ETV Bharat / sitara

"মিস করলাম", ঋষি কাপুরকে বললেন নরেন্দ্র মোদি - বলিউড

টেক্সাসে 'হাউডি মোদি' অনুষ্ঠানে প্রায় 50 হাজার ইন্দো-অ্যামেরিকানের সামনে বক্তৃতা দিয়েছেন মোদি। সেই বক্তৃতার উল্লেখ করে সোশাল মিডিয়ায় প্রশংসা করেছেন ঋষি কাপুর। ঋষিকে উত্তর দিলেন মোদি।

Modi thanks Rishi Kapoor
author img

By

Published : Sep 24, 2019, 5:52 PM IST

মুম্বই : কয়েকদিন আগেই অ্যামেরিকা থেকে দেশে ফিরেছেন ঋষি কাপুর। মার্কিন মুলুকে থাকলে হয়তো তিনি উপস্থিত থাকতে পারতেন মোদির বক্তৃতার সময়। তাই অভিনেতাকে মাত্র কিছু দিনের জন্য মিস করে গেলেন প্রধানমন্ত্রী।

  • #howdymodi “Go Modi” - “Go Trump” - Houston, US. 🇮🇳🇺🇸 Proud of our being. Proud of the community. Proud of India.

    — Rishi Kapoor (@chintskap) September 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঋষি কাপুরের পোস্টটির উল্লেখ করে মোদি লিখেছেন, "ঋষিজী আমায় উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুধুমাত্র কয়েকটি দিনের জন্য আমরা একে অপরকে মিস করলাম, যেহেতু আপনি ভারতে চলে গেছেন।"

এত কিছুর মধ্যেও ঋষি কাপুরকে শুভকামনা জানাতে ভোলেননি মোদি। লিখেছেন, "আমি আপনার সুস্থতা কামনা করি। সোশাল মিডিয়ায় আপনার অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করি।"

দেখে নিন সেই পোস্ট...

  • Rishi Ji, thanks for your enthusiastic encouragement. We just missed each other by a few days since you recently left for India from the USA. I pray for your good health. Looking forward to greater participation of yours on social media. @chintskap https://t.co/vFhTTBNsCL

    — Narendra Modi (@narendramodi) September 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : কয়েকদিন আগেই অ্যামেরিকা থেকে দেশে ফিরেছেন ঋষি কাপুর। মার্কিন মুলুকে থাকলে হয়তো তিনি উপস্থিত থাকতে পারতেন মোদির বক্তৃতার সময়। তাই অভিনেতাকে মাত্র কিছু দিনের জন্য মিস করে গেলেন প্রধানমন্ত্রী।

  • #howdymodi “Go Modi” - “Go Trump” - Houston, US. 🇮🇳🇺🇸 Proud of our being. Proud of the community. Proud of India.

    — Rishi Kapoor (@chintskap) September 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঋষি কাপুরের পোস্টটির উল্লেখ করে মোদি লিখেছেন, "ঋষিজী আমায় উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুধুমাত্র কয়েকটি দিনের জন্য আমরা একে অপরকে মিস করলাম, যেহেতু আপনি ভারতে চলে গেছেন।"

এত কিছুর মধ্যেও ঋষি কাপুরকে শুভকামনা জানাতে ভোলেননি মোদি। লিখেছেন, "আমি আপনার সুস্থতা কামনা করি। সোশাল মিডিয়ায় আপনার অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করি।"

দেখে নিন সেই পোস্ট...

  • Rishi Ji, thanks for your enthusiastic encouragement. We just missed each other by a few days since you recently left for India from the USA. I pray for your good health. Looking forward to greater participation of yours on social media. @chintskap https://t.co/vFhTTBNsCL

    — Narendra Modi (@narendramodi) September 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

"মিস করলাম", ঋষি কাপুরকে বললেন নরেন্দ্র মোদি



টেক্সাসে 'হাউডি মোদি' অনুষ্ঠানে প্রায় 50 হাজার ইন্দো-অ্যামেরিকানের সামনে বক্তৃতা দিয়েছেন মোদি। সেই বক্তৃতার উল্লেখ করে সোশাল মিডিয়ায় প্রশংসা করেছেন ঋষি কাপুর। ঋষিকে উত্তর দিলেন মোদি।



মুম্বই : কয়েকদিন আগেই অ্যামেরিকা থেকে দেশে ফিরেছেন ঋষি কাপুর। মার্কিন মুলুকে থাকলে হয়তো তিনি উপস্থিত থাকতে পারতেন মোদির বক্তৃতার সময়। তাই অভিনেতাকে মাত্র কিছু দিনের জন্য মিস করে গেলেন প্রধানমন্ত্রী।



ঋষি কাপুরের পোস্টটির উল্লেখ করে মোদি লিখেছেন, "ঋষিজী আমায় উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুধুমাত্র কয়েকটি দিনের জন্য আমরা একে অপরকে মিস করলাম, যেহেতু আপনি ভারতে চলে গেছেন।"



এত কিছুর মধ্যেও ঋষি কাপুরকে শুভকামনা জানাতে ভোলেননি মোদি। লিখেছেন, "আমি আপনার সুস্থতা কামনা করি। সোশাল মিডিয়ায় আপনার অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করি।"



দেখে নিন সেই পোস্ট...  


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.