ETV Bharat / sitara

কর্মচারীদের সুবিধার্থে শিক্ষামূলক ভিডিয়ো রিচার

author img

By

Published : May 15, 2020, 2:17 PM IST

কোরোনা নিয়ে কর্মচারীদের সচেতন করতে শিক্ষামূলক ভিডিয়ো বানালেন রিচা চড্ডা । সেখানে খুব সহজ ভাবে তুলে ধরলেন কোরোনা মোকাবিলায় কী করা উচিত আর কী উচিত নয় ।

richa chadda makes educational video
richa chadda makes educational video

মুম্বই : কোরোনা এড়াতে যাবতীয় সচেতনতা অবলম্বন করছেন রিচা চড্ডা । তবে এই সময়ে শুধু নিজের কথা ভাবছেন না তিনি । তাঁর কর্মচারীদের সতর্ক করতে কিছু শিক্ষামূলক ভিডিয়ো বানালেন অভিনেত্রী, যেখানে খুব সহজে বুঝিয়ে দিলেন এই পরিস্থিতি মোকাবিলার জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশ ।

IANS-কে অভিনেত্রী বললেন, "আমি আমার মোবাইলেই বানিয়েছি ভিডিয়োগুলো আর আমার কর্মচারীদের ফরওয়ার্ড করেছি । আমি চাই ওঁরা যেন এই সময়ে সুস্থ থাকেন ।"

রিচা আরও বললেন, "ওঁদের আর্থিক ভার বহন করা আমার কর্তব্য । সঙ্গে এটাও দেখা আমার কর্তব্য যে, ওঁরা সামাজিক দূরত্ব মেনে যাবতীয় কেনাকাটা করছে ।"

ভারতের মতো দেশে যাঁর সত্যিই সামাজিক দূরত্ব মেনে চলছেন, তাঁরা ভাগ্যবান, মনে করেন রিচা । বললেন, "ভারতের মতো দেশে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন । যে মানুষটা পাঁচজনের সঙ্গে ঘর শেয়ার করে থাকেন, তাঁদের প্রত্যেকের এই রোগ হতে পারে । তাই বাড়ির বাইরে সামাজিক দূরত্বটা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ ।"

richa chadda makes educational video
.

বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন রিচা । দেখা করছেন না বয়ফ্রেন্ড আলি ফজলের সঙ্গেও । ভিডিয়ো কলের মাধ্যমে দু'জনের কথা হচ্ছে লকডাউনে ।

মুম্বই : কোরোনা এড়াতে যাবতীয় সচেতনতা অবলম্বন করছেন রিচা চড্ডা । তবে এই সময়ে শুধু নিজের কথা ভাবছেন না তিনি । তাঁর কর্মচারীদের সতর্ক করতে কিছু শিক্ষামূলক ভিডিয়ো বানালেন অভিনেত্রী, যেখানে খুব সহজে বুঝিয়ে দিলেন এই পরিস্থিতি মোকাবিলার জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশ ।

IANS-কে অভিনেত্রী বললেন, "আমি আমার মোবাইলেই বানিয়েছি ভিডিয়োগুলো আর আমার কর্মচারীদের ফরওয়ার্ড করেছি । আমি চাই ওঁরা যেন এই সময়ে সুস্থ থাকেন ।"

রিচা আরও বললেন, "ওঁদের আর্থিক ভার বহন করা আমার কর্তব্য । সঙ্গে এটাও দেখা আমার কর্তব্য যে, ওঁরা সামাজিক দূরত্ব মেনে যাবতীয় কেনাকাটা করছে ।"

ভারতের মতো দেশে যাঁর সত্যিই সামাজিক দূরত্ব মেনে চলছেন, তাঁরা ভাগ্যবান, মনে করেন রিচা । বললেন, "ভারতের মতো দেশে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন । যে মানুষটা পাঁচজনের সঙ্গে ঘর শেয়ার করে থাকেন, তাঁদের প্রত্যেকের এই রোগ হতে পারে । তাই বাড়ির বাইরে সামাজিক দূরত্বটা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ ।"

richa chadda makes educational video
.

বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন রিচা । দেখা করছেন না বয়ফ্রেন্ড আলি ফজলের সঙ্গেও । ভিডিয়ো কলের মাধ্যমে দু'জনের কথা হচ্ছে লকডাউনে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.