মুম্বই : রিয়া চক্রবর্তীকে প্রতি মুহূর্তে যে মিডিয়া ট্রায়ালের মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে বেশ কয়েকজন সেলেব্রিটি সোশাল মিডিয়ায় সরব হয়েছেন । মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সুশান্তকে মারার অভিযোগে নয়...এই সাধারণ কথাটা কেউ বুঝতে চাইছেন না । তারা রিয়ার গ্রেপ্তার হওয়াটাকেই সুশান্তের 'জাস্টিস' হিসেবে ধরে নিয়েছেন । রাধিকা মদন কয়েকটি টেক্সট শেয়ার করে ব্যাপারটিকে পরিষ্কার করার চেষ্টা করলেন সোশাল মিডিয়ায় ।
কী লিখেছেন রাধিকা ? তিনি লিখেছেন, "আমরা যখন রিয়াকে নিয়ে কথা বলি,"
- তার মানেই আমরা সুশান্তকে অবজ্ঞা করছি না
- তার মানেই আমরা সুশান্তের ন্যায় পাওয়ার অধিকারকে ছোটো করছি না
- তার মানেই আমরা রিয়াকে নিয়ে তদন্ত করতে নিষেধ করছি না
তাহলে ? রিয়াকে নিয়ে কথা বলে আসলে কী করার চেষ্টা করছেন রাধিকার মতো সেলেব্রিটিরা ? অভিনেত্রী লিখেছেন, "আমরা শুধু এটাই বোঝানোর চেষ্টা করছি যেন রিয়া একটি নিরপেক্ষ বিচার পান ।"
রিয়ার সঙ্গে মিডিয়া যা করছে, তাতে তদন্ত ভুল পথে চালিত হতে পারে, কিম্বা সুশান্তের মৃত্যুকে হাতিয়ার করে কিছু বিশেষ মানুষ ফোকোটে সুবিধা পেয়ে যেতে পারে...এই অপ্রিয় ব্যাপারগুলোকে সমর্থন করছেন না রাধিকা, স্বরা, তাপসী, সোনম বা সায়নীর মতো অভিনেত্রীরা । পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন মদন ।
দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">