দিল্লি : আইনি জটিলতায় 'তানাজি : দা আনসাং ওয়ারিয়র' ছবিটি । এই ছবির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় কোলি রাজপুত সঙ্ঘ ।
2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা 'তানাজি'। ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে । কিন্তু, ছবি মুক্তির আগেই তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করল অখিল ভারতীয় ক্ষত্রিয় কোলি রাজপুত সঙ্ঘ । তাদের দাবি, পরিচালক ওম রাউত সত্যি ঘটনাগুলিকে ছবিতে তুলে ধরেননি । তানাজি মালুসারের যে গল্প তুলে ধরা হয়েছে তা সঠিক নয় । আজই দিল্লি হাইকোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয় । কিন্তু, বিচারপতি ছুটিতে থাকায় পিছিয়ে যায় শুনানি । পরবর্তী শুনানি 19 ডিসেম্বর ।
ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । এছাড়াও রয়েছেন সইফ আলি খান । ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে তাঁকে । জগপতি বাবু ও শরদ কালকেরও রয়েছেন ছবিতে ।
এর আগে 'পানিপথ' ছবিটি নিয়েও সমস্যা দেখা গিয়েছিল । রাজস্থানের জাট সম্প্রদায় ভুক্ত মানুষরা এই ছবির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন । ওই ছবিতে অভিনয় করেন অর্জুন কাপুর, কৃতি শ্যানন, সঞ্জয় দত্ত । হরিয়ানা, রাজস্থান ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ছবিটি নিষিদ্ধ করার দাবি তোলা হয় । তারপর ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রযোজক । এরপরই 6 ডিসেম্বর মুক্তি পায় ছবিটি ।
কিন্তু, 'তানাজি'-র ভাগ্য কি রয়েছে তা অবশ্য জানা যাবে 19 ডিসেম্বর শুনানির পর ।