ETV Bharat / sitara

পা ছুঁয়ে প্রণাম ভক্তর, ট্রোলড হলেন রণবীর - trolled

ভক্তরা কখনও কখনও নিজের প্রিয় অভিনেতা বা অভিনেত্রীকে ঈশ্বরের জায়গায় বসিয়ে ফেলেন। তাই তাঁদের সামনে পেলেই পা ছুঁয়ে ফেলেন কিংবা পুজো করেন। এবার এমনই ঘটনা ঘটন রণবীর কাপুরের সঙ্গে।

রণবীর
author img

By

Published : Jun 8, 2019, 7:52 PM IST

মুম্বই : পা ছুঁয়ে রণবীরকে প্রণাম করছেন এক ভক্ত। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলড হলেন রণবীর কাপুর।

সম্প্রতি রণবীর এক ভক্তের সঙ্গে দেখা করেন। সেই ভিডিয়ো রণবীরের পা ছুঁয়ে প্রণাম করেন ওই ভক্ত। প্রিয় অভিনেতার হাতে তুলে দেন উপহার। সেই উপহার দেখতে গিয়ে একটি সোফায় বসেন রণবীর। এদিকে সামনে রণবীরকে পেয়ে ভক্ত তাঁর পায়ের সামনেই বসে পড়েন। এই ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলড হতে হয় অভিনেতাকে।

নেটিজেনদের অনেকেরই প্রশ্ন রণবীর কি ঈশ্বর ? কেন ওর পা ছুঁয়ে প্রণাম করলেন ওই ভক্ত। রণবীর কি না করতে পারেননি ?

এর থেকেই বেশি ট্রোলড হন রণবীর সোফায় বসা নিয়ে। অনেকের প্রশ্ন, রণবীর তো সোফায় বসে পড়লেন। আর ভক্তকে মাটিতে বসালেন। কেন, ভক্তকে সোফায় বসতে বললেন না রণবীর ?

এমন হাজারো প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়াই দেননি অভিনেতা।

মুম্বই : পা ছুঁয়ে রণবীরকে প্রণাম করছেন এক ভক্ত। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলড হলেন রণবীর কাপুর।

সম্প্রতি রণবীর এক ভক্তের সঙ্গে দেখা করেন। সেই ভিডিয়ো রণবীরের পা ছুঁয়ে প্রণাম করেন ওই ভক্ত। প্রিয় অভিনেতার হাতে তুলে দেন উপহার। সেই উপহার দেখতে গিয়ে একটি সোফায় বসেন রণবীর। এদিকে সামনে রণবীরকে পেয়ে ভক্ত তাঁর পায়ের সামনেই বসে পড়েন। এই ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলড হতে হয় অভিনেতাকে।

নেটিজেনদের অনেকেরই প্রশ্ন রণবীর কি ঈশ্বর ? কেন ওর পা ছুঁয়ে প্রণাম করলেন ওই ভক্ত। রণবীর কি না করতে পারেননি ?

এর থেকেই বেশি ট্রোলড হন রণবীর সোফায় বসা নিয়ে। অনেকের প্রশ্ন, রণবীর তো সোফায় বসে পড়লেন। আর ভক্তকে মাটিতে বসালেন। কেন, ভক্তকে সোফায় বসতে বললেন না রণবীর ?

এমন হাজারো প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়াই দেননি অভিনেতা।

Intro:Body:

পা ছুঁয়ে প্রণাম ভক্তর, ট্রোলড হলেন রণবীর



ভক্তরা কখনও কখনও নিজের প্রিয় অভিনেতা বা অভিনেত্রীকে ঈশ্বরের জায়গায় বসিয়ে ফেলেন। তাই তাঁদের সামনে পেলেই পা ছুঁয়ে ফেলেন কিংবা পুজো করেন। এবার এমনই ঘটনা ঘটন রণবীর কাপুরের সঙ্গে।



মুম্বই : পা ছুঁয়ে রণবীরকে প্রণাম করছেন এক ভক্ত। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলড হলেন রণবীর কাপুর।



সম্প্রতি রণবীর এক ভক্তের সঙ্গে দেখা করেন। সেই ভিডিয়ো রণবীরের পা ছুঁয়ে প্রণাম করেন ওই ভক্ত। প্রিয় অভিনেতার হাতে তুলে দেন উপহার। সেই উপহার দেখতে গিয়ে একটি সোফায় বসেন রণবীর। এদিকে সামনে রণবীরকে পেয়ে ভক্ত তাঁর পায়ের সামনেই বসে পড়েন। এই ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলড হতে হয় অভিনেতাকে।



নেটিজেনদের অনেকেরই প্রশ্ন রণবীর কি ঈশ্বর ? কেন ওর পা ছুঁয়ে প্রণাম করলেন ওই ভক্ত। রণবীর কি না করতে পারেননি ?



এর থেকেই বেশি ট্রোলড হন রণবীর সোফায় বসা নিয়ে। অনেকের প্রশ্ন, রণবীর তো সোফায় বসে পড়লেন। আর ভক্তকে মাটিতে বসালেন। কেন, ভক্তকে সোফায় বসতে বললেন না রণবীর ?



এমন হাজারো প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়াই দেননি অভিনেতা।




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.