ETV Bharat / sitara

প্রিয়াঙ্কার ছোট্ট মেকআপ আর্টিস্ট - priyanka makeup artist niece sky krishna

লকডাউনের মধ্যে বাড়িতেই মেকআপ আর্টিস্ট পেলেন প্রিয়াঙ্কা চোপড়া । তবে সে কোনও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় । সে হল প্রিয়াঙ্কার ছোট্ট ভাইঝি কৃষ্ণা ।

sdf
sdf
author img

By

Published : May 5, 2020, 12:09 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের বেশিরভাগ দেশেই জারি লকডাউন । হাতে কোনও কাজ না থাকায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । পার্লার বন্ধ থাকায় এখন ত্বকের পরিচর্যা চলছে বাড়িতেই । আর এই পরিস্থিতির মধ্যে বাড়িতেই একজন নতুন মেকআপ আর্টিস্ট পেলেন প্রিয়াঙ্কা চোপড়া । তবে সে কোনও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় । সে হল প্রিয়াঙ্কার ছোট্ট ভাইঝি কৃষ্ণা ।

ইনস্টাগ্রামে মেকআপ করার বেশ কিছু ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । একটি ছবিতে প্রিয়াঙ্কার মাথায় মুকুট পরাতে দেখা গিয়েছে কৃষ্ণাকে । ছবিতে মুকুট মাথায় দিয়ে অবাক হওয়ার ভান করেন প্রিয়াঙ্কা । পরবর্তী ছবিতে ঘরের মধ্যে প্রিয়াঙ্কাকে সাজাতে ব্যস্ত কৃষ্ণা । আর চোখ বুজে বাধ্য মেয়ের মতো ভাইঝির সামনে বসে বিষয়টি উপভোগ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ।

মেকআপ শেষে তাঁকে ঠিক কেমন দেখতে লাগছে তাও হাসিমুখে পোস্ট করেছেন 'দা স্কাই ইজ় পিঙ্ক' অভিনেত্রী ।

প্রায় একমাস ধরে স্বামী নিক জোনাসের সঙ্গে গৃহবন্দী প্রিয়াঙ্কা । এই সময় পরিবারের সঙ্গেও সময় কাটাচ্ছেন অভিনেত্রী । অধিকাংশ সময় কৃষ্ণার সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে । এমনকী, তার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন অভিনেত্রী ।

কিছুদিন আগে কৃষ্ণার সঙ্গে শরীর চর্চা করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে । লকডাউনের মধ্যে বন্ধ জিম । অগত্যা বাড়িতেই শরীর চর্চা করতে হচ্ছে । কিন্তু, ডাম্বল না থাকায় সমস্যা পড়েছিলেন অভিনেত্রী । তাই তখন কৃষ্ণাকেই ডাম্বলের মতো করে ট্রিট করেন তিনি । ডাম্বলের মতো কৃষ্ণাকেই তুলে নেন । এতে অবশ্য মজা পাচ্ছিল কৃষ্ণাও । এই মুহূর্তের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রিয়াঙ্কা । তার ক্যাপশনে লেখেন, "নো জিম, নো প্রবলেম.."।

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের বেশিরভাগ দেশেই জারি লকডাউন । হাতে কোনও কাজ না থাকায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । পার্লার বন্ধ থাকায় এখন ত্বকের পরিচর্যা চলছে বাড়িতেই । আর এই পরিস্থিতির মধ্যে বাড়িতেই একজন নতুন মেকআপ আর্টিস্ট পেলেন প্রিয়াঙ্কা চোপড়া । তবে সে কোনও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় । সে হল প্রিয়াঙ্কার ছোট্ট ভাইঝি কৃষ্ণা ।

ইনস্টাগ্রামে মেকআপ করার বেশ কিছু ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । একটি ছবিতে প্রিয়াঙ্কার মাথায় মুকুট পরাতে দেখা গিয়েছে কৃষ্ণাকে । ছবিতে মুকুট মাথায় দিয়ে অবাক হওয়ার ভান করেন প্রিয়াঙ্কা । পরবর্তী ছবিতে ঘরের মধ্যে প্রিয়াঙ্কাকে সাজাতে ব্যস্ত কৃষ্ণা । আর চোখ বুজে বাধ্য মেয়ের মতো ভাইঝির সামনে বসে বিষয়টি উপভোগ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ।

মেকআপ শেষে তাঁকে ঠিক কেমন দেখতে লাগছে তাও হাসিমুখে পোস্ট করেছেন 'দা স্কাই ইজ় পিঙ্ক' অভিনেত্রী ।

প্রায় একমাস ধরে স্বামী নিক জোনাসের সঙ্গে গৃহবন্দী প্রিয়াঙ্কা । এই সময় পরিবারের সঙ্গেও সময় কাটাচ্ছেন অভিনেত্রী । অধিকাংশ সময় কৃষ্ণার সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে । এমনকী, তার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন অভিনেত্রী ।

কিছুদিন আগে কৃষ্ণার সঙ্গে শরীর চর্চা করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে । লকডাউনের মধ্যে বন্ধ জিম । অগত্যা বাড়িতেই শরীর চর্চা করতে হচ্ছে । কিন্তু, ডাম্বল না থাকায় সমস্যা পড়েছিলেন অভিনেত্রী । তাই তখন কৃষ্ণাকেই ডাম্বলের মতো করে ট্রিট করেন তিনি । ডাম্বলের মতো কৃষ্ণাকেই তুলে নেন । এতে অবশ্য মজা পাচ্ছিল কৃষ্ণাও । এই মুহূর্তের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রিয়াঙ্কা । তার ক্যাপশনে লেখেন, "নো জিম, নো প্রবলেম.."।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.