মুম্বই : বাড়ি ফেরার জন্য যেমন ব্য়স্ত হয়ে উঠেছিলেন ঋষি, ততটাই উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা। অবশেষে ভারতে ফেরার একটা সম্ভাব্য় সময় জানালেন অভিনেতা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে ঋষি কাপুর জানালেন, "হ্যাঁ আমি অগাস্ট মাসের শেষে বাড়ি ফেরার চেষ্টা করছি। এরপর ডাক্তাররা কী বলেন তার উপর কিছুটা নির্ভর করছে।"
- View this post on Instagram
That amazing feeling in your lows when there is Positivity 💃🏻Happiness 😁Love 🥰 and that Wink 😜!!!!
">
নিজের স্বাস্থ্য নিয়েও কথা বলেন ঋষি। বলেন, "আমি তাড়াতাড়া সুস্থ হয়ে উঠছি আর আমার বেশ ভালো লাগছে। মনে হয়ে অগাস্টের মধ্য়ে ১০০ ভাগ সুস্থ হয়ে উঠব।"
স্ত্রী নীতুকেও বিশেষ ধন্যবাদ দিতে চান ঋষি। তিনি বলেন, "নীতু আমার পাশে একটা শক্ত পাথরের মতো দাঁড়িয়েছিল। নইলে আমি একা আমার খাওয়াদাওয়া করতেই পারতাম না।" তিনি ধন্য়বাদ জানিয়েছেন ছেলে রণবীর আর মেয়ে ঋধিমাকেও।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ঋষি কাপুরের দেশে ফেরার অপেক্ষায় বলিউড সহ গোটা দেশ।