ETV Bharat / sitara

Sanjay Dutt Meets Pervez Musharraf : মুশারফের সঙ্গে এক ফ্রেমে সঞ্জুবাবা, কীসের আলোচনা ? উৎসুক নেটিজেনরা - Sanjay Dutt Meeting Pervez Musharraf

দুবাইতে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের সঙ্গে দেখা করলেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt Meeting Pervez Musharraf in Dubai)৷ ভাইরাল তাঁদের মোলাকাতের এই ছবি ৷

Sanjay Dutt Meeting Pervez Musharraf in Dubai
দুবাইতে প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন সঞ্জয়
author img

By

Published : Mar 18, 2022, 10:17 AM IST

দুবাই, 18 মার্চ : দুবাইতে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের সঙ্গে দেখা করলেন বলিউডের মুন্না ভাই (Sanjay Dutt Meeting Pervez Musharraf in Dubai) ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের এই মোলাকাতের ছবি ৷ ছবিতে দেখা গিয়েছে হুইল চেয়ারে বসে রয়েছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট, আর তাঁর সঙ্গে কথা বলছেন সঞ্জয় ৷ সম্ভবত তাঁকে কোনও কিছু দেখানো বা বোঝানোর চেষ্টা করছেন সঞ্জুবাবা ৷

কখন কোথায় তাঁদের দেখা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য এখনও সামনে আসেনি ৷ এমনকী ছবি সম্পর্কে কোনও তরফে কোনও বিবৃতিও সামনে আসেনি ৷ তবে খবর অনুযায়ী পারভেজের সঙ্গে দুবাইতে হঠাৎই দেখা হয়ে গিয়েছে অভিনেতার ৷ তবে সঞ্জয়ের পরণে রয়েছে জিমের পোশাক ৷ সেক্ষেত্রে দুবাইয়ের কোনও একটা জিমে দু'জনের হঠাৎ দেখা হয়ে যায় বলেই মনে করা হচ্ছে ৷

Sanjay Dutt Meeting Pervez Musharraf in Dubai
একফ্রেমে দু'জন

আরও পড়ুন: বিবাহ বার্ষিকীতে সঞ্জয় দত্তের ফুট ম্যাসেজের ছবি শেয়ার করে শুভেচ্ছা মান্য়তার

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ 2016 সাল থেকেই চিকিৎসার জন্য দুবাইতে রয়েছেন ৷ সেই থেকে এখনও পর্যন্ত তিনি আর পাকিস্তানে ফিরে যাননি ৷ প্রসঙ্গত, 1999 সালের কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের আর্মি প্রধান ছিলেন এই পারভেজই ৷ অন্যদিকে, সঞ্জয়কে দত্তকে আগামী দিনে দেখা যাবে একাধিক ছবিতে ৷ একদিকে যেমন 'পৃথ্বীরাজ' ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন, তেমনই রণবীর কাপুরের সঙ্গে 'সামসেরা' ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে ৷

দুবাই, 18 মার্চ : দুবাইতে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের সঙ্গে দেখা করলেন বলিউডের মুন্না ভাই (Sanjay Dutt Meeting Pervez Musharraf in Dubai) ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের এই মোলাকাতের ছবি ৷ ছবিতে দেখা গিয়েছে হুইল চেয়ারে বসে রয়েছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট, আর তাঁর সঙ্গে কথা বলছেন সঞ্জয় ৷ সম্ভবত তাঁকে কোনও কিছু দেখানো বা বোঝানোর চেষ্টা করছেন সঞ্জুবাবা ৷

কখন কোথায় তাঁদের দেখা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য এখনও সামনে আসেনি ৷ এমনকী ছবি সম্পর্কে কোনও তরফে কোনও বিবৃতিও সামনে আসেনি ৷ তবে খবর অনুযায়ী পারভেজের সঙ্গে দুবাইতে হঠাৎই দেখা হয়ে গিয়েছে অভিনেতার ৷ তবে সঞ্জয়ের পরণে রয়েছে জিমের পোশাক ৷ সেক্ষেত্রে দুবাইয়ের কোনও একটা জিমে দু'জনের হঠাৎ দেখা হয়ে যায় বলেই মনে করা হচ্ছে ৷

Sanjay Dutt Meeting Pervez Musharraf in Dubai
একফ্রেমে দু'জন

আরও পড়ুন: বিবাহ বার্ষিকীতে সঞ্জয় দত্তের ফুট ম্যাসেজের ছবি শেয়ার করে শুভেচ্ছা মান্য়তার

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ 2016 সাল থেকেই চিকিৎসার জন্য দুবাইতে রয়েছেন ৷ সেই থেকে এখনও পর্যন্ত তিনি আর পাকিস্তানে ফিরে যাননি ৷ প্রসঙ্গত, 1999 সালের কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের আর্মি প্রধান ছিলেন এই পারভেজই ৷ অন্যদিকে, সঞ্জয়কে দত্তকে আগামী দিনে দেখা যাবে একাধিক ছবিতে ৷ একদিকে যেমন 'পৃথ্বীরাজ' ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন, তেমনই রণবীর কাপুরের সঙ্গে 'সামসেরা' ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.