day! 🇮🇳

    — Rishi Kapoor (@chintskap) May 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শিক্ষা বা স্পেশালাইজ়ড স্বাস্থ্য পরিষেবা কেন এই দেশের শুধুমাত্র গুটিকয়েক মানুষই পাবে? প্রশ্ন তুলেছেন ঋষি। ভারতবর্ষকে পৃথিবীর সামনে ঈর্ষণীয় করে তুলতে ঋষির এই ছোটো ছোটো মতামতগুলো যেন তাঁর অনধিকারচর্চা মনে না করেন মোদি, এই আর্জিও জানিয়েছেন অভিনেতা।

দেখে নিন ঋষি কাপুরের পোস্ট...

  • After seeing the graduations happening here and hearing about specialised treatments in Hospital’s, why can only the few avail/afford these.After all most doctors and teachers here in the US are Indians. @BJP4India @arunjaitley @smritiirani and the PM @narendramodi ji.Jai Hind🇮🇳

    — Rishi Kapoor (@chintskap) May 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • After all this is the India we Indians want to see and the whole world envy. Literacy will give the educated youth decent jobs and the sick a full life. A true Democracy-a chance. Demonetisation,cow slaughter ban,anti secular etc...are no answers in my humble opinion! Jai Hind 🇮🇳

    — Rishi Kapoor (@chintskap) May 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • You all have a refreshed good five year tenure to go. Please think about this also. We will set examples to Humanity all over @BJP4India @arunjaitley @smritiirani and the PM @narendramodi ji. Please excuse me if I have over stepped but being a citizen I feel my duty to voice it.

    — Rishi Kapoor (@chintskap) May 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সম্প্রতি নিজেকে ক্যানসারমুক্ত ঘোষণা করেছেন ঋষি কাপুর। তবে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে গিয়ে চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে একটা নিজস্ব মতামত তৈরি হয়েছে তাঁর।

ঋষি কাপুর নিজের টুইটে লিখেছেন, "পুনরায় নির্বাচিত হওয়ার অনেক শুভেচ্ছা বিজেপি, অরুণ জেটলি, স্মৃতি ইরানি ও সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দয়া করে ভারতবর্ষকে বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা আর পেনশন দেওযার ব্যাপারে কাজ করুন। এটা কঠিন, তবে আজ শুরু করলে আমরা একদিন লক্ষ্যে পৌঁছে যাব।"

  • My sincerest wish,desire and request to the re-elected @BJP4India @arunjaitley @smritiirani and the honourable PM @narendramodi ji. Please work upon getting India free Education, Medical, Pension etc..It’s difficult but if you start working on today,we will achieve one day! 🇮🇳

    — Rishi Kapoor (@chintskap) May 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শিক্ষা বা স্পেশালাইজ়ড স্বাস্থ্য পরিষেবা কেন এই দেশের শুধুমাত্র গুটিকয়েক মানুষই পাবে? প্রশ্ন তুলেছেন ঋষি। ভারতবর্ষকে পৃথিবীর সামনে ঈর্ষণীয় করে তুলতে ঋষির এই ছোটো ছোটো মতামতগুলো যেন তাঁর অনধিকারচর্চা মনে না করেন মোদি, এই আর্জিও জানিয়েছেন অভিনেতা।

দেখে নিন ঋষি কাপুরের পোস্ট...

  • After seeing the graduations happening here and hearing about specialised treatments in Hospital’s, why can only the few avail/afford these.After all most doctors and teachers here in the US are Indians. @BJP4India @arunjaitley @smritiirani and the PM @narendramodi ji.Jai Hind🇮🇳

    — Rishi Kapoor (@chintskap) May 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • After all this is the India we Indians want to see and the whole world envy. Literacy will give the educated youth decent jobs and the sick a full life. A true Democracy-a chance. Demonetisation,cow slaughter ban,anti secular etc...are no answers in my humble opinion! Jai Hind 🇮🇳

    — Rishi Kapoor (@chintskap) May 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • You all have a refreshed good five year tenure to go. Please think about this also. We will set examples to Humanity all over @BJP4India @arunjaitley @smritiirani and the PM @narendramodi ji. Please excuse me if I have over stepped but being a citizen I feel my duty to voice it.

    — Rishi Kapoor (@chintskap) May 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

ভারতীয়রা কেমন ভারত দেখতে চান? মোদিকে জানালেন ঋষি



নরেন্দ্র মোদির বিপুল ভোটে জয়ের পর তাঁর থেকে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তিনি এই দেশের প্রতিটা মানুষের মুখে হাসি ফোটাবেন, মনে করছেন সবাই। এই তালিকায় রয়েছে ঋষি কাপুরের নামও। তিনি তাঁর উইশলিস্ট শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।



মুম্বই : সম্প্রতি নিজেকে ক্যানসারমুক্ত ঘোষণা করেছেন ঋষি কাপুর। তবে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে গিয়ে চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে একটা নিজস্ব মতামত তৈরি হয়েছে তাঁর।



ঋষি কাপুর নিজের টুইটে লিখেছেন, "পুনরায় নির্বাচিত হওয়ার অনেক শুভেচ্ছা বিজেপি, অরুণ জেটলি, স্মৃতি ইরানি ও সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দয়া করে ভারতবর্ষকে বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা আর পেনশন দেওযার ব্যাপারে কাজ করুন। এটা কঠিন, তবে আজ শুরু করলে আমরা একদিন লক্ষ্যে পৌঁছে যাব।"



শিক্ষা বা স্পেশালাইজ়ড স্বাস্থ্য পরিষেবা কেন এই দেশের শুধুমাত্র গুটিকয়েক মানুষই পাবে? প্রশ্ন তুলেছেন ঋষি। ভারতবর্ষকে পৃথিবীর সামনে ঈর্ষণীয় করে তুলতে ঋষির এই ছোটো ছোটো মতামতগুলো যেন তাঁর অনধিকারচর্চা মনে না করেন মোদি, এই আর্জিও জানিয়েছেন অভিনেতা।



দেখে নিন ঋষি কাপুরের পোস্ট...




Conclusion:
Last Updated : May 28, 2019, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.