হায়দরাবাদ, 6 এপ্রিল : বলিউডে নবাগতা রশ্মিকা মন্দানাকে এবার দেখা যাবে হিন্দি ছবি 'গুডবাই'তে ৷ বলিউড আইকন অমিতাভ বচ্চনের এই ছবিতে দেখা যাবে তাঁকে ৷ শুটিংয়ের ফাঁকে 'গুডবাই' এর সেটেই বিগ-বির সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন অভিনেত্রী ৷
5 এপ্রিল 25-এ পা দিলেন প্রাণোচ্ছ্বল এই অভিনেত্রী ৷ 'গুডবাই' এর সেটেই করে নিলেন জন্মদিন উদযাপন ৷ সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন ৷ জন্মদিন পালনের সেই সব ছবি ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায় ৷ জন্মদিনে অমিতাভ বচ্চনকে পাশে পেয়ে আপ্লুত রশ্মিকা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রসঙ্গত 'গুডবাই' রশ্মিকার দ্বিতীয় বলিউড ছবি ৷ তার আগে আসতে চলেছে 'মিশন মঞ্জু'৷ অমিতাভ বচ্চনের সঙ্গে এই ছবি কাজ কারার ব্যাপারে রশ্মিকা জানিয়েছেন, "প্রথমে আমি শুধু ছবির চিত্রনাট্যই পড়েছিলাম ৷ আমার সহ অভিনেতা কে হবেন তা আমায় কেউ জানায়নি ৷ পরে যখন জানতে পারি অমিতাভ বচ্চন আমার সহ অভিনেতা, আমি বিশ্বাস করতে পারিনি ৷ প্রথমে ভেবেছিলাম আমার সঙ্গে মজা করা হচ্ছে ৷ পরে যখন ঘোষণা করা হল তখন এটা সত্যিই হচ্ছে ৷"
-
What a satisfying day looks like..🤍🎉
— Rashmika Mandanna (@iamRashmika) April 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
P.S. The mask was taken off only for clicks! Wear a mask at all times, guys 😷@SrBachchan #VikasBahl #Goodbye pic.twitter.com/egFmTIhRYD
">What a satisfying day looks like..🤍🎉
— Rashmika Mandanna (@iamRashmika) April 5, 2021
P.S. The mask was taken off only for clicks! Wear a mask at all times, guys 😷@SrBachchan #VikasBahl #Goodbye pic.twitter.com/egFmTIhRYDWhat a satisfying day looks like..🤍🎉
— Rashmika Mandanna (@iamRashmika) April 5, 2021
P.S. The mask was taken off only for clicks! Wear a mask at all times, guys 😷@SrBachchan #VikasBahl #Goodbye pic.twitter.com/egFmTIhRYD
আরও পড়ুন: ভক্তদের কাছে এবার 'ব্রাদার অফ দি নেশন' সোনু সুদ
2016 সালে রশ্মিকা প্রথম দক্ষিণী ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন ৷ সম্প্রতি 'সুলতান' ছবির সঙ্গে অভিনেত্রী তামিল চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন ৷