ETV Bharat / sitara

গুরুদ্বারে রেশন বিলি করলেন রিচা

বাড়ির নিকটবর্তী গুরুদ্বারে রেশন বিলি করলেন রিচা চড্ডা । অনেক অসহায় মানুষের মুখে ফোটালেন হাসি ।

richa chadda donation to gurudwara
richa chadda donation to gurudwara
author img

By

Published : Apr 17, 2020, 6:54 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ি দিচ্ছেন দেশবাসী । বিত্তশালী মানুষরা দাঁড়াচ্ছেন অসহায় অভুক্ত মানুষগুলোর পাশে । ঠিক যেমন দাঁড়ালেন রিচা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজের বাড়ির নিকটবর্তী একটি গুরুদ্বারে রেশন বিলি করলেন অভিনেত্রী । রিচা জানিয়েছেন, প্রথমে সেই গুরুদ্বারে আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন। তবে কর্তৃপক্ষ টাকা না নেওয়ায়, রেশন বিলি করেছেন তিনি ।

richa chadda donation to gurudwara
.

রিচা বলেন, "আমি ওদের সঙ্গে যোগাযোগ করি । ওরা জানায় যে, শুধুমাত্র রেশন নেওয়া হবে, টাকা নয় । তাই আমি সামান্য চাল-ডাল যেটুকু কিনতে পেরেছি দান করেছি, 12-20 কিলো মতো ।"

তবে সেই গুরুদ্বারে প্রতিদিন প্রায় 250 কিলো রেশনের প্রয়োজন হচ্ছে দুস্থ মানুষদের খাওয়ানোর জন্য । সেটা জানতে পেরে রিচা বললেন, "আমি এখন এমন একজন জোগানদার খুঁজছি, যিনি আমায় অতটা পরিমাণ রেশন দিতে পারবেন।"

এইভাবেই আমাদের মানবিকতার পরীক্ষা করা হচ্ছে, অতিমারী আমাদের মধ্য থাকা ভালো আর খারাপগুলোকে এভাবেই প্রকাশ্যে আনছে, মনে করছেন অভিনেত্রী ।

মুম্বই : কোরোনা মোকাবিলায় নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ি দিচ্ছেন দেশবাসী । বিত্তশালী মানুষরা দাঁড়াচ্ছেন অসহায় অভুক্ত মানুষগুলোর পাশে । ঠিক যেমন দাঁড়ালেন রিচা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজের বাড়ির নিকটবর্তী একটি গুরুদ্বারে রেশন বিলি করলেন অভিনেত্রী । রিচা জানিয়েছেন, প্রথমে সেই গুরুদ্বারে আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন। তবে কর্তৃপক্ষ টাকা না নেওয়ায়, রেশন বিলি করেছেন তিনি ।

richa chadda donation to gurudwara
.

রিচা বলেন, "আমি ওদের সঙ্গে যোগাযোগ করি । ওরা জানায় যে, শুধুমাত্র রেশন নেওয়া হবে, টাকা নয় । তাই আমি সামান্য চাল-ডাল যেটুকু কিনতে পেরেছি দান করেছি, 12-20 কিলো মতো ।"

তবে সেই গুরুদ্বারে প্রতিদিন প্রায় 250 কিলো রেশনের প্রয়োজন হচ্ছে দুস্থ মানুষদের খাওয়ানোর জন্য । সেটা জানতে পেরে রিচা বললেন, "আমি এখন এমন একজন জোগানদার খুঁজছি, যিনি আমায় অতটা পরিমাণ রেশন দিতে পারবেন।"

এইভাবেই আমাদের মানবিকতার পরীক্ষা করা হচ্ছে, অতিমারী আমাদের মধ্য থাকা ভালো আর খারাপগুলোকে এভাবেই প্রকাশ্যে আনছে, মনে করছেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.